স্পোর্টস : চাম্পিয়ানস লীগ ( রিয়াল মাদ্রিদ ^ স্টুটগার্ট )//by ripon40

in আমার বাংলা ব্লগyesterday

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • চাম্পিয়ানস লীগ (রিয়াল মাদ্রিদ ^স্টুটগার্ট )
  • ১৯, সেপ্টেম্বর ,২০২৪
  • বৃহস্পতিবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে ফুটবল ম্যাচ দেখার অভিজ্ঞতা শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।





Screenshot_2024-09-18-01-00-19-576_com.ssplayer.app.jpg

ছবিঃ Kirar tv থেকে স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।

ম্যাচের পরিসংখ্যান:


রিয়াল মাদ্রিদস্টুটগার্ট
মোট শট-২০মোট শট-১৭।
টার্গেটের শট-০৮টার্গেটের শট-০৭।
দৈর্ঘ্য৯০ মিনিট ।
বল পজিশন -৪৫%বল পজিশন -৫৫%
পাস করে -৪৩২পাস করে -৫২০
পাস নির্ভুলতা-৮৬%পাস নির্ভুলতা-৮৭%
ফাউল-১৩ফাউল-০৯
হলুদ কার্ড- ০৪হলুদ কার্ড - ০১
রেড কার্ড- ০০রেড কার্ড-০০
অফসাইডস-০১অফসাইডস-০৪
কোণ-১০কোণ- ০৬
সময়কাল রাত ১.০০ টায়১৮.০৯.২০২৪ইং
ফলাফল :রিয়াল মাদ্রিদ-০৩ স্টুটগার্ট -০১

ম্যাচের সারসংক্ষেপ




আমার কাছে খেলাধুলা খুবই ভালো লাগে ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আলাদাভাবে নেশাটা রয়েই গেছে। এখনো সময় পেলে ছোট ভাই ব্রাদারের সাথে এলাকায় খেলাধুলার মেতে ওঠা। যেটা অনেক বড় একটি নেশা খেলাধুলা শরীরের পক্ষে যেমন ভালো তেমনি মানসিক সকল ধরনের অবসাদ দূর করে দেয়। ছোট্টবেলার সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনো ফিরে যেতে মন চায়। আসলে সেই স্বাধীন মুহূর্ত চাইলে যখন তখন খেলাধুলা নিয়ে মেতে উঠতাম এখন আর পারি নাহ। মাঝে মাঝে ছোট্ট বাচ্চাদের খেলাধুলা গুলো দেখে সেই দিনগুলোর কথা স্মরণ করি আর খেলাধুলা এখন নিয়মিত না করা হলেও রাত জেগে খেলা দেখার অভ্যাসটা এখনো রয়েই গেছে।

Screenshot_2024-09-18-01-01-47-169_com.ssplayer.app.jpg


দীর্ঘদিন ক্লাব ফুটবল বিরতি শেষে আবার খেলা শুরু হতে চলেছে। এই সময় ক্লাবের ফুটবল খেলা বিরতি থাকে দলের খেলা শুরু হয়ে যায়। কোপা আমেরিকা ইউরো কাপ আরো অন্যান্য উপমহাদেশীয় খেলা হয়ে থাকে। যে খেলা গুলো আমরা সবাই উপভোগ করেছি বিশেষ করে ইউরো কাপ এবং কোপা আমেরিকা এই দুটো আসর দর্শকের কাছে সবচেয়ে আকর্ষণীয় হয়ে থাকে। এবার ইউরো কাপ সবচেয়ে বেশি উপভোগ করেছি কারণ ইউরোপ প্রতিটা দল খুবই শক্তিশালী কেউ কাউকে ছাড় দিতে রাজি নয় সেজন্য খেলা দেখে অনেক মজা হয়। কোপা আমেরিকা অনেকগুলো ভালো দল রয়েছে কিন্তু ইউরোর দল থেকে তুলনামূলকভাবে কোন শক্তিশালী।

