DIY-(এসো নিজে করি)//গ্লিটার ফোম সিট দিয়ে ঘর সাজানোর মতো সুন্দর একটি ফুল তৈরি ।।

in আমার বাংলা ব্লগ7 days ago
আসসালামু-আলাইকুম/আদাব🤝


আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আশা এবং বিশ্বাস করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।

20240914_091508~2.jpg

আমার বাংলা ব্লগের প্রাণ প্রিয় বন্ধুরা, এই বৃষ্টি স্নাত বিকালে আবারো ফিরে এলাম নতুন আরও একটি পোস্ট নিয়ে আপনাদের সবার মাঝে। আজকেও আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ডাই পোস্ট। আর এই ডাই পোস্টিও তৈরি করেছিলাম গ্লিটার ফোম সিট দিয়ে। আজকে এই বৃষ্টির মধ্যে আমি আর আমার রুমমেট বাহিরে যায়নি। তো দুইজন গল্প করতেছিলাম এবং চানাচুর মুড়ি মাখা খাচ্ছিলাম। আর দুজনের গল্পের ফাঁকে ফাঁকে গ্লিটার ফোম সিট দিয়ে ঘর সাজানোর মত এই ফুলটি তৈরি করেছি। আমার রুমমেট এর সাথে গল্প করতে করতে যখন এটি আমি সম্পূর্ণ তৈরি করেছিলাম তখন আমার রুমমেট আমাকে অনেক বাহবা দিলেন। তখন আপনাদের সবার কথা আমার মনে পড়ে গেল আপনারা যেরকম আমাকে উৎসাহ দিচ্ছেন ঠিক তেমনি আমার রুমমেট আজকে এই কাজটা দেখে আমাকে উৎসাহ দিয়েছে। যাই হোক আপনাদের সবার উৎসাহ পেয়েই আজ আমি এত দূর পর্য্যন্ত্য চলে আসতে পেরেছি। আমি আপনাদের উৎসাহ পেলে ইনশাল্লাহ আরো অনেক দূর যেতে পারবো। তো এই ফুলটি তৈরি করার পর আমার কাছে ভালোই লেগেছিল আমি আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো বন্ধুরা চলুন তাহলে দেখে নেয়া যাক কিভাবে আমি গ্লিটার ফোম সিট দিয়ে সুন্দর এই ফুলটি তৈরি করেছিলাম ।

গ্লিটার ফোম সিট দিয়ে ঘর সাজানোর মতো সুন্দর একটি ফুল তৈরি

20240914_091705~2.jpg

আমি গ্লিটার ফোম সিট দিয়ে কিভাবে ঘর সাজানোর মতো সুন্দর ফুলটি তৈরি করেছিলাম তা ধাপে ধাপে আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রয়োজনীয় উপকরণ

১। গ্লিটার ফোম সিট।
২। কেচিঁ।
৩। স্কেল।
৪। গ্লু গান ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রথম ধাপ
20240914_080451~2.jpg20240914_080547~2.jpg

20240914_081221~2.jpg

প্রথমে আমি স্বআঠালো এ ফোর সাইজের গ্লিটার ফোম সিট থেকে ছয় সেন্টিমিটার ব্যাসার্ধের চার পিস বেগুনি রংয়ের এবং চার পিস সাদা রংয়ের গ্লিটার ফোম সিট কেটে নিলাম। এবং এই টুকরো গুলোর পিছন থেকে সাদা কাগজ সরিয়ে একটি বেগুনি রংয়ের এবং একটি সাদা রংয়ের টুকরো একসাথে জোড়া লাগিয়ে দিলাম। এবং এভাবে বাকিগুলো জোড়া লাগিয়ে দিলাম। যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

দ্বিতীয় ধাপ
20240914_081245~2.jpg20240914_081609~2.jpg

20240914_081701~2.jpg

এবার এই চার জোড়া গ্লিটার ফোম সিট মাঝখান দিয়ে কেটে টোটাল আট টুকরো করে নিলাম যেমনটি আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

তৃতীয় ধাপ
20240914_081857~2.jpg20240914_081925~2.jpg

20240914_082123~2.jpg

এবার এই টুকরো গুলোকে মাঝখান দিয়ে ভাঁজ করে প্রথমে ভাজ করা পাস থেকে এক সেন্টিমিটার গ্যাপ দিয়ে মাঝ বরাবর কেচি দিয়ে কেটে নিলাম। তারপর টুকরোটিকে উল্টিয়ে নিচের দিক থেকে এক সেন্টিমিটার গ্যাপ দিয়ে দুইটি অংশে কেটে নিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

