"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৬২ তে $PUSS কয়েন নিয়ে ব্যানার তৈরির প্রতিযোগিতায় অংশগ্রহণ

in আমার বাংলা ব্লগ11 days ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আমি @mohamad786 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বাস করি।আমি ঢাকা কলেজে অধ্যায়নরত আছি।

"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৬২ তে $PUSS কয়েন নিয়ে ব্যানার তৈরির প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসলাম। আমার বাংলা ব্লগের পরিবেশ, আমাদের @rme দাদার সৃজনশীলতা এবং নতুনত্বের প্রতি আমার যে শ্রদ্ধা রয়েছে, তারই প্রতিফলন ঘটেছে এই প্রতিযোগিতায়। $PUSS কয়েন আমাদের কমিউনিটির প্রথম Meme কয়েন এবং এটি যে পরিমাণ সাড়া ফেলেছে তা সত্যিই প্রেরণাদায়ক।ব্যানার তৈরির জন্য আমার মূল লক্ষ্য ছিল $PUSS কয়েনের মজাদার এবং অনন্য দিকগুলো ফুটিয়ে তোলা। আমি এটি সহজ, রঙিন এবং সকলের কাছে আকর্ষণীয় করার চেষ্টা করেছি, যাতে দর্শকরা এক নজরেই কয়েনটির বৈশিষ্ট্যগুলো বুঝতে পারে। ডিজাইনের মাধ্যমে আমি তুলে ধরেছি ব্লগ কমিউনিটির উচ্ছ্বাস এবং উদ্দীপনাকে, যেভাবে এই কয়েন সবার মন জয় করে নিচ্ছে।

Adobe illustrator cc ব্যবহার করে $PUSS নিয়ে সিম্পল একটি ব্যানার তৈরি করার মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি।এ প্রতিযোগিতা শুধু আমার ডিজাইন স্কিল বাড়াতেই সাহায্য করেনি, বরং আমাকে,আমার বাংলা ব্লগের অন্যদের সাথেও সংযুক্ত করেছে। সবার কাজ দেখা এবং নিজে শেখার একটি অপূর্ব সুযোগ ছিল এটি। এই প্রতিযোগিতা আমার জন্য একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।

প্রতিযোগিতা-৬২: $PUSS কয়েন নিয়ে আমার তৈরি ব্যানার

1000025597.jpg

ব্যানার তৈরি করতে যা যা লেগেছে:-

  • ল্যাপটপ
  • Adobe illustrator cc

1000017932.jpg

1000025518.png1000025516.png
  • প্রথমেই ল্যাপটপ নিয়ে Adobe illustrator cc ওপেন করলাম।তারপর ব্যানার তৈরি করার জন্য একটি পেজ নিলাম।যার Width 12in এবং Height 6in

1000025514.png

  • Pixabay website থেকে একটি ছবি ডাউনলোড করে নিয়ে আসলাম।যেটি আমি ব্যানারের ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করব।

1000025512.png

  • আমাদের সেই কাঙ্ক্ষিত $PUSS কে ব্যানারের মাঝখান বরাবর একদম হাতের উপর স্থাপন করলাম।
1000025510.png1000025508.png
  • Goggle থেকে TRON, STEEMIT এবং SunSwap এর লোগো ডাউনলোড করলাম।লোগো গুলো ব্যানারের একদম উপরের একপাশে স্থাপন করলাম।

1000025490.png

  • ব্যানারের উপরে অন্য পাশে $PUSS লিখলাম।

1000025506.png

  • $PUSS এর নিচেই ছোট্ট করে Easy Trade লিখলাম।
1000025504.png1000025502.png
  • ব্যানারের যে পাশে $PUSS লিখেছি সেই পাশের নিচে এবার Blockchain :-TRON Coin, Type :- TRC-20, Total Supply: 100000.00 এই তিনটি কথা সুন্দরভাবে ডিজাইন করে লিখলাম।এগুলো আমাদের $PUSS কয়েন সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা।

1000025500.png

  • এবার ব্যানারে উপরে একদম মাঝখানে বড় করে ABB's Frist Meme Coin লিখলাম।কারণ এটা আমার বাংলা ব্লগের বা ব্লগ ইতিহাসের সর্বপ্রথম Meme কয়েন।

1000025498.png

  • এবার ব্যানারের নিচের সাইডে BUY $PUSS Become a Millionaires লিখলাম।

1000025496.png

  • আর মাঝখানে HAVE FUN EARN MONEY লিখলাম।কারণ এটা আমাদের কয়েনের মূল বাণী বা স্লোগান।

1000025492.png

  • এরপর আমাদের ডিসকোর্ট এর মিডিয়া চ্যানেল থেকে $PUSS এর রাজার বেশে বসে থাকা লোগোটি ডাউনলোড করে আমার ব্যানারে সংযুক্ত করলাম।

1000025494.png

  • সর্বশেষে ব্যানারের কোনো জায়গায় ভুল আছে কিনা,সেটি আমি ভালোভাবে দেখে ঠিকঠাক করে নিলাম।আর এভাবেই অনেক সময় ধরে চেষ্টা করার পর তৈরি করে ফেললাম $PUSS কয়েনের জন্য কাঙ্ক্ষিত এই ব্যানার।
ব্যানারের আউটপুট

