ভিডিওগ্রাফি : হাডিং ব্রিজ, লালন শাহ সেতু ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এর ভিডিও গ্রাফি।

in আমার বাংলা ব্লগ4 days ago
আসসালামু আলাইকুম

🌷🌷আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001

আজ ১৮ সেপ্টেম্বর রোজ বুধবার ২০২৪ ইং:।

বাংলায় ০৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ।

হ্যালো বন্ধুরা.........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আপনারা নিশ্চয়ই আপনাদের পরিবার পরিজন নিয়ে আশা করি সবাই ভালো আছেন। আমি ও আল্লাহর অশেষ রহমতে আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি ভিডিওগ্রাফি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করবো। আশাকরি আমার ধারণ করা ভিডিওগ্রাফিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

20240917_221622.jpg

সকাল থেকেই মনে একটি আনন্দের অনুভূতি। আজ আমরা যাচ্ছি লালন শাহ সেতুতে। পদ্মার বিশাল ঢেউ আর সেতুর ওপরে দাঁড়িয়ে দেখা সূর্যাস্তের জন্য মনটা ব্যাকুল হয়ে উঠেছে। এর পাশেই দাঁড়িয়ে আছে নব তৈরি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। যখন ভেড়ামারা বাজার পার হয়ে সেতুর দিকে এগিয়ে চললাম রাস্তার ধারে খোলা মাঠ আর সবুজ গাছপালা দেখতে দেখতে পথ যেন মুহূর্তেই ফুরিয়ে এলো।

সেতুর কাছে পৌঁছে গাড়ি থামতেই নদীর হিমেল বাতাস আমাদের স্বাগত জানালো। সেতুর ওপরে পা ফেলে দেখি নিচে অসীম পদ্মা নদী তার প্রশস্ত বুকে শান্তভাবে বয়ে চলেছে। ব্রিজের পাশেই আছে যুগের পর যুগ অবহেলায় পড়ে থাকা হাডিং ব্রিজ। নিচে নদীর পানির ঝিকিমিকি আর দূরের আকাশের নীল রঙের সাথে মিশে থাকা সেতুর প্রান্ত যেন এক অনন্ত সৌন্দর্যের হাতছানি দিচ্ছে।

একপাশে সূর্য আস্তে আস্তে পশ্চিমে ঝুঁকছে। রং বদলাতে শুরু করেছে আকাশ, গোলাপি, সোনালি আর লাল মিশ্রণে তৈরি হচ্ছে অপরূপ এক দৃশ্য। সেতুর ওপরে দাঁড়িয়ে এ দৃশ্য যেন এক মুগ্ধকর পেইন্টিং এর মতো লাগছে। বাতাসে ভেসে আসে দূর থেকে কোনো বাউলের সুর লালনের গান। মনে হয় প্রকৃতি যেন নিজেই এ সুরের সাথে মিলেমিশে এক হয়ে গেছে।

পদ্মার এ বিশালতা হাওয়ার মৃদু স্পর্শ আর সুরের মূর্ছনা সবকিছু মিলিয়ে মুহূর্তটি ছিল অবর্ণনীয়। সেতুর একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে এলো। চারপাশের বাতাসে এক ধরনের প্রশান্তি যেন সময় এখানে থেমে গেছে। এই সেতুর প্রতিটি মুহূর্ত মনে গেঁথে গেল লালন শাহের স্মৃতি ও সুরের সাথে মিশে।

ভিডিওগ্রাফির লিংক

পোস্টে বিবরণীভিডিওগ্রাফি
ডিভাইসরেডমি নোট ১১
ক্যামেরা৫০মেগাপিক্সেল
লোকেশনপাবনা


আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগ্রাফিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন।
১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।

Logo.png

New_Benner_ABB.png

Banner_New.png

Messenger_creation_99949833-48F6-4473-AD5F-2E12865BE62D.png

Messenger_creation_0E030044-26C0-4346-9D5C-FA248E586FBB.png

Sort:  
 4 days ago 

ভিডিওগ্রাফি টা খুবই সুন্দর হয়েছে। আপনি খুব চমৎকারভাবে পুরো এরিয়া গুলোর ভিডিওগ্রাফি ক্যাপচার করেছেন। ভালো লাগলো এগুলো দেখে। এই ধরনের জায়গা গুলোতে সময় কাটাতে ভালোই লাগে। আপনাকে অনেক ধন্যবাদ আপু এত চমৎকার একটা ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 days ago 

