নদীমাতৃক দেশ

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে নদীমাতৃক দেশ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক

আসলে আমাদের দেশটি হলো একটি নদীমাতৃক দেশ। এমন দেশের মতো দেশ আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। আসলে এই নদী কিন্তু আমাদের এই ভূমিকে সুজল সুফলা শস্য-শ্যামলা করেছে। আসলে আমাদের দেশ অন্যান্য দেশ থেকে সম্পূর্ণ আলাদা। কেননা আমাদের দেশের মত এমন নাতিশীতোষ্ণ দেশ আর পৃথিবীর কোথাও নেই। আসলে এই নাতিশীতোষ্ণ হওয়ার প্রধান কারণ হলো এই নদী। কেননা আমরা যারা নদীর পাশে বসবাস করি তারা কিন্তু গরমের সময় তেমন একটা গরম অনুভব করি না। এছাড়াও এই নদীর মাধ্যমে আমরা খুব সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যেতে পারি। বিশেষ করে বিভিন্ন ধরনের কল কারখানাগুলো এইসব নদীর পার্শ্ববর্তী এলাকায় গড়ে ওঠে। যাতে করে তারা খুব সহজে কাঁচামাল পরিবহন করতে পারে। নদীর ভিতর দিয়ে যাতায়াতের ফলে খুব অল্প টাকায় প্রচুর পরিমাণ মালামাল বহন করা যায়।


কিন্তু এসব নদীকে ব্যবহার না করার ফলে দিন দিন নদীগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়াও মানুষ এসব নদীতে তাদের অপ্রয়োজনীয় বিভিন্ন নোংরা আবর্জনা ফেলে দেওয়ার ফলে এইসব নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে। আসলে নদীর গতিপথ পরিবর্তন হওয়ার প্রধান কারণ হলো এসব নোংরা নদীর তলদেশে গিয়ে নদীর গভীরতা কমিয়ে দেয় এবং বিভিন্ন জায়গায় চরের সৃষ্টি করে। আর নদীর গভীরতা কমে গেলে সাধারণত নদীতে জোয়ার ভাটা আর হয় না। আসলে যেসব নদীর জল সবসময় গতিশীল নয় সেই সব নদী কিন্তু বেশিদিন আর টিকে থাকে না। আসলে এইসব নদী নষ্ট হয়ে যাওয়ার ফলে যাতায়াত ব্যবস্থা অনেকটা কমে যায়। এছাড়াও নদীর মাধ্যমে যত সহজে ভারি মালামাল যাতায়াত করা যায় অন্যান্য যাতায়াতের মাধ্যমে কখনো খুব সহজে এত ধরনের ভারী মালামাল যাতায়াত করা সম্ভব হয় না।


আর আমরা এজন্য দেখতে পাই যে বিভিন্ন মালবাহী জাহাজগুলো এক দেশ থেকে অন্য দেশে বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে খুব অল্প খরচে এক দেশ থেকে অন্য দেশে চলে যায়। আসলে নদীগুলো নষ্ট হয়ে যাওয়ার ফলে একদিকে যেমন নদীপথের যাতায়াত কমে যায় তেমনি অন্যদিকে নদীতে যেসব মাছ এবং প্রাণী রয়েছে তারাও কিন্তু দিন দিন বিলুপ্ত হয়ে যায়। আসলে আমাদের দেশের অনেক লোক রয়েছে যারা এই নদী দিয়ে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে। আসলে তারা বর্তমান সময়ে মাছ কম ধরার ফলে বাজারের মাছের দাম প্রায় দশ গুণ বৃদ্ধি পেয়েছে। আসলে এভাবে যদি মাছের সংখ্যা কমে যায় এবং মৎস্যজীবী লোকেরা তাদের আয়ের পরিমাণ কমে যায় তাহলে তারা তাদের সংসারকে পরিচালনা করতে অনেক বেশি কষ্ট হয়।


আর আমরা এজন্য সবসময় চেষ্টা করব যাতে করে আমাদের এই চারিপাশের নদী গুলো কোন ভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এছাড়াও নদীর সংখ্যা কমে গেলে ফসলের জমিতে জলের অভাবে ফসলের উৎপাদনে অনেক দ্রুত হারে কমে যায়। আসলে এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের দেশটা এক সময় মরুভূমিতে পরিণত হবে। তাইতো আমাদের সবার উচিত আমাদের চারিপাশের নদীকে রক্ষা করা এবং নদীর পাশে যেসব কলকারখানা গড়ে ওঠে তারা যাতে নদীতে তাদের বর্জ পদার্থগুলো না ফেলে নদীর জলকে দূষিত না করে। এছাড়াও আমরা আমাদের অপ্রয়োজনীয় কোন জিনিস নদীতে ফেলব না। আর এভাবে আমরা পুনরায় আবার নদীগুলোকে সচল করতে পারব। আর এর ফলে আমরা প্রতি বছর বিভিন্ন দুর্যোগের হাত থেকে রক্ষা পাব।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।