"আমার বাংলা ব্লগ" এর প্রথম ক্রিয়েটেড FUN MEME টোকেন $PUSS

in আমার বাংলা ব্লগ27 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে আমাদের নিজস্ব একটি কয়েন এর বিষয়ে পোস্ট শেয়ার করবো। আপনারা সবাই ইতোমধ্যে অবগত হয়েছেন যে, $PUSS নামে আমাদের একটা নতুন coin লঞ্চ হয়েছে। এই coin টি দাদা প্রথম ক্রিয়েট করেছে আমাদের "আমার বাংলা ব্লগ" কমিউনিটির জন্য। এখন বর্তমানে এর বয়স বেশি না, মাত্র ২ দিন ১৩ ঘন্টা হতে চলেছে। কিন্তু এত কম সময়ে এই coin টি এত দ্রুত পপুলারিটি পাবে এটা আশা করা যায়নি। এখন ধীরে ধীরে জনপ্রিয়তার দিকে এগিয়ে যাচ্ছে এই $PUSS coin টি। মূলত এটি একটি ফান প্রজেক্ট হিসেবে খোলা হয়েছিল। ফান অবশ্যই থাকবে, কিন্তু এটি যেহেতু পরপর জনপ্রিয় হয়ে উঠছে, সেহেতু আমাদের এর পিছনে একটু জোর দিতে হবে অর্থাৎ সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে।

আর এটা একমাত্র উপায় হলো প্রমোশন, এটাকে আমাদের সবারই একটু চারিদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতে হবে। বিশেষ করে টুইটার এর দিকে বেশি আলোকপাত করতে হবে আমাদের। এই কয়েকদিন বেশ ভালো বড়ো বড়ো কিছু ইনভেস্টর দের নজর পড়েছে এই $PUSS coin এর উপরে। এখন $PUSS coin বেশ buy/sell এর উপরে আছে। ক্রিপ্টোকারেন্সি জগতে যে coin থাকুক না কেনো, উত্থান-পতন থাকবেই। দাম বাড়বে আবার কমবে আবার বাড়বে এভাবেই চলবে। ফলে এটা নিয়ে বেশি হতাশ হলে চলবে না। তবে আমাদের এই নতুন $PUSS coin এর মার্কেট যেহেতু শুরুতেই বেশ ভালো, তাই আপনারা চাইলে অল্প করে কিছু কিনে রাখতে পারেন।

যদিও এটা নিয়ে কাউকে জোর করা হবে না বা হচ্ছে না, কারণ এইগুলো সম্পূর্ণ নিজ দায়িত্বে সবাইকেই কিনতে হবে। রিস্ক টা নিজের কাছে। আমাদের $PUSS coin মাত্র 2 দিনে sunswap লিস্টে অ্যাড হয়ে গিয়েছে, তাহলে ভাবুন কত দ্রুত এগিয়ে যাচ্ছে আর জনপ্রিয়তা বাড়ছে। টুইটার এ যতো বেশি প্রমোট করা হবে তত আরো প্রমোশন হবে $PUSS coin এর। সবে তো শুরু হলো coin এর যাত্রা। এর পরে আরো যতো বড়ো বড়ো buyer আসবে, তখন আরো বেশি পরিচিতি লাভ করবে। অনেকেই ইতোমধ্যে বেশ ভালো আগ্রহ দেখাচ্ছে এই coin এর প্রতি, ফলে buy/sell এখনো ভালোই হচ্ছে।

আপনারা ইতোমধ্যে দুটি পোস্ট দেখেছেন যে, কিভাবে buy/sell করতে হবে। না দেখে থাকলে পোস্ট পিন করা আছে, সবাই দেখে নেবেন, ভালো গুছিয়ে টিউটোরিয়াল করা আছে। Sunpump.meme থেকে আসলে খুবই সহজে ট্রেড করা যায়। এটার বিষয়ে যদি বলি, মূলত টোকেন গুলো খুব সহজেই তৈরী করা যায়। আর এতে যে কয়েনগুলো থাকে তার যে একটা মূল্য নির্ধারিত হয় সেটার স্থিতিশীলতা বজায় রাখতে বা burn করার একটা ভালো ব্যবস্থাপনাও রয়েছে।


COIN NAME: PUSS
TICKER: PUSS
COIN TYPE: TRC-20
BLOCKCHAIN: TRON
TOTAL SUPPLY: 100,00,00,000.00 PUSS


INSTANT BUY/SELL: CLICK HERE


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 26 days ago 

দাদার তৈরি নতুন কয়েনটি ইতিমধ্যেই দ্রুত গতিতে এগিয়ে চলেছে।আমরা আশা করি অনেক ভালো সফলতা লাভ করবে এটি।এছাড়া অনেকেই লাভবান হবে ফ্যানের সঙ্গে সঙ্গে।ধন্যবাদ দাদা,সুন্দরভাবে বিষয়টি উপস্থাপন করার জন্য।

 26 days ago 

পুস কয়েন ইতিমধ্যেই সবার মাঝে উত্তেজনার সৃষ্টি করেছে। তাই নিঃসন্দেহে বলা যায়, এই কয়েন এর ভবিষ্যৎ খুবই ভালো। আমাদের কমিউনিটির অনেকেই ইতিমধ্যে পুস কয়েন কিনেছে। তাছাড়া মোটামুটি সবাই টুইটার প্রমোশনের ক্ষেত্রে বেশ গুরুত্ব দিচ্ছে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 23 days ago 

জী দাদা আমার বাংলা ব্লগ এর প্রথম ক্রিয়েটেড FUN MEME টোকেন $PUSS ভালোই সারা পাচ্ছে। ধীরে ধীরে উপরের দিকেউ উঠতেছে। আশা করা যায় এটাও আমার বাংলা ব্লগের মত সবার মাঝে আলো ছড়াবে। আমিও কিছু টোকেন কেনার চিন্তা করতেছি। ধন্যবাদ।