ক্রিটিভ রাইটিং (গল্প) // বৃষ্টির কারণে দুইদিন বিদ্যুৎ ও নেটওয়ার্কের বাইরে

in আমার বাংলা ব্লগ5 days ago

হ্যালো.......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (১৬-০৯-২০২৪)

1000068661.webp

Source

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ক্রিটিভ রাইটিং (গল্প) // বৃষ্টির কারণে দুইদিন বিদ্যুৎ ও নেটওয়ার্কের বাইরে । আজকে সকাল বেলায় ঘুম থেকে ওঠার পরেই হাতমুখ ধুয়ে বাড়িতে অল্প একটু খাওয়া দাওয়া করছি। তখনও আমাদের এলাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে। তারপরে ভাবলাম মাছের খাবার দেওয়া দরকার তাই বাড়ি থেকে ছাতা নিয়ে মাছের খাবার দেওয়ার জন্য পুকুরের উদ্দেশে রওনা দিয়েছিলাম। মাছের পুকুরে খাবার দেওয়া শেষ করে বাড়িতে এসে দেখি আমাদের বাড়িতে ওয়াইফাই এবং বিদ্যুৎ কোন কিছুই নেই। আসলে গত দুইদিন ধরে আমাদের বাড়িতে কোন বিদ্যুৎ সংযোগ নেই এবং নেটওয়ার্ক বিচ্ছিন্ন। তাই ভাবলাম আপনাদের মাঝে একটা পোস্ট শেয়ার করা দরকার। তাই বাড়িতে বসে বেশ কিছু সময় ভাবলাম কি করা যায়। তারপরে হঠাৎ বাইক বের করে আমি আমার আপুদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি শুধুমাত্র পোস্ট লেখার জন্য। আপুদের বাড়িতে গিয়ে ফোন চার্জ দেওয়ার পরে পোস্ট লেখা শুরু করেছিলাম। আসলে আমাদের আপুদের বাড়ির ঐদিকে খুব ভালো নেটওয়ার্ক আছে। তবে চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক........

1000068662.jpg

Source

আজকে আমি আপনাদের মাঝে আমাদের এলাকার খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাদের মাঝে হাজির হয়েছি। আসলে আমাদের এলাকাতে গত চার দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে। প্রবল বৃষ্টির কারণে আমাদের এলাকার মানুষ বাইরে বের হতে পারছে না আসলে কোন সময় অল্প একটু আকাশ পরিস্কার হচ্ছে না সব সময় প্রবল জোরে বৃষ্টি। বৃষ্টির কারণে আমাদের এলাকায় গত দুইদিন আগে থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে আমরা আমাদের এলাকা থেকে অনেক ছেলে মেয়ে অনলাইনে কাজ করি তারা বেশ সমস্যার সম্মুখীন হয়েছিলাম। গত দুইদিন আগে থেকে আমাদের এলাকায় ওয়াইফাই এবং মোবাইল টাওয়ার নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল। সবকিছু বিচ্ছিন্ন হওয়ার কারণে সত্যি আমরা বেশ সমস্যার মধ্যে ছিলাম। গতকাল সকালবেলায় ঘুম থেকে ওঠার পর দেখে আমার মোবাইলে ৩৩% চার্জ ছিল। তখন আমাদের এলাকায় কোন নেটওয়ার্ক ছিল না। কালকে আমি আমাদের গ্রামের বাইরে থেকে পোস্ট শেয়ার করে বাড়িতে এসেছিলাম। ওইদিকে খুব ভালো নেটওয়ার্ক ছিল। বাড়িতে আসার পরে আমি আমার মোবাইল দিয়ে আর কোন নেটওয়ার্ক সংযোগ পেয়েছিলাম না। এভাবে কালকের দিন অতিবাহিত হয়েছিল।


