(এসো নিজে করি):- // পেপার কাটিং হার্ট শেপের ডিজাইন //

in আমার বাংলা ব্লগ4 months ago
আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি একটি সুন্দর পোস্ট নিয়ে।

IMG20240512191817-01.jpeg

আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি পোস্ট। আজকে আপনাদের সাথে সুন্দর একটি পেপার কাটিং ডিজাইন শেয়ার করবো।প্রতিদিনের মতো আজকেও আমি সাদা রঙের পেপার কেটে সুন্দর ডিজাইন তৈরি করেছি। সাদা পেপার দিয়ে ডিজাইনগুলো তৈরি করলে দেখতে আমার কাছে খুব ভালো লাগে।পেপার কেটে ডিজাইন তৈরি করতে খুবই অল্প সময় লাগে।তবে একটু ধৈর্য দিয়ে পেপারের ভাঁজগুলো করতে হয়। এবং পেপার কাটিং করার সময় অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। তা না হলে যে ডিজাইনটি তৈরি করতে চাইবো সেটি সঠিকভাবে তৈরি হবে না। আজকে আমি পেপার কাটিং করে হার্ট শেপের একটি ডিজাইন তৈরি করেছি। সার্কেল আকৃতির এই ডিজাইনের মধ্যে রয়েছে অনেকগুলো লাভ।এই ধরনের ডিজাইনগুলো দেখতে অনেক সুন্দর লাগে।আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই ডিজাইনটি তৈরি করলাম।

পেপার কাটিং ডিজাইন

IMG20240512191809-01.jpeg

IMG20240512191652-01.jpeg

প্রয়োজনীয় উপকরণ

১.সাদা কাগজ
২.কাঁচি
৩.কলম

IMG20240512190430.jpg

ধাপ-১:

প্রথমে সমান দৈর্ঘ্য ও প্রস্থ বিশিষ্ট একটি সাদা রঙের পেপার নিব। সাদা রংয়ের পেপার দিয়ে ফুল তৈরি করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাই আমি সাদা রঙের পেপার নিয়েছি পেপার কাটিং ডিজাইনটি করার জন্য।

IMG20240512190522.jpg

ধাপ-২:

এরপর পেপারটি মাঝবরাবর সমানভাবে দুইবার ভাঁজ দিব।এবার কোনাকুনি ভাঁজ দিব। একইভাবে চিত্রের মতো করে কোনাকুনি আবারও ভাঁজ দিয়ে নিব।

IMG20240512190538.jpgIMG20240512190559.jpg
IMG20240512190633.jpgIMG20240512190710.jpg

IMG20240512190745.jpg

ধাপ-৩:

এখন কলমের সাহায্যে যে ডিজাইনটি তৈরি করবো সেই ডিজাইনটি সুন্দর করে এঁকে নিব। যেহেতু, এখানে আমি হার্ট শেপের ডিজাইন তৈরি করবো তাই, হার্ট শেপেের ডিজাইনটি অঙ্কন করে নিব।

IMG20240512191139.jpg

ধাপ-৪:

এরপর কাঁচির সাহায্যে দাগ দেওয়া অংশ থেকে কেটে নিব। খুবই সাবধানতার সঙ্গে ডিজাইনটি কাটতে হবে। তা না হলে ডিজাইনটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

IMG20240512191454.jpg

ধাপ-৫:

ডিজাইনটি কেটে নেওয়ার পরে এর ভাঁজগুলো খুলে নিব। কাগজের ভাঁজগুলো খুব ধীরে ধীরে খুলতে হবে।

IMG20240512191514.jpgIMG20240512191547.jpg
IMG20240512191601.jpgIMG20240512191623.jpg
ধাপ-৬:

সম্পূর্ণ ভাঁজ খোলার পর দেখতে পাবো সুন্দর একটি হার্ট শেপের ডিজাইন তৈরি হয়েছে।সাদা রঙের কাগজ দিয়ে তৈরি এই পেপার কাটিং ডিজাইনটি দেখতে আমার কাছে অনেক ভালো লাগছিল।

