প্রানধিক প্রিয়নবীর শুভাগমন, প্রানের ঈদে আজম এর অসীম মোবারকবাদ

in আমার বাংলা ব্লগ5 days ago (edited)

ABB 16 সেপ্টেম্বর ২০২৪

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

1000167525.jpg

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে রাইটিং পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

1000167510.jpg

আজ মহা আনন্দের দিন, মহা খুশির দিন, যে খুশির তুলনা কখনোই হয় না, আজ আমাদের প্রাণের প্রিয় প্রাণের প্রিয় নবীর শুভ আগমনের দিন। আজকের এই দিনে আমাদের প্রিয় নবী দুনিয়ার বাড়িতে আগমন করেছেন। যার কারণে আমরা সর্বোচ্চ খুশী ঈদে আজম পালন করে থাকি। যা মুসলিম জাতির জন্য খুবই আনন্দের দিন। সর্বোচ্চ ও মহা খুশির দিন। অন্যায় অবিচার জুলুম শোষণের যুগ নিমেষেই ধ্বংস হয়ে গিয়েছিল আজকের এই দিনে। সত্য সুবিচার মানবতা অধিকার কায়েম হয়েছিল আজকের এই দিনে। যা ধীরে ধীরে আবার অন্যায় অবিচার জুলুম শোষণে পরিণত হয়েছে।

1000167500.jpg

আজকের এই দিনটাকে মুসলিম মিল্লাত সর্বোচ্চ খুশির হিসাবে পালন করে। তাইতো আমি নিজেও এই দিনে আনন্দ উদযাপন করে থাকে। সালাতু সালাম সহ বিভিন্ন অনুষ্ঠান এ অংশগ্রহণ করে থাকে। এই দিনটাকে আমার পরিবারসহ সবাই অনেক জাকজমক ভাবে পালন করার চেষ্টা করি । আসলে মুসলিম জাতির জন্য আমাদের প্রাণের নবীর আগমন এর মত খুশি আর কিছু হতে পারে না। কারণ সৃষ্টিকর্তা সর্বপ্রথম আমাদের প্রিয় নবীকে সৃষ্টি করেছিলেন। এবং আমাদের জন্য সর্বশেষ নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন।

1000167494.jpg

আজকের এই দিনে ফেনী ঐতিহাসিক মিজান ময়দানের মধ্যে অনেক বড় একটি সমাবেশ এর আয়োজন করা হয়। আমরা সবাই সেখানে গিয়েছিলাম। অনেক সুন্দর ভাবে এই অনুষ্ঠানটি উদযাপন হয়েছিল। যেন সবাই একসাথে হতে পেরে অনেক ভালো লেগেছিল। অনেক জনকে দীর্ঘদিন পর দেখেছি এই প্রোগ্রামের মধ্যে। যা হৃদয়ের অনেক আনন্দ হয়েছিল। প্রত্যেক বছর যখন ঈদ আজম আসে তখন অনেক বেশি ভালো লাগে। নতুন জামা কাপড় কেনার চেষ্টা করি। তাছাড়া সবাইকে নিয়ে একসাথে ঘুরাঘুরি করতে পারি ।

1000167488.jpg

লক্ষ লক্ষ মানুষ যখন একসাথে হয় আসলে আনন্দ হওয়ারই কথা। অনেক পুরাতন পুরাতন ভাইদেরকে দেখেছিলাম একসাথে। তাছাড়া শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। শুধু তাই নয় আমাদের সাথে মা বোনরাও উপস্থিত ছিল। মা বোনদের উপস্থিতি আমার অনেক বেশি ভালো লেগেছিল। আমাদের পরিবার থেকেও আমরা সবাই গিয়েছিলাম। যেন ঈদ ঈদ মনে হয়েছে। সত্যি বলতে সকলের মূল ঈদ এটাই। কারণ আমাদের প্রাণের প্রাণ প্রিয় নবী। আর সেই প্রিয় নবীর আগমন ঈদ না হয়ে কি পারে। তাই জন্যই তো আমরা ঈদে আজম পালন করি।

