জেনারেল রাইটিংঃ[শূন্যতার রঙ] এক অসীম কল্পনার জগতে প্রবেশ।

in আমার বাংলা ব্লগ7 days ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

🌿🌷আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001


আজ ১৪ সেপ্টেম্বর রোজ শনিবার ২০২৪ ইং:।

বাংলায় ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ।

হ্যালো আমার বাংলা ব্লগবাসি.......

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আপনাদের পরিবার পরিজন নিয়ে। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি আমার পরিবার পরিজন নিয়ে।আজ আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি প্রতি সপ্তাহের মতো আজ আপনাদের মাঝে জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করব। আমার বাংলা কমিউনিটিতে অনেক সদস্যরা জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করে থাকেন। তাদের পোস্টগুলো পড়ে আমার কাছে অনেক ভালো লাগে। আশা করি আমার লেখা জেনারেল রাইটিং আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

woman-1868559_1280.jpg
Source

[শূন্যতার রঙ] এক অসীম কল্পনার জগতে প্রবেশ

আকাশের রঙ প্রতিদিনই বদলায়, কখনও সেটা নীল, কখনও সোনালি, আবার কখনও বা মেঘে ঢাকা ধূসর। কিন্তু শূন্যতার রঙ সেটা কেমন। শূন্যতা কি শুধুই অন্ধকারের এক পরম সঙ্গী নাকি শূন্যতার রঙও আছে যা আমাদের চোখে ধরা পড়ে না কিন্তু মন দিয়ে অনুভব করা যায়।একদিন বিকেলে আমি ছাদে দাঁড়িয়ে গোধূলির দৃশ্য দেখছিলাম। সূর্য তখন ধীরে ধীরে পশ্চিমের আকাশে হারিয়ে যাচ্ছিল, আর তার শেষ রশ্মিগুলো নীল আকাশকে সোনালী রঙে রাঙিয়ে তুলছিল। চারপাশের পরিবেশ এক অদ্ভুত নীরবতায় আচ্ছন্ন ছিল যেন সবকিছুই থেমে গেছে। ঠিক সেই মুহূর্তে আমি উপলব্ধি করলাম শূন্যতা কী।

আমাদের চারপাশে শূন্যতার উপস্থিতি সবসময় থাকে, আমরা শুধু সেটার সঙ্গে মানিয়ে নিতে শিখে গেছি। জীবনে বহুবার আমরা শূন্যতার মুখোমুখি হই কখনো প্রিয়জনের অনুপস্থিতিতে কখনো আমাদের স্বপ্নগুলো ভেঙে পড়লে, আবার কখনো আমাদের নিজের ভেতরে। কিন্তু শূন্যতা কি শুধুই দুঃখের শুধুই এক নিঃসঙ্গতার ছবি?

এক মুহূর্তে মনে হলো শূন্যতা আসলে একটা রঙিন ক্যানভাস। সেখানে যে রঙই থাকুক না কেন সেটার মানে আমরা নিজেরাই তৈরি করি। শূন্যতা কেবল একফালি ফাঁকা জায়গা নয়, বরং সেখানে নতুন কিছুর জন্ম নেওয়ার সম্ভাবনা থাকে। যেমন ধরুন একটি খালি ঘরে তুমি নতুন করে সাজানোর সুযোগ পাবে। ঠিক তেমনই শূন্যতা আমাদের জীবনের সেই অধ্যায়, যেখানে আমরা নতুন স্বপ্ন বুনতে পারি নতুন সম্ভাবনার সন্ধান করতে পারি।

গোধূলির শেষ আলো যখন পুরোপুরি মিলিয়ে গেল, আকাশ কালো চাদরে ঢেকে গেল। রাতের আকাশের এই নিঃসঙ্গতাও তো এক ধরনের শূন্যতা। কিন্তু রাতের এই শূন্যতায় তো আকাশজুড়ে তারা খেলা করে। সেই তারাগুলো যেন আমাদের জীবনের ছোট ছোট আশার মতো। জীবনের প্রতিটি শূন্যতার মাঝে আমরা একটু একটু করে খুঁজে পাই সেই ছোট ছোট তারাদের, যা আমাদের সামনে এগিয়ে যেতে সাহস দেয়।

তবে শূন্যতা মানে সবসময় নিঃসঙ্গতা নয়। কখনো কখনো শূন্যতার মাঝেই আমরা নিজেদেরকে খুঁজে পাই। এই শূন্যতা আমাদের চিন্তার গভীরে প্রবেশ করায় আমাদের ভেতরে থাকা প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করতে সাহায্য করে। শূন্যতা মানে আসলে ভেতরের এক নিরবতা, যা আমাদের নিজস্বতাকে উপলব্ধি করতে বাধ্য করে। সেই নিরবতায় লুকিয়ে থাকে জীবনের গভীর রহস্য।

