You are viewing a single comment's thread from:

RE: আবোল তাবোল জীবনের গল্প [ অনমনীয়তা ]

in আমার বাংলা ব্লগ11 days ago

ভাই আগেকার দিনে মানুষ বড়দের অনেক শ্রদ্ধা করত বড়রা যা বলত তাই মেনে নিত কিন্তু বর্তমানে ডিজটাল যুগে এসে সবাই যেন নিজেই মাতব্বর হয়ে গেছে। নিজে যেটা বুঝবে সেটাই সঠিক আর অন্যরা যেটা বলবে সেটা বেঠিক। আমার ৫ বছরের ছেলেকেও আমি কিছু বোঝাতে গেলে বলে আব্বু পাগল হয়ে গেছে। তাহলে তো বাইরের কথা বাদই দিলাম।

Sort:  
 11 days ago 

একদমই ঠিক বলেছেন, এখন সবাই নিজেই একেকজন পণ্ডিত, তাই কারো কথা শুনতে নারাজ। আমার ছেলের অবস্থাও অনেকটা তাই, সবাই ফেল তার কাছে।