চতুর্থ ধাপ
20240914_083131~2.jpg20240914_083517~2.jpg

20240914_085505~2.jpg

এবার সেই কাটা টুকরো গুলোকে মাঝখানের অংশ থেকে উল্টিয়ে ভাজ করে গ্লু গান দিয়ে লাগিয়ে দিলাম। এবং পরবর্তী অংশ গুলোকে দুই পাশ থেকে দুই মাথা একসাথে লাগিয়ে দিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

পঞ্চম ধাপ
20240914_085547~2.jpg20240914_085802~2.jpg

20240914_090004~2.jpg

এবার প্রত্যেক অংশকে একটির সাথে আরেকটি গ্লু গান দিয়ে লাগিয়ে দিয়ে ফুলের আকৃতি করে নিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ষষ্ঠ ধাপ
20240914_090203~2.jpg20240914_090229~2.jpg

20240914_090525~2.jpg

এবার ঝুলিয়ে রাখার জন্য ১০ সেন্টিমিটার বাই ০.৫ সেন্টিমিটার এক টুকরো গ্লিটার ফোম সিট কেটে ফুলটির এক পাশে গ্লু গান দিয়ে লাগিয়ে, তার উপরে আরেকটি ফুলের অংশ লাগিয়ে দিলাম। যেমনটি আপনারা দেখতে পারছেন।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

সর্বশেষ ধাপ-
20240914_090737~2.jpg20240914_091014~2.jpg

20240914_091140~2.jpg

সর্বশেষ ধাপে এসে তিন সেন্টিমিটার ব্যাসার্ধের আরো দুই টুকরো গ্লিটার ফোম সিট কেটে ফুলটির ঠিক মাঝখানে গ্লু গান দিয়ে লাগিয়ে দিলাম। এবং ফুলটির সৌন্দর্য বৃদ্ধির জন্য আরও একটি সাদা পুঁথি বসিয়ে দিলাম। আর এর মাধ্যমেই ফুলটি তৈরির শেষের ধাপে এসে পৌঁছাইলাম।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

উপস্থাপন

20240914_091529~2.jpg

20240914_091525~2.jpg

20240914_091607~2.jpg

20240914_091508~2.jpg

অবশেষে গ্লিটার ফোম সিট দিয়ে ঘর সাজানোর মতো এই ফুলটি তৈরি করে আমার খুবই ভালো লাগছে। আমার আরো বেশি ভালো লাগে যখনই আপনাদের কাছ থেকে আমি উৎসাহ পাই। । যাইহোক আমি আশা করি আপনাদের এই ফুলটি দেখার পরে অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আজকে তাহলে এই পর্য্যন্ত্যই পরবর্তীতে আবারো দেখা হবে যেকোনো একটা নতুন পোস্ট নিয়ে সে পর্য্যন্ত্য আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন , আল্লাহ হাফেজ ।


ফোনের বিবরণ

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণডাই পোস্ট ।
মডেলএম ৬২
ক্যাপচার@mahfuzur888
অবস্থানরাজশাহী- বাংলাদেশ

19-28-53-banner-abb3.png

uxXm73TeYMnB3ycpMCUcbuiHT9hUfv8w1Fp9XED2fmeM4ECHhF9y3ZjoY22i4dwvwmiY9N8HG15UZkrUWsewtpZCRHW6QNiUGMFEdRdL8X...G98XC8uMERPDbBNLSNGwou5bjmsGMrpnNhr5qE4jejebRGsxTe3pPpGG3hP34Wkebn1ZZuWuno2uNiscjiRrxEbzDuAX4X1kcmF3N88SUXwjzcMf7unMgfubK.webp

আমার পরিচয়


IMG-20240412-WA0011.jpg

আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।

bqA9tjZHuvzfb9GH1evguMK5hvVsVSbh1pg5irJNYw9ysH3ZowB5g8hEyH5sx6RPXjyh3DwChVQ2WXhPqyKiw2QDkQQNJBznWM7BbHg4J6tFrqbbVRG5o1WYbK5d8yt1zzi2yXUBfWHXBenFKrEep1AXxF9YpMQnQHrB3gEnNsxtbN7qZL7MMNAPGrJ.jpeg

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💖

Sort:  
 7 days ago 

অনেক সুন্দর লাগে যদি এরকম ভাবে সুন্দর সুন্দর ফুল তৈরি করা হয় তাহলে। আমি এই ধরনের ফুল তৈরি করতে ভালোবাসি। ফুল তৈরি করে ঘরে সাজালে ঘরের সৌন্দর্য বেশ ভালোই বৃদ্ধি পায়। আমার কাছে তো আপনার আজকের এই ফুল তৈরি পোস্ট অসম্ভব ভালো লেগেছে। কেউ চাইলে এই ফুল তৈরি করে নিতে পারবে। কারণ আপনি সুন্দর করে উপস্থাপনা টা তুলে ধরেছেন।