Screenshot_2024-09-18-01-05-09-291_com.ssplayer.app.jpg


ফুটবল এমন একটি খেলা বিশ্বের মধ্যে সবচেয়ে জনপ্রিয় খেলা যে খেলাটি দেখার জন্য সকল মানুষ মুখিয়ে থাকে। আমিও অনেক বড় ফুটবল ভক্ত রাত জেগে ফুটবল খেলা দেখার অভ্যাস এখনো রয়েছে বর্তমানে ইউরো কোপা বড় দলের সবগুলো খেলায় দেখা হয়েছে। এবারের ইউরো কাপে কয়েকটি দল সবচেয়ে বেশি ভালো ফুটবল খেলেছে ।স্পেন জার্মানি ফ্রান্স ইংল্যান্ড তাদের মধ্যে বেটার ফুটবল খেলেছে। স্পেন ফুটবলের যে ছন্দ তাদের মধ্যে খুঁজে পেয়েছি এবার কোপা আমেরিকার খেলা তেমন একটি ভালো লাগেনি। ছন্দময় খেলা উপভোগ করতে পারিনি ।যাইহোক, দুই মহাদেশের খেলার ভিন্নতা রয়েছে সেজন্যই এইরকম। ফাইনাল ম্যাচে ভালই মুহূর্ত পার করেছিলাম কারণ দুটো ফাইনাল একসাথে হয়েছিল আর রাতে ইউরো কাপের ফাইনাল সকালে কোপা আমেরিকার ফাইনাল পুরা রাত খেলা দেখার মাধ্যমে কেটেছে।

Screenshot_2024-09-18-01-10-01-070_com.ssplayer.app.jpg


আবারো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২৪-২৫ মৌসুমের খেলা শুরু হয়ে গেল। বিগত চ্যাম্পিয়ন্স লিগে দেখতাম গ্রুপ পর্বের মাধ্যমে খেলা গুলো শুরু হতো। এবার ভিন্ন ধরনের তালিকাভিত্তিক খেলা শুরু হয়েছে। আপনি যদি সেটা ভালোভাবে না বুঝে থাকেন কিভাবে দলগুলোকে সাজানো হয়েছে। যেটা আমার কাছে অনেক কঠিন লেগেছিল বুঝতে কারণ এই ধরনের প্লানিং ফুটবল হয়তো অনেকেরই পছন্দ হবে না। যেটা আমার কাছে অনেক পছন্দ হয়নি । শুধু আমার কাছে নয় অনেক ফুটবলার যারা চ্যাম্পিয়নস লিগে খেলছে তাদেরও পছন্দ হয়নি। এই নিয়ম ফুটবলের ইতিহাসে অনেক ধরনের নিয়ম যুগের পরিবর্তনের মাধ্যমে দেখতে পেয়েছি। এবার আসলেই অনেকটা ভিন্ন প্লানে চ্যাম্পিয়ন্স লিগ শুরু হতে চলেছে।

Screenshot_2024-09-18-01-17-57-411_com.ssplayer.app.jpg


এবার ভুলেই গিয়েছিলাম চ্যাম্পিয়ন্স লীগের কথা। হঠাৎ নোটিফিকেশন আছে গুগল থেকে কারণ যে জিনিসটা আপনি গুগলে বেশি সার্চ করে দেখবেন সেটাই আপনাকে বেশি অনুসন্ধান করাতে সাহায্য করবে। ১৮ই সেপ্টেম্বর চারটি দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। আমি যেহেতু রিয়াল মাদ্রিদ ফ্যান রিয়াল মাদ্রিদের খেলা দেখব এটাই স্বাভাবিক ।একসঙ্গে অনেকগুলো খেলা দেখা সম্ভব নয় কারণ প্রতিটা খেলা একই টাইমে শুরু হয়েছিল। সেজন্য একটি খেলায় উপভোগ করতে পেরেছি । রিয়াল মাদ্রিদ তাদের ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচ দুর্বল প্রতিপক্ষ ভালো খেলবে এটাই স্বাভাবিক। স্টুড গার্ড তাদের খেলা আগে কখনো দেখা হয়নি তেমন একটা ধারণা ছিল না আসলে ছোট দল হিসেবে তারা চ্যাম্পিয়ন্স লিগের যেভাবে খেলেছে সত্যিই মুগ্ধ করেছে আমাকে।

