আমার তোলা কিছু ফটোগ্রাফি ।

in আমার বাংলা ব্লগ6 days ago

আজ - ৩১শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, শরৎকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে আমার তোলা কিছু ফটোগ্রাফি শেয়ার করব।



কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন । আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে এমন একটা ওয়েদার এ ভালো না থাকার যে উপায় নেই। কেননা এই একদিনের গরমে প্রচন্ড অতিষ্ঠতার পর যখন প্রশান্তির বৃষ্টি নেমেছে তখন আসলেই মন ভালো হয়ে যায়। বৃষ্টির ফলে উষ্ণ ওয়েদার থেকে শীতল একটি ওয়েদারে পরিণত হয়েছে। তবে সত্যি বলতে এমন বৃষ্টি ভেজা ওয়েদার পছন্দ হলেও অনেক জায়গায় কিন্তু ভারী বৃষ্টির ফলে নানা ধরনের ক্ষয়ক্ষতি সম্মুখীন হচ্ছে। কয়দিন আগের সে বন্যা ভয়াবহতা কথা মনে পড়লে এখনো যেন গা শিউরে উঠে। কি এক পরিস্থিতি গিয়েছে ওই সকল মানুষগুলোর উপরে। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক হয়েছে। কিন্তু আবারও আশঙ্কা কাজ করে মনের মধ্যে যদি আবারো সেরকম কোন পরিস্থিতির যদি সৃষ্টি হয়। যাই হোক, প্রাকৃতিক বিষয়গুলো আসলে সম্পূর্ণ অনিয়ন্ত্রিত। এখানে অনেক সময় আমাদের করার কিছু থাকেনা । তবে যাতে আর কোন অপ্রীতিকর ঘটনা বা পরিস্থিতির শিকার হতে না হয় সেটাই একান্ত কাম্য। যাইহোক, আজকে আপনাদের সামনে কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি।

1000039545.jpg


Device : oneplus 9r
Taken on : 2024

এটি হয়েছে ধুন্দুল গাছের ফুল। মেঘাচ্ছন্ন আকাশের নিচে হলুদ রঙের এই ফুলটি দারুন ভাবে মন কেড়ে নেয়।


1000039548.jpg


যদিও শীত আসতে এখনো দেরি আছে তারপরও দারুন সুন্দর বড়ই গাছের ফুল ধরেছে। আর বৃষ্টির পানিতে ফুল গুলো যেন আরো সতেজ হয়ে উঠেছে।


Device : oneplus 9r
Taken on : 2024


1000039543.jpg


ছাদের মেঝেতে নয়নতারা ফুল দিয়ে একটু ফটোগ্রাফি করার চেষ্টা। ফটোগ্রাফিটি কেমন হয়েছে তা আপনারা জানাবেন কিন্তু।


Device : oneplus 9r
Taken on : 2024


1000039547.jpg


ছাদের মধ্যে ছোট্ট টবে লাগানো পেঁপে গাছটিতে দারুন সুন্দর পেঁপে ধরেছে।


Device : oneplus 9r
Taken on : 2024


1000039546.jpg



Device : oneplus 9r
Taken on : 2024

আপনারা কি কখনো খেয়াল করেছেন পেপে ফুলের ও একটি সুবাস রয়েছে? ঐদিন পেঁপে ফুলের এই ফটোগ্রাফি করতে গিয়ে বিষয়টি খেয়াল করেছিলাম।


1000039549.jpg


খামখেয়ালি মধ্যে দিয়ে ফটোগ্রাফিটি করা। এখানে ছোট ফুল গুলো কে ছিড়ে পানিতে এনে ভিজিয়ে রেখেছি যাতে ফুলগুলো তাজা থাকে।


Device : oneplus 9r
Taken on : 2024

সকলকে ধন্যবাদ ।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 6 days ago 

কুল গাছে এখন ফুল হওয়ার সময় এটা আমার স্মরণে ছিল না। অনেক ভালো লাগলো আপনার ধারণাম করা এই সমস্ত ফুলের ফটোগ্রাফি গুলো। মনের মধ্যে আনন্দ থাকলে ভালো লাগা ভালোবাসা থাকলে খামখেয়ালিতে ফুল ছেড়া হয়ে যায়।

 6 days ago 

আসলেই টানা বৃষ্টি হওয়ার কারণে আবহাওয়া একেবারে শীতল হয়ে গিয়েছে। ভারী বর্ষণের কারণে যাতে কোথাও কোনো ক্ষতি না হয়,সেই কামনা করছি। যাইহোক ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ হয়েছে ভাই। পেঁপে ফুলের সুবাস আমি কখনো পাইনি। ছাঁদের মেঝেতে থাকা নয়নতারা ফুলগুলো দেখতে আসলেই দারুণ লাগছে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 6 days ago 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাইয়া। বিশেষ করে নয়নতারা ফুলের ফটোগ্রাফি আর পেঁপে ফুলের ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ ছিল।

 6 days ago 

আসলে ভাই আজ আপনি আমাদের মাঝে দারুণ দারুণ কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছেন। বিশেষ করে আমার ছাদের উপরে সেই নয়নতারা ফুলের ফটোগ্রাফিটা অনেক বেশি ভালো লেগেছে। এছাড়াও আপনি প্রতিটা ছবির বর্ণনা খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 days ago 

বাহ ভাইয়া দারুন কিছু ফটোগ্রাফি আপনি শেয়ার করেছেন ।সবগুলো ফটোগ্রাফি সুন্দর ছিল।প্রথম এবং শেষ ফটোগ্রাফি দুইটি বেশি ভালো লেগেছে।নয়নতারা ফুলের ফটোগ্রাফি টিও সুন্দর ছিল,ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 5 days ago 

এখানে আমাদের কিছু করার নেই বললেই চলে। প্রকৃতির এমন অবস্থা চলতেই থাকবে। কখনও গরম আবার কখনও এইরকম টানা বৃষ্টি। যাইহোক আপনার ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর ছিল ভাই। ছোট ছোট অবজেক্ট কে দারুণ ভাবে ফুটিয়ে তুলেছেন ফটোগ্রাফির মাধ্যমে। সবমিলিয়ে চমৎকার ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 5 days ago 

ভাইয়া এর আগেও আপনার ছাদ বাগানের ফটোগ্রাফি দেখেছি।আপনি কিন্তু চমৎকার ফটোগ্রাফি করেন। প্রতিটি ফটোগ্রাফির ক্যাপচার দারুন হয়েছে। মেঘলা আকাশ আর বৃষ্টি ভেজা ফটোগ্রাফি গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। এজন্য অনেক ধন্যবাদ জানাই আপনাকে।পেঁপে ফুল যদিও দেখেছি।তবে এর যে সুন্দর ঘ্রান আছে তা কখনো সুযোগ হয়নি ঘ্রান নেয়ার সামনে থেকে।

 5 days ago 

সত্যিই অসাধারণ। ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ কয়েকটি অসাধারণ ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফির মধ্যে কুলের ফুল দেখতে খুব ভালো লাগলো। আর এই সময়ই এই ফুলগুলো হয়ে থাকে। তাছাড়া পেঁপে দেখে দেখে ভালো লাগলো ধন্যবাদ শেয়ার করার জন্য।