নাটক রিভিউঃ ধনী গরিবের লড়াই [পর্ব - ৬] 🥰

in আমার বাংলা ব্লগ4 days ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

🌷👰আমি তানহা তানজিল তরসা । আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001


আজ ১৭ সেপ্টেম্বর ২০২৪ ইংঃ রোজ মঙ্গলবার ।

বাংলায় ০২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ।


হ্যালো আমার বাংলা ব্লগ বাসি.........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি নাটক রিভিউ নিয়ে এসেছি। আজ আমি ধনী গরিবের লড়াই নাটকের ষষ্ঠ পর্ব নিয়ে কথা বলবো। এই নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। যার কারনে আমি এই নাটকটি আমি প্রতিনিয়ত রিভিউ করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। ঈগল টিম বেশ চমৎকার ভাবে কাজ করে যাচ্ছে।ঈগল টিমের নাটক গুলা খুবই সামাজিক ও অর্থ বাহক। আশা করি আমার শেয়ার করা নাটক রিভিউটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ব্যাক্তিগত ভাবে আমার কাছে খুবই ভালো লেগেছে যার কারনে আপনাদের মাঝে রিভিউ টা নিয়ে এসেছি। চলুন তাহলে শুরু করা যাক।

নাটকের পোস্টার

IMG_20240916_225017.jpg

IMG_20240916_231800.jpg
নাটকের প্রথমে দেখা যায় মোড়ল বাড়ির ছেলে সুরুজ এর সাথে রিমার বিয়ে ঠিক করেছে এবং সুরুজ এর গায়ে হলুদ দিচ্ছে তার দুই ভাবি। তখন তার ভাবিদের কে সুরুজ বলে ভাবি রিমাকে হলুদ দেওয়া হয়েছে। তখন তার ভাবীরা তাকে বলে না আগে তোমাকে হলুদ দিবো তারপর রিমাকে হলুদ দেব। তখন সুরুজ বলে আগে রিমাকে হলুদ দিলে ভালো হতো না। তারপর সে তার ভাবিদের কে ভাবি আমার বাসর ঘর অনেক সুন্দর করে সাজাবা তোমরা। তখন তার ভাবীরা বলে ঠিক আছে ভাই।

IMG_20240916_231818.jpg

IMG_20240916_231852.jpg

IMG_20240916_231912.jpg

এরপর দেখা যায় রিমা তার চাচীর সাথে নায়ক ও তার বাবার সাথে দেখা করতে যাই। দেখা করতে গিয়ে নায়কের বাবা বলে বিয়ান আগে চলেন কাজি অফিসে যায়। তখন তারা কাজি অফিসে যায় সেখানে তারা রিমা ও নায়কের বিয়ে দিয়ে দেয়।এরপর রিমাকে আবার তার বাপের বাড়ি পাঠিয়ে দেই তার চাচীর সাথে।

IMG_20240916_231837.jpg

IMG_20240916_231931.jpg
এরপর দেখা যায় মোড়ল বাড়ির বড় মেয়ে এবং তাদের বাড়ির কাজের মেয়ে মাস্টারের সাথে ইয়ারকি ঠাট্টা করছে। মোড়লের বড় মেয়ে মাস্টারের মুখে হলুদ মাখিয়ে দিলে মাস্টার রাগ করে। ঠিক তখনই মোড়ল সাহেব এসে হাজির হয় এবং তার মেয়েকে জিজ্ঞাসা করে এখানে কি হয়েছে। তখন তার মেয়ে বলে মাস্টারকে একটু হলুদ মাখাচ্ছিলাম বলে মাস্টার রাগ করেছে।সাথে সাথে মোড়ল সাহেব মাস্টারকে ১০০০ টাকা জরিমানা করে।এদিকে রিমাকে সবাই খোজ করে কিন্তু কেউ তাকে খুঁজে পাই না।তখন মোড়লের বড় মেয়ে বৌমা মোড়লের বউকে বলে আম্মা রিমা কে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন মোড়লের বউ অনেক চিন্তায় পড়ে যায়।
IMG_20240916_231947.jpg

IMG_20240916_232007.jpg
এরপর দেখা যায় রিমার দুই ভাবি সুরুজ কে বলছে রিমাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।তখন সুরুজ রেগে উঠে বলে আমি ওই রিক্সাওয়ালার ছেলেকে ছাড়বো না। ঠিক তখন রিমা ঘর থেকে বাইরে বের হয়ে আসে। তখন তার ভাবীরা প্রশ্ন করে তুমি কোথায় ছিলে কখন রিমা বলে আমি ঘরে শাড়ি পরছিলাম।