আমার ধারণা করা ভিডিওগ্রাফি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 days ago 

ইতোমধ্যে চমৎকার একটি ভিডিও দেখতে পারলাম। খুব সুন্দরভাবে ভিডিওটা ধারণ করা হয়েছে। যেখানে কুষ্টিয়ার সুপরিচিত স্থান হার্ডিং ব্রিজ লালন শাহ সেতু তারিখ লাস্টে রয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আর এই সব মিলে অনেক সুন্দর একটি লোকেশন। আর সেই লোকেশন টা ভিডিও ধারণ করে আমাদের মাঝে দেখার সুযোগ করে দিয়েছেন দেখে অনেক ভালো লাগলো।

 4 days ago 

জ্বী ভাইয়া সব মিলিয়ে জায়গাটা খুবই সুন্দর। ভিডিওগ্রাফি দেখে ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।ভালো থাকবেন।

 4 days ago 

সন্ধ্যাবেলায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র টা দেখতে যে এত সুন্দর লাগে আগে আমার জানা ছিল না। আপনি খুব সুন্দর ভাবে ভিডিও ধারণ করেছেন। ভিডিওটা দেখে আমার তো ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 4 days ago 

চেষ্টা করেছি সুন্দর করে ভিডিওগ্রাফি করার। ধন্যবাদ আপনাকে।

 4 days ago 

আপু ভিডিওগ্রাফিটি অসাধারণ হয়েছে। আপনি অনেক সুন্দর করে হাডিং ব্রিজ এর চমৎকার ভিডিওগ্রাফি করেছেন। তবে সন্ধ্যা বেলা ভিডিওগ্রাফি করলে আকাশের সৌন্দর্য অন্যরকম ভালো লাগে। সত্যি বলতে আপনার ভিডিওগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। চমৎকার একটি ভিডিওগ্রাফি করে সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 4 days ago 

আমার ধারণা করা ভিডিওগ্রাফি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে আমি নিজেও অনেক খুশি হয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 4 days ago 

হাডিং ব্রিজ আমার নিজ চোখ দিয়ে দেখার খুবই ইচ্ছা। আপনি দেখছি আজকে হাডিং ব্রিজের একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন। আপনার শেয়ার হাডিং ব্রিজ এর ভিডিও ক্লিপ টি দেখে বেশ ভালো।আর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এর ভিডিও টি অসাধারণ হয়েছিল। আপনার মাধ্যমে আজকে আমি বেশ কিছু সুন্দর জায়গা দেখার সুযোগ পেলাম।

 4 days ago 

জি ভাইয়া জায়গাটি অনেক সুন্দর আমার তো অনেক ভালো লাগে। আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 4 days ago 

রাজশাহী যেতে এ রাস্তা দিয়ে অনেক কিছু লক্ষ্য করতাম আগে। পাশাপাশি দুইটা ব্রিজ। বেশ ভালো লাগে ভেড়ামারা পার হয়ে এই জায়গাটা। আর এই জায়গা দিয়ে ঢাকার পথে রাজশাহীর পথে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। অনেক ভালো লাগলো অনেকদিন পর এই জায়গার ভিডিও দেখে।

 4 days ago 

ভিডিওগ্রাফিটি ভালো লাগার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 4 days ago 

পাবনা ঈশ্বরদী আমার মামা বাড়ী, তাই পাকশী যাওয়া হয় মাঝে মাঝে।এই জায়গা গুলো ঘুরতে আমার অনেক ভালো লাগে। আর আপনার ভিডিও দেখে আবার যেতে ইচ্ছে করছে। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 3 days ago 

সন্ধ্যাবেলায় এসব স্থানে ঘুরতে অনেক বেশি ভালো লাগে। আপনি মাঝে মাঝে এই স্থানে ঘুরতে আসেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 3 days ago 

এটা বেশ দারুণ একটা জায়গা। একই জায়গাই গেলে বাংলাদেশের তিনটা বিখ‍্যাত জিনিস দেখা যায়। ভিডিওগ্রাফি টা চমৎকার করেছেন আপনি। খুবই সুন্দর লাগছে আপনার পোস্ট টা। সবমিলিয়ে বেশ সুন্দর ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 days ago 

সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।