আমার বাংলা ব্লগ- সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-১৫৮ || ABB Weekly Hangout Report-158

in আমার বাংলা ব্লগlast month

Hangout Format 158.png

ভূমিকাঃ

“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র‌্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ৮১৩১ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ১৮৬। এই সপ্তাহে হ্যাংআউটে উপস্থিতির সংখ্যা ছিলো ৫৭জন।

হ্যাংআউট-১৫৮

আমার বাংলা ব্লগের এ্যাডমিন @shuvo35 ভাই যথারীতি সময়ের পূর্বে চলে আসেন। শুরুতেই উপস্থিত সকলের খোঁজ খবর নেন, যদিও পরিবেশের বর্তমান অবস্থা এবং ভ্যাপসা গরমের কারনে তিনি নিজেও কিছুটা অসুস্থ্য, পরিচিত অনেকেই অসুস্থ্য, তাই সবাইকে নিজ নিজ অবস্থানে নিরাপদে থাকার আহবান জানান। কিছু বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন এবং আশা করেন সুন্দর ও স্বচ্ছ মানসিকতা নিয়ে আমরা সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো এবং সুন্দর কিছু সময় আজকে উপভোগ করবো। সকলের সময় কেমন যাচ্ছে সেটা জানতে চান এবং অনুভূতি শেয়ার করতে বলেন। এরপর হ্যাংআউট নিয়ে কথা বলেন, আজকের আয়োজনটি সম্পর্কেও ধারণা দেয়ার চেষ্টা করেন। তারপর সবাইকে অনুরোধ করেন তাকে কাংখিতভাবে সহযোগিতা করার জন্য।

মূল পর্ব শুরু করার আগেই শুভ ভাই ভারতের ৭৮তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান, নিজের অনুভূতি শেয়ার করেন এবং তারপর ভারতের জাতীয় সঙ্গীত প্লে করেন। এরপর দাদার অনুমতি নিয়ে হ্যাংআউটের মূল পর্ব শুরু করেন।

এরপর কথা বলি আমি @hafizullah, যথারীতি সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বাংলা ব্লগের ১৫৮তম সাপ্তাহিক হ্যাংআউটে। সকল ভারতীয়দের জানাচ্ছি স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। ভারতের স্বাধীনতা দিবস নিয়ে আমি ছোট একটা অনু কবিতা আবৃত্তি করছি।

স্বাধীনতা তুমি, সাম্যের প্রতীক
মুক্ত আকাশে ভেসে বেড়ানোর সুখ
স্বাধীনতা তুমি, ঐক্যের বন্ধন
বৈষম্যহীন সমাজের রঙিন মুখ।

স্বাধীনতা তুমি, রক্তে কেনা সীমানা
সোনালী ফসলের পবিত্র ভূমি
স্বাধীনতা তুমি,সম্পর্কের সেতু বন্ধন
জাতীয় সংগীতের অমৃত বাণী।

বর্তমানে কমিউনিটিতে ২২জন গেষ্ট ব্লগার আছেন, তাদের মাঝে ১২জন ইনএ্যাকটিভ এবং ১০জন এ্যাকটিভ রয়েছেন, কোয়ালিটি সম্পন্ন পোষ্ট সমূহে সাপোর্ট দেয়ার চেষ্টা করা হচ্ছে। এছাড়া যে সকল এ্যাকটিভ ইউজার এই সপ্তাহে আমার অধীনে ছিলেন, তাদের এ্যাকটিভিটিস খুব একটা ভালো ছিলো না, তাদের মাঝে ৬জনের কোন এ্যাকটিভিটিস ছিলো না। বাকিদের মাঝ হতে সুপার এ্যাকটিভ তালিকার জন্য ১০কে মনোনীত করেছি। যদিও কিছু বিষয়ে ছাড় দেয়া হয়েছে সার্বিক বিবেচনায়, আশা করছি আগামী সপ্তাহ হতে সকলের সুন্দর এ্যাকটিভিটিস দেখতে পাবো। ধন্যবাদ ।