IMG_20240916_232043.jpg

IMG_20240916_232101.jpg
এরপর দেখা যায় রিমাকে গায়ে হলুদ দেওয়ার জন্য হলুদের আসরে নিয়ে গেছে। তারপর মোড়ল সাহেব তার মেয়েকে মিষ্টি খাইয়ে দিচ্ছে।
IMG_20240916_232126.jpg
এরপর নায়ক ও তার বাবা নায়কের মা ও বোনকে বলছে তোমরা সন্ধ্যা বেলায় রেডি থাইকো বৌমা আসবে বাড়িতে।
IMG_20240916_232144.jpg
এরপর দেখা যায় রাস্তা দিয়ে মোড়ল মোড়লের ছোট ভাই ও মোড়লের ছেলে যাচ্ছিলো নায়কের বাবার কথা গল্প করতে করতে। ঠিক সেই মুহূর্তেই সেখানে নায়কের বাবা রিকশা নিয়ে হাজির হয়ে যাই। তখন মোড়ল সাহেব বলে আজ আমার মেয়ের বিয়ে তুই বলেছিলি তোর ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দিবি।কই বিয়ে দিলে না তখন নায়কের বাবা জোরে জোরে হাসতে লাগে আর গান গাই। তারপর নায়কের বাবা তাদেরকে বলে সময় হলে সব কিছু দেখা যাবে অপেক্ষা করেন। এই কথা বলে সেখান থেকে রিক্সা নিয়ে চলে যাই।

IMG_20240916_232201.jpg

IMG_20240916_232219.jpg

IMG_20240916_232235.jpg
এরপর দেখা যায় রিমা ও সুরুজ বিয়ের আসরে বসে আছে। সেখানে মোড়ল বাড়ির প্রত্যেক সদস্যই উপস্থিত ছিল। তারপর মোড়ল সাহেব কাজী কে বলে আপনি বিয়ের কাজ শুরু করেন। কাজী সাহেব বিয়ে শুরু করার আগেই সেখানে নায়ক ও তার বাবা পুলিশ নিয়ে হাজির হয়ে যান। তখন নায়কের বাবা বলে এই বিয়ে বন্ধ করুন। এরপর নাটকটি আগামী পর্বে দেখিয়ে দেই। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন আজ এখানেই শেষ করছি।


পোস্টের ধরননাটক রিভিউ
নাটকের নামধনী গরিবের লড়াই পর্ব - ৬
পরিচালকসুলাইমান
অভিনয়েইফতি,জান্নাতুল মাওয়া, রাফি ইসলাম সৌরভ, মায়া মিম, জাহাঙ্গীর কবির ও আরও অনেকেই
দৈর্ঘ২২ মিনিট ৩২ সেকেন্ড
মুক্তির সময়১১ জুলাই ২০২৪ খ্রিঃ



এরপর নাটকটি শেষ হয়ে যায়.............


নাটক দেখার লিংক



নাটক দেখার পর আমার অনূভুতি ও রেটিং০৮/১০


নাটকটি আমার কাছে অনেক ভালো লেগেছে। যেহেতু নাটকটি পর্বের নাটক সেহেতু যত পর্ব বাড়বে নাটকটি ততই আকর্ষণীয় হবে। এ নাটকে যারা অভিনয় করেছে তারা খুব সুন্দর ভাবেই তাদের চরিত্র উপস্থাপন করেছে।
পোস্টের বিষয়নাটক
পোস্টকারীতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।



আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

Banner.png

Sort:  
 4 days ago 

দারুন একটি নাটক শেয়ার করেছেন আপু। ধনী গরিবের লড়াই নাটকের আমি কয়েকটি পর্ব দেখেছি। আজকে এই নাটকটির ষষ্ঠতম পর্ব শেয়ার করেছেন। ভীষণ ভালো লাগলো আপু রিভিউ পড়ে। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 4 days ago 

নাটকটি ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ।

 4 days ago 

ধনী গরিবের লড়াই নাটকটা সত্যি খুবই সুন্দর। এই নাটকের সবগুলো পর্ব আমার দেখা হয়েছে। আর আপনি প্রতিনিয়ত একে একে নাটকের পর্বগুলো আমাদের মাঝে শেয়ার করে যাচ্ছেন দেখে অনেক ভালো লাগলো। দেখতে দেখতে আপনি ছয়টা পর্বের রিভিউ শেয়ার করে নিয়েছেন। নায়িকার বিয়ে হওয়ার সময় নায়ক এবং পুলিশ আসার পরে কি হয়েছে, এটা আশা করছি পরবর্তী পর্বে জানতে পারবো। অপেক্ষায় থাকলাম আপু, এই নাটকের পরবর্তী পর্বের রিভিউ টা পড়ার জন্য।

 4 days ago 

জ্বি আপু পরবর্তী পর্ব খুব শীঘ্রই আপনাদের মাঝে শেয়ার করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 4 days ago 

এখন আর আগের মতো সময় বের করতে পারি না বলে নাটক দেখা হয় না। তবে আপনাদের এত সুন্দর সুন্দর নাটক রিভিউ পড়তে অনেক ভালো লাগে। আজকে আপনি খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। যদিও এর একটি পর্ব ও পড়া হয়নি কিন্তু এই পর্ব পড়ে অনেক ভালো লাগলো। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আপু এত সুন্দর নাটক রিভিউ দেওয়ার জন্য।

 3 days ago 

আসলে সবার মাঝেই সময়ের অনেক সল্পতা যার কারনে এই ধরনের বিনোদন মুলক জিনিস গুলা দেখার সুযোগ হয় না। আমার রিভিউ আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। পরবর্তী পর্বটি খুব তাড়াতাড়ি শেয়ার করার চেষ্টা করবো ধন্যবাদ আপু।