যেহেতু আমাদের মাছের পুকুর রয়েছে দুইটা আমাদের এলাকায় অনেক মানুষের মাছের পুকুর ভাটিয়ে গেছে এবং অনেক মাছ বের হয়ে গেছে সত্যিই বিষয়টা বেশ দুঃখজনক। তারপরে আমি এবং আমার বাড়ির পাশের দু একটা ছেলেকে নিয়ে আমাদের পুকুর দেখার জন্য বের হয়েছিলাম। আমরা দুপুর বেলায় পানির মধ্যে ভিজতে ভিজতে আমাদের পুকুর দেখে এসেছিলাম। আসলে আমাদের পুকুর অনেক বড় ভাটাতে হলে অনেক পানি এখনো প্রয়োজন তাই সেই দিক নিয়ে আমরা বেশ টেনশন করে ছিলাম না। তারপরে আমরা মাঠের দিকে এসেছিলাম এসে দেখে আমাদের পটলের জমির বান ভেঙে নিচে পড়ে গিয়েছে। সেখান থেকে আমরা বেশ কিছু পটল তুলে নিয়ে এসেছিলাম বাড়িতে। বাড়িতে এসে গোসল শেষ করে দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে ছিলাম তাই সন্ধ্যার দিকে। আসলে এলাকায় বিদ্যুৎ সংযোগ এবং নেটওয়ার্ক সংযোগ না থাকলে কতটা যে বিরক্ত লাগে গতকাল আমি বিষয়টা খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছিলাম।

1000068663.jpg

Source

গতকাল আমি যখন বাইরের গ্রামে গিয়ে পোস্ট শেয়ার করেছিলাম। সেই পোস্টটি শেয়ার করার পরে আমি আমার মোবাইলে যখন আর নেটওয়ার্ক পেয়ে ছিলাম না তখন থেকে বেশ বিরক্ত লেগেছিল আমার কাছে। আসলে তারপরে বাড়িতে আসার পরে মোবাইলে চার্জ ছিল না সবকিছু বেশ ঝামেলা মনে হয়েছিল। তবে অবশেষে মোবাইলে চার্জ দিতে পেরেছিলাম বিষয়টা নিয়ে আপনাদের মাঝে পরবর্তীতে একটা পোস্ট শেয়ার করব। কিন্তু গত কালকের পোস্টটা আমার ফিউচার আর্টিকেলে মনোনীত হয়েছিল এটাও আমি দেখতে পেয়েছিলাম না। আজকে যখন আমি নেটওয়ার্কের আওতায় এসেছি তখনই দেখতে পেয়েছিলাম আমার গতকালকের পোস্টটা ফিউচার আর্টিকেলে মনোনীত হয়েছিল তখন নিজের কাছে কি যে ভালো লেগেছিল এটা বলে বোঝানো যাবে না। পোস্ট লেখার আগ মুহূর্তে আমি আমার অনলাইনের কাজ সম্পর্কে আমার আপুর সাথে বেশ কিছু সময় গল্প করেছিলাম। তবে আমার বাড়ি থেকে সবাই বলে অনেকদিন ধরে কাজ করছি কিন্তু টাকা তুলি না টাকা কি পাব এটা কেউ বিশ্বাস করে না। আমি তখন বলেছিলাম এটা তোমাদেরকে বিশ্বাস করানো আমার পক্ষে সম্ভব । তবে কিছুদিন আগে আমার আম্মু বলেছিল সরকার পরিবর্তন হয়েছে তোমাদের টাকা সব মায়ের আর দিবে না কেউ। তাদেরকে আমি বলেছিলাম তবে আমি যেদিন টাকা তুলব সেদিন তোমাদের বিশ্বাস হবে এতটুকু আমি আশায় দিয়েছিলাম তাদেরকে।


