কার্ড বোর্ড দিয়ে তৈরি একটি মেয়ের নৃত্য করার দৃশ্য || আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা -৩২

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও খুব ভালো আছি।
আমার আজকের ব্লগে প্রথমে সবাইকে স্বাগতম জানাই । আজকের ব্লগে আমি আমাদের কমিউনিটি "আমার বাংলা ব্লগ" আয়োজিত ৩২ তম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। এই প্রতিযোগিতায় আমি কার্ড বোর্ড দিয়ে ডাই প্রজেক্ট করে দেখাবো। শক্ত কার্ড বোর্ড ব্যবহার করে আগে কখনো এমন ডাই প্রজেক্ট করিনি। এই প্রথমবার কার্ড বোর্ড দিয়ে একটি মেয়ের নৃত্য করার দৃশ্য তৈরি করলাম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। সকাল থেকে অনেক কষ্ট হয়েছে এই কাজটি করতে গিয়ে। এই প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা শোনার পর থেকেই ভেবে নিয়েছিলাম যে করেই হোক এই প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করব। প্রথমে তো ভেবেই পাচ্ছিলাম না কার্ড বোর্ড দিয়ে কি তৈরি করব। পরে অনেক ভেবে এই ডাই টি তৈরি করেছি। আমাদের কমিউনিটির সকল এডমিন এবং মডারেটরদের অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

InShot_20230305_004932962.jpg

প্রয়োজনীয় উপকরণ:

● কার্ড বোর্ড
● কাঁচি
● আঠা
● একটি হালকা গোলাপি কালারের মাস্ক
● অনেকটা মাস্ক এর মত ফেব্রিক যুক্ত দুটি ভিন্ন কালারের ব্যাগ।
● পোস্টার রঙ
● তুলি
● কালো মার্কার পেন

InShot_20230305_005827925.jpg

প্রথম ধাপ

প্রথমে একটি কার্ড বোর্ড এর উপর কালো মার্কার পেনের সাহায্যে একটি মেয়ে নৃত্য করছে এমন দৃশ্যের চিত্রাঙ্কন করে নিলাম।

InShot_20230305_005448991.jpgInShot_20230305_005950304.jpg

দ্বিতীয় ধাপ

কাঁচির সাহায্যে প্রথম ধাপে করা চিত্রাংকনের অংশটুকু সুন্দর করে কেটে নিলাম।

InShot_20230305_013713997.jpg

তৃতীয় ধাপ

মাস্ক ও মাস্ক এর মত ফেব্রিক যুক্ত ব্যাগ দুটিকে প্রথমে ছোট ছোট চারকোনা করে কেটে নিলাম এবং পরে সেগুলোকে অনেকটা গোল গোল করে কেটে নিলাম।

InShot_20230305_010633228.jpgInShot_20230305_005721970.jpg

চতুর্থ ধাপ

চিত্রের মত করে ফেব্রিক গুলোতে আঠা লাগিয়ে ফুলের পাপড়ির মত করে নিলাম।

InShot_20230305_010402492.jpgInShot_20230305_005613946.jpg

পঞ্চম ধাপ

দ্বিতীয় ধাপে করে রাখা কার্ড বোর্ডের অংশটুকুতে কালো পোস্টার রং করে দিলাম।

InShot_20230305_010754243.jpgInShot_20230305_010503341.jpg

ষষ্ঠ ধাপ

কার্ড বোর্ড দিয়ে তৈরি করা মেয়েটির শরীরের উপরের অংশে একটি সাদা ফেব্রিক লাগিয়ে দিলাম আঠার সাহায্যে এবং সেই কার্ড বোর্ডটির রং শুকানোর জন্য কিছু সময় রেখে দিলাম।

InShot_20230305_010918066.jpgInShot_20230305_010146187.jpg

সপ্তম ধাপ

চতুর্থ ধাপে যে ফেব্রিক গুলোকে ফুলের পাপড়ির মতো তৈরি করে রেখেছিলাম সেগুলোকে কেটে রাখা কার্ড বোর্ডের বিভিন্ন অংশে সুন্দর করে লাগিয়ে দিলাম। ফেব্রিক গুলো লাগানোর পর কার্ড বোর্ড দিয়ে তৈরি করা একটি মেয়ের নৃত্য করার দৃশ্যটি খুব সুন্দরভাবে ফুটে উঠবে। এবার নৃত্য করা মেয়েটির হাতে, গলায় এবং চুলের খোঁপায় কিছুটা সাদা রঙ এর শেড টেনে দিলাম । এভাবেই আমার আজকে কার্ড বোর্ড দিয়ে তৈরি করা একটি মেয়ের নৃত্য করার দৃশ্য সম্পন্ন হল।

InShot_20230305_004932962.jpgInShot_20230305_011120225.jpg

InShot_20230305_011030980.jpg


পোস্ট বিবরণ


শ্রেণীকার্ড বোর্ড দিয়ে ডাই প্রজেক্ট
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত , ওয়েস্ট বেঙ্গল।

আজকের শেয়ার করা কার্ড বোর্ড দিয়ে করা ডাই প্রজেক্টটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

কার্ড বোর্ড দিয়ে দারুন ভাবে একটি মেয়ের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন। মেয়েটি সুন্দরভাবে নাচ করছে দেখতে সত্যিই ভালো লাগছে। আর মেয়েটির জামাগুলো এত সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে যেন সত্যিকারের জামা তৈরি করেছেন। আশা করছি প্রতিযোগিতায় ভালো অবস্থান তৈরি করে নিবেন। প্রতিযোগিতার জন্য আপনার তৈরি করা প্রজেক্ট খুবই সুন্দর হয়েছে।