1000025481.png

"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতার ৬২তম আয়োজনে $PUSS কয়েন নিয়ে ব্যানার তৈরির প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমি অসাধারণ অভিজ্ঞতা অর্জন করেছি। এটি ছিল আমার জন্য প্রথমবারের মতো ডিজাইন প্রতিযোগিতায় অংশ নেওয়া, এবং সৃজনশীলতার মাধ্যমে আমার ভাবনা প্রকাশ করার একটি দারুণ সুযোগ। $PUSS কয়েনের অনন্য বৈশিষ্ট্য এবং ব্লগ কমিউনিটির উদ্ভাবনী মনোভাব ফুটিয়ে তুলতে ব্যানার ডিজাইন করতে গিয়ে আমার কল্পনাশক্তি এবং ডিজাইন স্কিলকে শাণিত করতে পেরেছি।প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমি নতুন কিছু শিখতে পেরেছি, যেমন গ্রাফিক্সের বিভিন্ন দিক, ডিজাইনের উপাদান কিভাবে সাজাতে হয়, এবং কমিউনিটির প্রত্যাশা পূরণ করার চেষ্টা। এই প্রতিযোগিতা আমাকে আরও অনুপ্রেরণা দিয়েছে, এবং ভবিষ্যতে এ ধরনের প্রতিযোগিতায় নিয়মিত অংশ নেওয়ার জন্য আমি আরও উদ্যমী হয়েছি।


আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

1000024149.png

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়।

1000024154.png

1000024151.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 days ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করা দেখতে পেয়ে অনেক ভালো লাগছে। আপনি অনেক সুন্দর একটি পুস কয়েনের ব্যানার তৈরি করেছেন। এই ব্যানারটি দেখতে পেয়ে আমার অনেক ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 11 days ago 

আমাদের সবার ভালোবাসার puss কয়েন কে নিয়ে অনেক সুন্দর দেখতে একটা ব্যানার তৈরি করেছেন আপনি । আর আমার কাছে আপনার তৈরি করা ব্যানারটা দেখতেও অনেক ভালো লেগেছে। আপনি নিজের দক্ষতা কে কাজে লাগিয়ে এবং অনেক সময় নিয়ে এই ব্যানার তৈরি করেছেন, এটা তো আমি দেখেই বুঝতে পারছি। সুন্দর একটা ব্যানার তৈরি করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিয়েছেন, এজন্য ধন্যবাদ আপনাকে।

 11 days ago 

অসাধারণ ব্যানার তৈরি করেছেন আপনি। আপনার এত সুন্দর ব্যানার তৈরি করতে দেখে মুগ্ধ হলাম। দারুণভাবে আপনি ব্যানারের কাজ সম্পন্ন করেছেন। এক কথায় বলতে গেলে জাস্ট অসাধারণ ছিল। ল্যাপটপ দিয়ে কিভাবে তৈরি করতে হয় সেটা আমার। তবে মোবাইল দিয়ে নরমালি তৈরি করতে জানি। চেষ্টা করব ব্যানার তৈরি করার জন্য। অনেক ভালো লেগেছে আপনার ব্যানারটা।

 11 days ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভীষণ ভালো লাগলো ভাইয়া। আপনার তৈরি করা ব্যানারটা দেখতে দারুন হয়েছে। খুবই সুন্দর ভাবে প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 11 days ago 

ভাই আপনিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভালো লাগলো। তাছাড়া আপনার তৈরি করা ব্যানারটি দেখতে খুবই সুন্দর লাগছে। আর এটি তৈরি করা ব্যানারটি খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করেছেন।। আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 11 days ago 

ভাইয়া এত সুন্দর একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই। আপনি আমাদের সবার প্রিয় $puss এর জন্য খুব সুন্দর একটি ব্যানার বানিয়েছেন। আপনার এই ব্যানার আমার কাছে অনেক ভালো লেগেছে। ব্যানার তৈরির প্রতিটা লোগো খুব সুন্দর ভাবে বসিয়েছেন আর পদ্ধতি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ব্যানার আমাদের সাথে শেয়ার করার জন্য।

 11 days ago 

প্রথম অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে খুব সুন্দর একটি ব্যানার তৈরি করে প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য। আপনার তৈরি করার ব্যানার বেশ ভালো লেগেছে।

 6 days ago 

$PUSS কয়েন নিয়ে খুবই সুন্দর একটি ব্যানার তৈরি করেছেন এবং এই ব্যানার তৈরি করে আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন শুনে খুবই ভালো লাগছে৷ যেভাবে আপনি এখানে ব্যানার তৈরি করার পদ্ধতি গুলো শেয়ার করেছেন তা খুবই সুন্দর হয়েছে৷ একই সাথে এখানে ধাপে ধাপে সবকিছু আপনি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন৷ অসংখ্য ধন্যবাদ৷