পোস্ট লেখার আগ মুহূর্তে আমার আপু আমাকে খাবার দিয়েছিল খাবারগুলো খাওয়ার পরেই পোস্ট লিখতে বসেছি আপুদের বাড়িতে। তখনই হঠাৎ আমার আম্মু আমার কাছে মোবাইল ফোনে ফোন দিয়ে বলে আমাদের এলাকায় বিদ্যুৎ এসেছে নেটওয়ার্ক এসেছে। তখন সত্যিই আমি বেশ খুশি হয়ে যাই। তারপর আমি আপুকে বলেছিলাম বাড়িতে গিয়ে পোস্ট লিখব আপু তখন আমাকে বলে এখানেই পোস্ট লিখে বাড়িতে যেতে বাড়িতে গিয়ে বিদ্যুৎ আবার থাকতেও পারে নাও পারে। তারপর আমি সেখানে বসে পোস্ট লেখা শেষ করেছি। আজকের এই পোস্টির মধ্যে আমার স্টিমিট ক্যারিয়ারের অনেক আবেগ জড়ি আছে। আসলে এর আগে কখনো আমি এত কষ্ট করে পোস্ট শেয়ার করিনি। আশা করি আজকের লেখা পোস্টে আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
✨💞আমার নিজের পরিচয়💞✨

IMG_20240213_153009.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Banner.png

1000061548.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

✨💞আমার লেখা পোস্টটি সকলকে ভিজিট করার জন্য ধন্যবাদ💞✨

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 days ago 
 5 days ago 

জী ভাইয়া গত কয়েকদিন ধরে নিম্নচাপের কারনে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। কক্সবাজার বেশি প্রবলেম হয়েছে। যার ফলে বিদ্যুৎ সরবাহ প্রবলেম হচ্ছে। আশা করি খুব তারতারি সব স্বাভাবিক হয়ে যাবে। ধন্যবাদ।

 5 days ago 

এই বছরের বৃষ্টিগুলো বেস অদ্ভুত ধরনের এমন ভারি বৃষ্টি হয় সাথে নেটওয়ার্ক আর ওয়াইফাই সংযোগ একেবারে বন্ধ হয়ে যায়। যাক অবশেষে কষ্ট কর হলেও পোস্ট করতে পেরেছেন সেটাই ভালো লাগলো। আর নেটওয়ার্ক না থাকলে কত খারাপ লাগে সেটা অনেক ভালো অভিজ্ঞতা হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে।

 5 days ago 

কি আর বলবো বন্ধু আজ এই দুইটা দিন যে কিভাবে পার করলাম তা আর বলে বোঝাতে পারবো না। তাছাড়া একদিকে যেমন বৃষ্টি হচ্ছে অন্যদিকে বিদ্যুৎ নাই। আমার তো ফোন বন্ধ হয়ে গিয়েছিল। তাও কোন রকম ফোনটা চার্জ দিয়ে আমি পোস্ট শেয়ার করতে সক্ষম হয়েছিলাম। তবে তোমার একটা বিষয় খুবই ভালো লেগেছে আমার। তোমার এলাকায় নেটওয়ার্ক না থাকা সত্ত্বেও তুমি বাইরের এলাকায় গিয়ে পোস্ট করেছ। এটা হচ্ছে একটা ভালো লাগার বিষয় ভালোবাসার বিষয়। তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট লিখে শেয়ার করার জন্য।

 5 days ago 

গত কয়েকদিন দেশের প্রায় সব জায়গায় বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টিতে জন জীবন হয়ে পরেছে দূর্বিষহ। আর বিদ্যুৎ সেতো আমাদের এখানেও সারাদিন যায় আর আসে। আর গেলে মিনিমাম ১ ঘন্টার আগে আসেনা। আমিও জরুরী কাজের জন্য বাহিরে বেরহতে পারছি না। যাইহোক অবশেষে অন্য এলাকায় গিয়ে আপনি পোস্ট শেয়ার করেছেন জেনে ভালো লাগলো।

 4 days ago 

বৃষ্টি হলেই কারেন্ট চলে যায়।আমাদের এইখানেও পুরা একদিন কোনো কারেন্ট ছিল না।সাথে তো নেটওয়ার্ক এর কথা বাদ দিলাম।তবুও এই পরিস্থিতে আপনি নিজের এক্টিভিটিস বজায় রাখার চেষ্টা করেছেন।এটা দেখে খুবই ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।