 2 years ago 

নৃত্য করা মেয়েটির জামা গুলো খুব সুন্দর করার চেষ্টা করেছি আপু। আপনার কাছে এটি অনেক ভালো লেগেছে এটা জেনে অনেক খুশি হলাম। এই প্রতিযোগিতায় ভালো একটা অবস্থান পাওয়ার জন্য শুভকামনা করেছেন এটা জেনে অনেক ভালো লাগলো।

 2 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনার জন্য শুভ কামনা রইলো। আসলেই প্রতিযোগিতা আসলেই একটা চিন্তার মধ্যে পড়ে যাই কি বানাবো কি বানাবো করে।যাই হোক একটি মেয়ে নৃত্য করার দৃশ্য বেশ সুন্দর করে তৈরি করেছেন। ভালো লাগলো।ধন্যবাদ

 2 years ago 

কোন প্রতিযোগিতা আসলে কি বানাবো, কি করব এই কনফিউশনে আমাদের সবাইকে ভুগতে হয় আপু কারণ হঠাৎ করে মাথায় সবসময় আইডিয়া আসে না ।

 2 years ago 

দারুন দারুন 😍
প্রথমেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই। যাই বলুন ডাই প্রজেক্টটা কিন্তু দারুন হয়েছে 👌
এককথায় নিখুঁত কাজ, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। দোয়া রইল।

 2 years ago 

এত সুন্দর ভাবে আমার শেয়ার করা ডাই প্রজেক্ট এর জন্য শুভ কামনা করলেন তা জেনে ভালো লাগলো । আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি প্রতিযোগিতার জন্য কার্ড বোর্ড দিয়ে খুব সুন্দর একটি মেয়ের নৃত্য করার ডাই প্রজেক্ট তৈরি করেছেন। আপনার এই ডাই প্রজেক্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ইউনিক ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

এত সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে আমার শেয়ার করা ডাই পোস্টের প্রশংসা করেছেন, এটা আমার জন্য খুশির ব্যাপার আপু।

 2 years ago 

সবচেয়ে বেশি ভালো লাগছে ক্রাফটটার কালার কম্বিনেশনের জন্য।একদম চোখ ধাধানো হয়েছে কাজটা।
আশা করি ভালো কিছু হবে,শুভ কামনা রইলো।

 2 years ago 

ডাই টির কালার কম্বিনেশন আপনার কাছে ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো ভাই। ভালো কিছু হবে সেই শুভ কামনা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

 2 years ago 

ভাইয়া কি চমৎকার করে কার্ডবোর্ড দিয়ে একটি মেয়ের নৃত্য করা দৃশ্য তৈরি করেছেন। দেখে তো একদম ফিদা হয়ে গেলাম। কার্ডবোর্ড দিয়ে একটি মেয়েকে তৈরি করে, খুব সুন্দর পোষাক পরিয়ে দিয়েছেন, দেখে মুগ্ধ না হয়ে পারা যায় না। এক কথায় অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে কার্ডবোর্ড দিয়ে তৈরি একটি মেয়ের নৃত্য করা দৃশ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাই অনেকদিন পর ফিদা এই শব্দটা শুনলাম। খুবই ভালো লাগলো আপনার কাছ থেকে এত সুন্দর ভাবে আমার শেয়ার করা ডাই পোস্টের জন্য প্রশংসা পেয়ে।

 2 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অনেক অভিনন্দন জানাই দাদা।কার্ড বোর্ড দিয়ে তৈরি করা মেয়েটি দেখতে খুবই সুন্দর হয়েছে। টিস্যু ব্যাগ দিয়ে জামার ডিজাইন অসাধারণ হয়েছে।প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন দাদা।অনেক অনেক শুভকামনা রইলো দাদা।

 2 years ago 

দিদি আমিও আপনার ৩২ তম প্রতিযোগিতার ডাই পোস্টটি দেখেছি। আপনিও খুব সুন্দর করে ডাই টি তৈরি করেছেন। যাই হোক আমার শেয়ার করা ডাই টির এত সুন্দর প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য প্রথমেই তোমাকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি নিজেও প্রতিযোগিতা অংশগ্রহণ করেছি তবে তোমারটা দেখে মনে হচ্ছে আমারটা তার কাছে কিছুই না। সত্যিই বেশ পারফেক্ট হয়েছে। মাস্ক দিয়ে এত সুন্দর কনসেপ্ট মাথায় আসতে পারে এটাই তো চিন্তা করা যায় না। সব মিলিয়ে দুর্দান্ত একটা diy হয়েছে।

 2 years ago 

বাড়িতে বেশ কিছু মাস্ক পড়ে ছিল তাই দেখেই এই আইডিয়াটা মাথায় এসেছিল। আমার আজকের শেয়ার করা ডাই টি নিয়ে এত সুন্দর কিছু কথা বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

অনেক সুন্দর একটি কার্ডবোর্ড দিয়ে একটি মেয়ের নৃত্যের দৃশ্য তৈরি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন অনেক ধন্যবাদ আপনাকে। আপনার এই কার্ডবোর্ড দিয়ে তৈরি করা একটি মেয়ের নৃত্যের দৃশ্যটি দেখতে অসাধারণ বলা যায়। কারণ আপনি যেহেতু প্রথম তৈরি করেছেন সেই তুলনায় অনেক বেশি সুন্দর হয়েছে। বিভিন্ন উপকরণ দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছেন দৃশ্যটি। আমার কাছে তো অনেক ভালো লেগেছে আপনার কার্ডবোর্ড তৈরির ডাই পোস্ট।

 2 years ago 

হ্যাঁ আপু প্রথম বার কার্ড বোর্ড দিয়ে এমনটা তৈরি করেছি এবং চেষ্টা করেছি যতদূর সম্ভব ভালো করার। এত সুন্দরভাবে আপনার মন্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।