ফার্মেসি ব্যবসার A to Z. পর্ব - ৬ - ক্যাশ ও ক্রেডিট পদ্ধতিতে প্রোডাক্ট ক্রয়।

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামুয়ালাইকুম। আমি @sabbirakib এবং আমার বাংলা ব্লগে আমি ফার্মেসি বা ঔষধ ব্যবসার যাবতীয় বিষয় নিয়ে একটি সিরিজ লেখার আগ্রহ প্রকাশ করছি। আজকে তার প্রথম পর্ব লিখছি। আপনি যদি ফার্মেসি ব্যবসা সম্পর্কে জানতে চান কিংবা মেডিসিনের গোমর নিয়ে আগ্রহ থাকে, তবে এই লেখাগুলো আপনার জন্য।


প্রথম পর্বে আমি আলোচনা করেছিলাম ফার্মেসির ধরণ নিয়ে। দ্বিতীয় পর্বে আলোচনা করেছি ট্রিটমেন্ট বেইজড খুচরা ব্যবসায়ী নিয়ে। তৃতীয় পর্বে আলোচনা করেছি ট্রিটমেন্ট ও প্রেসক্রিপশন; দুটির উপরেই ফোকাস থাকে এমন ফার্মেসি নিয়ে। চতুর্থ পর্বে আলোচনা করেছি কেবল মাত্র প্রেসক্রিপশনের উপর ভিত্তি করে পরিচালিত ফার্মেসিগুলো নিয়ে। পঞ্চম পর্বে আলোচনা করেছি খুচরা ও পাইকারি; দুটোই পরিচালিত করে এমন ফার্মেসি নিয়ে। আজ থাকছে ষষ্ঠ পর্ব যেখানে আমি ক্যাশ ও ক্রেডিত পদ্ধতির বিজনেস নিয়ে আলোচনা করব।

pexels-kampus-7843960.jpg

Photo by Kampus Production

পর্ব ১ - ফার্মেসি ব্যবসার A to Z. পর্ব -১ - ফার্মেসির ধরণ
পর্ব ২ - ফার্মেসি ব্যবসার A to Z. পর্ব - ২ - খুচরা ব্যবসায়ীঃ ট্রিটমেন্ট বেইজড
পর্ব ৩ - ফার্মেসি ব্যবসার A to Z. পর্ব - ৩ - খুচরা ব্যবসায়ীঃ ট্রিটমেন্ট ও প্রেসক্রিপশন বেইজড
পর্ব ৪ - ফার্মেসি ব্যবসার A to Z. পর্ব - ৪ - প্রেসক্রিপশন পয়েন্ট।
পর্ব ৫ - ফার্মেসি ব্যবসার A to Z. পর্ব - ৫ - খুচরা ও পাইকারি

ক্যাশ

ক্যাশ (Cash) একটি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে নগদ। অর্থাৎ যেসকল ঔষধ কোম্পানিগুলো তাদের মেডিসিন নগদ অর্থে বিক্রি করে সেটাই হচ্ছে ক্যাশ। মানে, আপনি ঔষধ যখনই বুঝে পাবেন তখনই আপনাকে কোম্পানির বিক্রয় প্রতিনিধির কাছে নগদ টাকা বুঝিয়ে দিতে হবে। বাংলাদেশের প্রায় সকল মেডিসিন কোম্পানিই ক্যাশ ভিত্তিতে ব্যবসা করে থাকে।

ক্রেডিট

ক্রেডিট (Credit) একটি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ ধার কিংবা আমানত। ক্রেডিট হচ্ছে নির্দিষ্ট কয়েক দিনের জন্য কোম্পানিগুলো আপনাকে অগ্রিম ঔষধ নিয়ে ব্যবসা করার সুযোগ দিবে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে আপনাকে টাকা পরিশোধ করতে হবে। সাধারণত মাসের ১ তারিখ থেকে এই সুবিধা শুরু হয় এবং মাসের শেষ তারিখ পর্যন্ত আপনার মূল্য পরিশোধের সুযোগ রয়েছে।

pexels-artempodrez-5025669.jpg

Photo by Artem Podrez

তবে কিছু ব্যতিক্রমও রয়েছে। যেমনঃ দ্যি একমি ল্যাবরেটরিজ লিমিটেড থেকে আপনার বাকি না থাকলে যেকোন সময় ক্রেডিট প্রোডাক্ট আনতে পারবেন। আবার, স্কায়েফ (SK+F) এর ক্রেডিটের মেয়াদ থাকে ২৫ দিন। ACI এর ক্রেডিট ততদিন বলবৎ থাকে যতদিন আপনি চান। তবে এক মাসের বেশি বাকি পড়ে থাকলে তা আপনার ফার্মেসির সুনাম নষ্ট করবে কোম্পানির কাছে। তাছাড়া, রেনেটা লিমিটেড, জেনারেল ফার্মাসিটিক্যালস, পপুলার, বিকন, নাভানা, ওরিয়ন, জিসকা, এবং অন্য আরও কোম্পানিগুলো মাসের ১ তারিখ থেকে শুরু করে এবং মাসের শেষ তারিখে ক্লোজিং ডে হিসাবে নির্ধারিত করে রাখে।

বেক্সিমকো, হেলথ কেয়ার, নুভিস্তা, ড্রাগ ইন্টারন্যাশনাল, ইনসেপটার মত ক্যাশ কোম্পানিগুলোও সিলেক্টিভ কয়েকটি ফার্মেসির সাথে ক্রেডিট বিজনেস করে এবং তারাও ক্লোজিং ডে ভিত্তিক ব্যবসা করে থাকে। বাংলাদেশের শীর্ষ ঔষধ প্রস্তুতকারক কোম্পানি স্কয়ারও বিভিন্ন স্পেশাল ইভেন্টে ক্রেডিট দিয়ে থাকে। যেমনঃ ঈদের সময় ঈদ ক্রেডিট দেয় তারা। পহেলা বৈশাখ এবং অন্যান্য বিশেষ দিন উপলক্ষেও তারা এমন সুযোগ দিয়ে থাকে। বাংলাদেশের অনেক কোম্পানিই ঈদের সময় স্পেশাল ক্রেডিট দেয়।

pexels-tima-miroshnichenko-6170451.jpg

Photo by Tima Miroshnichenko


আজকের পর্ব এপর্যন্তই। আগামী পর্ব থাকবে ফার্মেসি দেয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও নথি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন, এই কামনা রইল।


আমার সম্পর্কে
আমি মুহাম্মদ সাব্বির আকিব। জন্মসূত্রে একজন বাংলাদেশি। জেলাঃ চাঁদপুর, থানাঃ ফরিদগঞ্জ। থাকি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজীরচট নামক স্থানে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রসায়নে স্নাতক (সম্মান) সম্পন্ন করেছি। বর্তমানে একটি ফার্মেসিতে ফার্মাসিস্ট হিসাবে কর্মরত রয়েছি। বিবাহিত এবং আল্লাহ একটি পুত্র সন্তানের জনক করেছেন, আলহামদুলিল্লাহ।