1000167484.jpg

ঈদ আজম অর্থ হচ্ছে সর্বোচ্চ ঈদ। যে ঈদের উপরে আর কোন ঈদ হতে পারে না। শুধু আমাদের দেশ নয় সারা বিশ্বের মধ্যে এই দিনটি পালন করা হয়ে থাকে। আজকের এই প্রোগ্রামে যাওয়ার অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আরো বেশি ভালো লাগতেছে। আজকের প্রোগ্রামের কয়েকটি স্লোগান আপনাদের মাঝে শেয়ার করলাম।

1000167472.jpg

সত্যের মূলের আগমন-ঈদে আজম
নাজাতের মূলের আগমন-ঈদে আজম
আত্মার আলোর আগমন-ঈদে আজম
অস্তিত্বের উৎসের আগমন-ঈদে আজম

সকল গুনের উৎসের আগমন-ঈদে আজম
সকল জ্ঞানের কেন্দ্রের আগমন-ঈদে আজম
সর্বকল্যাণের মূলের আগমন-ঈদে আজম
জীবনের আশ্রয়ের আগমন-ঈদে আজম

স্বাধীনতার আগমন-ঈদে আজম
অধিকারের আগমন-ঈদে আজম
মানবতার আগমন-ঈদে আজম
শান্তির আগমন-ঈদে আজম
==============- আল্লামা ইমাম হায়াত

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

1000163454.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 days ago 

ভাই আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো সে ভাষা আমি হারিয়ে ফেলেছি। আজ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মশতবার্ষিক। এ জন্মশতবার্ষিকী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রউজা মোবারকের হাজার কোটি দরুদ ও সালাম জানাই। যদিও আজকে আমার খেয়াল ছিল না তারপরেও আমি সন্ধ্যা আগে জানতে পেরেছিলাম। তবে আবার এখন আপনার পোস্ট দেখে আরো ভালো লাগলো। আর আজকের এই দিনটি খুবই আনন্দের একটি দিন। এই দিনে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ এই ভুবনে এসেছিলেন। সত্যি এটা আমাদের সকল মুসলমান ভাইদের জন্য অনেক খুশির একটা দিন। যাক একটা বিষয় খুবই ভালো লাগলো আপনাদের এইখানে এই দিনটা খুবই সুন্দরভাবে উদযাপন করেছেন। তবে আমাদের এখানেও প্রতিবার এই দিনে মহল্লায় মহল্লায় দোয়ার মাহফিল হয়। কিন্তু এবার বৃষ্টির কারণে সেটা আর হয়নি। তারপরেও প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শুকরিয়া আদায় করি। সত্যি ভাই আপনার অসংখ্য ধন্যবাদ এই সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 4 days ago 

আমাদের এদিকে বৃষ্টি হয়নি যার কারণে সম্পূর্ণ হয়েছিল সুন্দরভাবে। দিনটা সুন্দরভাবে উদযাপন করতে পেরে ভালো লাগছে।

 5 days ago 

ঈদে আজম আসলে আমাদের সব থেকে বড় ঈদ। আমাদের সর্ব কালের সেরা মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মদিন উপলক্ষে আজকে পৃথিবীর বেশ কিছু দেশের মধ্যে বেশ কিছু প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছিল।আর সেই অনুপাতে আমাদের বাংলাদেশের মধ্যে ও বেশ কিছু প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছিল। আসলে আমাদের সকলের একটি খুশির দিন।

 4 days ago 

হ্যাঁ ভাই এটা সবথেকে বড় ঈদ। দিনটা সত্যি অনেক বেশি খুশির দিন।

 4 days ago 

প্রিয় নবীর শুভ আগমন, প্রাণের ঈদে আজমের এই দিনটাতে অনেক ভালো মুহূর্ত কাটাতে পেরেছি। সত্যি অনেক ভালো লাগছে। সব জায়গায় এটা অনেক সুন্দর ভাবে পালন করা হয়ে থাকে। এই প্রোগ্রামে গিয়ে অনুভূতিটা অনেক ভালো ছিল। তুমি অনেক বেশী সুন্দর করে পুরোটা উপস্থাপন করেছ। নিজের মনের অনুভূতিগুলো কে এত সুন্দর করে সবার মাঝে শেয়ার করেছ দেখে অনেক ভালো লাগলো। তোমার এই পোস্ট পড়ে মনটাও ভালো হয়ে গিয়েছে।

 4 days ago 

আসলেই অনুভূতিটা অনেক বেশি ভালো ছিল। প্রোগ্রামে ভালো সময় কাটিয়েছি।