 5 days ago 

আমার মত আপনিও এ ধরনের ফুল তৈরি করতে ভালোবাসেন জেনে আমার খুবই ভালো লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই এরকম একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

 7 days ago 

গ্লিটার ফম গুলো দেখতে আসলে আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে।আর গ্লিটার ফম গুলো দেখতে বেশ ভালো লাগে আমার কাছে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে গ্লিটার ফোম সিট দিয়ে ঘর সাজানোর মতো সুন্দর একটি ফুল তৈরি করেছেন। আপনার তৈরি করা ফুল টি অসাধারণ হয়েছে ভাইয়া। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফুল টি তৈরি করার চেষ্টা করেছেন।

 5 days ago 

অনেক সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 7 days ago 

গ্লিটার ফোম দিয়ে চমৎকার ফুল তৈরি করেছেন। ঘর সাজানোর জন্য দারুন ফুল তৈরি করেছেন ভাই। আপনার তৈরি করা ফুল দারুণ হয়েছে। ফুল তৈরির পদ্ধতি ধাপে ধাপে উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 5 days ago 

গ্লিটার ফোম সিট দিয়ে বানানো ফুল আপনার কাছে ভালো লেগেছে জেনে আমার অনেক ভালো লাগলো। আর এটাই আমার ফুল তৈরি করার সার্থকতা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই এরকম একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য।

 7 days ago 

এই ধরনের জিনিস গুলো তৈরি করতে খুবই সময় প্রয়োজন।আর এইসব জিনিস গুলো দিয়ে ঘর সকলে ঘরের সৌন্দর্য যেনো আরো দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়।আপনি খুবই সুন্দর একটি ফুল তৈরি করেছেন ভাইয়া।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 5 days ago 

আমার সমস্ত পোস্টটি দেখে অনেক সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 7 days ago 

গ্লিটার ফোম সিট দিয়ে খুব সুন্দর একটা ফুল তৈরি করেছেন। এই ধরনের ফুলগুলো দিয়ে ঘর সাজালে আসলেই সুন্দর লাগবে দেখতে। বেশ ভালো লাগলো আপনার তৈরি করা এই ফুল টা দেখে। খুব সুন্দর ভাবে আপনি ফুল তৈরির প্রত্যেকটা ধাপ উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা ডাই প্রোজেক্ট শেয়ার করার জন্য।

 5 days ago 

অনেক সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 7 days ago 

খুব সুন্দর হয়েছে ভাইয়া আপনার এই ফুলটা। বেশি দারুণভাবে আপনি ঘর সাজানোর মত একটি ফুল তৈরি করেছেন গ্লিটারি আর্ট পেপার দিয়ে। খুবই ভালো লাগলো এত সুন্দর একটি পোস্ট আপনি তৈরি করেছেন দেখে।

 5 days ago 

গ্লিটার ফোম সিট দিয়ে তৈরি ফুলটি আপনার ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগলো। আর এটাই আমার ফুল তৈরি করার সার্থকতা।আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এভাবে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 7 days ago 

গ্লিটার আর্ট পেপার দিয়ে দারুন একটি ফুল তৈরি করেছেন ।কাগজের কালারটির কারণে দেখতে অনেক বেশি আকর্ষণীয় দেখাচ্ছে ।আপনি মাঝে মাঝে চমৎকার সব জিনিস তৈরি করেন এই গ্লিটার আর্ট পেপার দিয়ে যা দেখতে আমার কাছে বেশ ভালো লাগে ।আজকের টিও চমৎকার ছিল ।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 5 days ago 

জি আপু আপনি একদম ঠিক বলেছেন গ্লিটার ফোম সিট দিয়ে। যে কোন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে। যাইহোক অনেক সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 6 days ago 

বৃষ্টি হওয়াতেতো ভালো হয়েছে আপনার। ঘরে বসে চানাচুর খেতে খেতে সুন্দর একটি ফুল তৈরি করতে পেরেছেন। এত সুন্দর সুন্দর ফুল গুলো তৈরির আইডিয়া কোথায় থেকে পান। চমৎকার ফুল তৈরি করেন আপনি। আজকের ফুলটির কালার কম্বিনেশনের কারণে অসম্ভব ভালো লাগছে দেখতে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 4 days ago 

জি আপু একদম ঠিক বলেছেন বৃষ্টির সময় চানাচুর মুড়িমাখা খেতে কিন্তুিু ভালোই লাগে। আর তালে তালে গ্লিটার ফোম সিট দিয়ে ফুলগুলো তৈরি করেছিলাম।আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু অনেক সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।