IMG20240512191649-01.jpegIMG20240512191734-01.jpeg
IMG20240512191657-01.jpegIMG20240512191710-01.jpeg
ফাইনাল আউটপুট:

IMG20240512191640-01.jpeg

আশা করি আপনাদের কাছে এই পেপার কাটিং ডিজাইনটি ভালো লেগেছে। আপনাদের সুন্দর মন্তব্য দিয়ে সব সময়ের মতো পাশে থাকবেন। আপনাদের সুন্দর মন্তব্য আমাকে কাজ করার প্রতি আরো উৎসাহিত করে। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীঅরিগ্যামি পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  
 4 months ago 

বাহ আপনি আজকে আমাদের মাঝে বেশ অসাধারণ ভাবে পেপার কেটে লাভের ডিজাইন তৈরি করে শেয়ার করেছেন। আসলে এই ধরনের পোস্টগুলো তৈরি করতে হলে কাইচি দিয়ে পেপার কাটার সময় বেশ সাবধানতা অবলম্বন করতে হয়। এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে প্রত্যেকটি স্টেপ শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

পেপার কাটিং দেখে ছোটবেলার কথা মনে পড়ছিল আপু। ছোটবেলায় এভাবে অনেক নকশা করে কাগজ কাটতাম। আর ঘরে সাজিয়ে রাখতাম। দেখতে খুবই চমৎকার লাগছে আপু। বেশ ভালো লেগেছে।

 4 months ago 

পেপার কাটিং হার্ট শেপের ডিজাইন দেখে খুবই ভালো লাগলো। এই ধরনের পোস্ট গুলো খুবই ভালো লাগে। আপনি ধাপে ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার অভিজ্ঞতা সত্যিই অনেক প্রশংসনীয়। আপু ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

আপনার পেপার কাটিং ডিজাইন গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার আজকের পেপার কাটিং টি অসাধারণ হয়েছে আপু। আপনি কি ভাবে ডিজাইন টি করছেন তার সব গুলো ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করছেন। সাদা কাগজের ডিজাইন আমার কাছেও অনেক ভালো লাগে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 4 months ago 

আপু আপনি আজকে হার্ট শেপের পেপার কাটিং করেছেন দেখে বেশ ভাল লাগল। সাদা কাগজ হওয়ার কারণে দেখতে অনেক বেশি চমৎকার দেখাচ্ছে ।আর এই কাগজগুলো কাটার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতে হয় ।কেননা একটু ভুল হলেই পুরো জিনিসটি ভুল হবার সম্ভাবনা থাকে।বেশ ভালো লাগলো আপনার হার্ট শেপের পেপার কাটিং দেখে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 4 months ago 

একদম ঠিক বলেছেন এ ধরনের কাজ করতে গেলে ভাঁজটা অনেক বেশি গুরুত্ব রাখে । পেপার ভাঁজ ঠিক না হলে খোলার পরে কিছুই হয় না । এজন্য ভাঁজটা যদি ঠিকমতো দেওয়া হয় তাহলে সুন্দর একটি পেপার কাটিং হয় । আপনার কাটিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে । সাদা কাগজ দিয়ে করার কারণে ভালো লাগছে বেশ ।

 4 months ago 

এই ধরনের পেপার কাটিং ডিজাইনগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আপনার আজকের ডিজাইন টাও অসাধারণ ছিল আপু। অসংখ্য ধন্যবাদ পেপার দিয়ে হার্টশেপের ডিজাইন তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 months ago 

পেপার কাটিং গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি আজকে পেপার কাটিং করে চমৎকার একটি ডিজাইন তৈরি করেছেন। ডিজাইনটি দেখতে অসাধারন লাগছে। আপনি কাটিং এর ধাপ গুলো অনেক সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করে দেখিয়েছেন। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 months ago 

পেপার কাটিং হার্ট শেপের ডিজাইন তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই ধরনের জিনিস তৈরি করতে আমার অনেক ভালো লাগে। এটা তৈরি করা অনেক কঠিন একটা কাজ কেননা একটু ভুল হলেই এটা নষ্ট হয়ে যেতে পারে।