বস্তুত শূন্যতা এক ধরণের সম্ভাবনা একটা নতুন শুরু। যেমন ধরুন রাতের পরে আবার একটা নতুন দিন আসে। সূর্য আবার উঠে আসে পূর্ব আকাশে, এবং সেই আলো আমাদের শূন্যতাকে নতুন আশায় রাঙিয়ে দেয়। শূন্যতা মানেই শেষ নয় বরং সেটাই শুরু। যেকোনো শেষের পরেই আসে নতুন কিছু। যেমন গোধূলির পরে রাত আসে রাতের পরে আসে নতুন ভোর।

শূন্যতার রঙ একরঙা নয়। কখনো সেটা মিষ্টি কষ্টের স্মৃতি, কখনো বা মৃদু আশার আলো। এই শূন্যতার প্রতিটি রঙই আমাদের জীবনকে পূর্ণ করে, নতুন দিগন্তের দিকে ধাবিত করে। তাই শূন্যতাকে ভয় পাওয়ার কিছু নেই। বরং শূন্যতার মাঝে নতুন কিছু খুঁজে পাওয়া যায়। আমাদের নিজেদের ভেতরে থাকা শক্তিকে অনুভব করা যায় যা হয়তো এতদিন আমরা দেখিনি।

জীবনের প্রতিটি শূন্যতা আসলে এক একটি উপলক্ষ্য নতুন কিছু তৈরি করার নতুন ভাবে ভাবার এবং সবকিছু থেকে বেরিয়ে এসে নিজেকে খুঁজে পাওয়ার। সেই শূন্যতার ভেতরে থাকা অসীমতার মাঝে নিজের জীবনকে নতুনভাবে দেখা যায়। শূন্যতার রঙ যদি ভালোভাবে দেখার চেষ্টা করো, তবে তুমি বুঝবে শূন্যতা আমাদের সবার জীবনে এক মহামূল্যবান উপহার।

আমাদের শুধু সেই রঙগুলো অনুভব করার ক্ষমতা থাকতে হবে, কারণ শূন্যতাও জীবনেরই অংশ যা আমাদের চলার পথকে আরও গভীর করে তোলে, আরও অর্থবহ করে তোলে।


মূলভাব:

রচনাটিতে শূন্যতা বা ফাঁকা স্থানকে কেবল অন্ধকার বা দুঃখের প্রতীক হিসেবে দেখানো হয়নি বরং এটি নতুন সম্ভাবনা আত্ম-অনুসন্ধান এবং সৃষ্টির ক্ষেত্র হিসেবে তুলে ধরা হয়েছে। শূন্যতা জীবনে আসা অবশ্যম্ভাবী এক অবস্থা, যা আমাদেরকে নতুন কিছু ভাবতে এবং সৃষ্টির পথে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করে। শূন্যতার মধ্যে রয়েছে নতুন সূচনার সম্ভাবনা, জীবনের গভীরতাকে উপলব্ধি করার সুযোগ। শূন্যতাকে ভয় না পেয়ে সেটিকে জীবনের অপরিহার্য অংশ হিসেবে গ্রহণ করলে আমরা আমাদের আশার আলো খুঁজে পেতে পারি।


পোস্টের বিষয়জেনারেল রাইটিং
পোস্টকারীতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা


আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর লেখার মধ্যে অমিল ও ভূল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখেবেন।


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

Banner.png

Sort:  

@tipu curate

Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

 7 days ago 

শূন্যতাকে কেন্দ্র করে এত সুন্দর করে একটি গদ্য রচনা করলেন যে মোহিত হয়ে পড়লাম। মানুষের কাছে মনে হয় শূন্যতাটাই পরম। কারণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অংশটুকু বাদ দিলে বাকি সমগ্র অংশটুকু সেই পরম শূন্যতা। আর সেই শূন্যতার উপর ভিত্তি করে তৈরি হয় আমাদের এই রঙিন জীবন। এই মুক্তগদ্যটি অসাধারণ লাগলো। আর ঝরঝরে ও সাবলীল গদ্যশৈলী দেখবার মত। আরো লেখা পড়বার অপেক্ষায় রইলাম।

 7 days ago 

আপনার মূল্যবান অভিমত ব্যাক্ত করে থেকে উৎসাহিত দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।