Screenshot_2024-09-18-01-21-34-079_com.ssplayer.app.jpg


রিয়াল মাদ্রিদের আক্রমণ ভাগে রয়েছে ভিনিসিয়াস, এমবাপ্পে এবং রদ্রিগো। তাদের সামনে যে কোন দলের রক্ষণভাগ হিমশিম খেয়ে যাবে সেটাই স্বাভাবিক। আসলে দলে অন্যান্য প্লেয়ার যুক্ত হওয়ার পর দলের খেলার সমন্বয় করতে একটু টাইম লাগে সেটাই বুঝিয়ে রিয়াল মাদ্রিদ দলের মধ্যে অনুভব বা দুর্বলতা দেখতে পাচ্ছি আশা করি কোর্স সেটা ঠিক করে ফেলবে তিনি বিশ্বের সেরা কোচ। যাইহোক, খেলা শুরুতেই রিয়াল মাদ্রিদ আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে নিজেদের ঘরের মাঠের খেলা এই ম্যাচটি রিয়াল মাদ্রিদ না জিতলে রিয়াল মাদ্রিদের যে দল সেই দলের পারফরম্যান্স প্রশ্নবিদ্ধ হবে। তারা সেই ভাবে ফুটবল খেলতে শুরু করে । খেলার শুরুতে যেভাবে প্রত্যাশা করেছিলাম তার উল্টো হয়েছে। ইস্টোটগার্ড অসাধারণ ফুটবল খেলা শুরু করে অনেকগুলো আক্রমণ করে ভালো সুযোগ পায়। কিন্তু রিয়াল মাদ্রিদের গোলকিপার দারুন সেফ এর মাধ্যমে ঠেকিয়ে দেয়। রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন ্স লিগ মানেই অলৌকিকভাবে কিছু সাপোর্ট পেয়ে যায়।

Screenshot_2024-09-18-01-30-06-635_com.ssplayer.app.jpg


রিয়াল মাদ্রিদ নিজেদের ঘরের মাঠে ভালো খেলবে এটাই স্বাভাবিক কিন্তু তাদের খেলা দেখে সত্যিই হতভাগ হয়েছিলাম। এত বড় শক্তিশালী একটি দল যারা চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে ভালো পারফরম্যান্স করে কিন্তু তার ভিন্ন তা পরিলক্ষিত হয়। প্রথমার্ধে অসাধারণ ফুটবল খেলে প্রতিপক্ষ দল তাদের খেলা সত্যিই আমাকে মুগ্ধ করেছে ।রিয়াল মাদ্রিদ তেমন কোন আক্রমণ করতে পারেনি দলের মধ্যে ফুটবল সেটা দেখতে পারিনি। বিশেষ করে মিডফিল্ড খুবই দুর্বল ছিল। জুট বোলিং হাম ভালো পারফরম্যান্স করতে পারেনি। লেফট সাইডে ভিনিসিয়াস রাইট সাইডে রদ্রিগো তারা মোটামুটি ভালো পারফরমেন্স করলেও ক্লিয়ান এমবাপকে দুইটা সহজ সুযোগ মিস করে। দ্বিতীয় অর্ধে শুরুতেই দারুন একটি কাউন্টার এটাকে যায় রিয়াল মাদ্রিদ রদ্রি গো এর আসিস্টে ক্লিয়ান এমবাপে দারুন একটি গোল করে যেখানে দলকে এক শূন্য গোলে এগিয়ে নিয়ে যায়। প্রতিপক্ষ সেই গোলটি ৬৮ মিনিটের মাথায় পরিশোধ করে আবার রিয়াল মাদ্রিদ এর ডিফেন্ডার রুডি গার্ড কর্নার কিক থেকে গোল করে দলকে ২-১ গোলে এগিয়ে নিয়ে যায়। খেলার অতিরিক্ত টাইমে ব্রাজিলের তরুণ প্লেয়ার এন্ডরিক দারুন একটি কাউন্টার এটাকে গোল করে দলকে তিন এক গোলে জয় এনে দেয়।

ম্যাচের সংক্ষিপ্ত ভিডিওর লিংক সমূহ


ধন্যবাদ সবাইকে




IMG-20240120-WA0015.jpg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.