তারপর কথা বলেন আমার বাংলা ব্লগের এ্যাডমিন @nusuranur আপু, আমাদের ভারতীয় সকলকে জানাই ৭৮তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। স্বাধীনতার চেতনা সর্বদা আমাদের পথ দেখাক।রক্ত ক্ষয়ে অর্জিত স্বাধীনতা চিরজীবী হোক,রক্তের মর্যাদা যেনো সকলেই দিতে পারি সে আশাই রইলো। সে সাথে,গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগকে। ইতিহাস হারিয়ে না যাক, এটাই কাম্য।হয়তো ইতিহাস বিকৃত হয়েছে বহুভাবে। তবে, যার ডাকে মুক্তিযোদ্ধারা একত্রিত হয়েছিলো দেশ স্বাধীনের লক্ষে, তার প্রতি জানাই শ্রদ্ধা।

Untitled-00.png

এখন আসি আমাদের এবারের কনটেস্ট নিয়ে।কনটেস্ট এর পোস্ট এই আমি বিস্তারিত লিখেছি। তবে তাও একবার ক্লিয়ার করছি।এবারের কনটেস্টটি আগের কনটেস্টের সাথে মিলিয়ে দেওয়া হয়েছে কারণ অনেকেই পোস্ট রেডি থাকার পরেও রেসট্রিকশনের জন্যে পরবর্তীতে পোস্ট করতে পারেননি, তো এবার উনারা যেনো পোস্ট করতে পারেন। আর যারা গতবারের কনটেস্ট বিজয়ী হয়েছেন উনাদের এই বার বিজয়ীর তালিকায় রাখা হবেনা, তবে অংশগ্রহণ করতে পারবেন। আশা করছি এবার দারুণ সব স্ন্যাকস এর রেসিপি পাবো আমরা। আর যারা প্রায় ১ মাস ধরে একটিভ নেই উনাদের সরাসরি একটিভ লিস্ট থেকে পার্মানেন্ট ইনএকটিভ লিস্ট এ দিয়ে দেওয়া হবে। কারণ গত মাস আর এ মাসে সমস্যা হয়েছে।কিন্তু তাই বলে সম্পূর্ণ ১ মাস ইনএকটিভ এমনটা মানা যায় না। আর আপুদের যদি কোনো ব্যক্তিগত সমস্যা থাকে। তবে আমাদের ডিএম করতে পারেন। আমি যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করবো।

এরপর কথা বলেন কমিউনিটির অ্যাডমিন (রেগুলেটরি কমপ্লায়েন্স) @rex-sumon সুমন ভাই, শুরুতেই ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। ১৯৭৪ সালের এই দিনে ভারত বিট্টিশ শাসন হতে স্বাধীনতা লাভ করে, তারপর হতে পুরো বিশ্বে ভারত মাথা উচুঁ করে দাঁড়িয়ে আছে। তারপর বাংলাদেশের আজকের বিশেষ দিনটিকে স্মরণ করেন, আজ আমাদের শোকের দিন। দেশের বর্তমান পরিস্থিতিতে নিজের প্রচেষ্টায় নিজেদের পরিবেশটা ভালো রাখার চেষ্টা করতে অনুরোধ করেন, যে কোন ধরনের বিশৃংখলা হতে দূরে থাকতে বলেন। কমিউনিটির পরিবেশ আগের তুলনায় অনেক ভালো আছে। পাওয়ার আপ প্রতিযোগিতার ফলাফল দেয়া হয়েছে, কোন সমস্যা থাকলে তাকে জানাতে অনুরোধ করেন। তারপর তার বাবুকে নিয়ে সুন্দর অনুভূতি শেয়ার করেন।

তারপর কমিউনিটির এ্যাডমিন (উইটনেস এবং ডেভ টীম) @moh.arif আরিফ ভাই কথা বলেন, প্রথমেই ভারতের স্বাধীনতা দিবসে তার শুভেচ্ছা ব্যক্ত করেন। তারপর বলেন ইতিহাস কখনো মুছে যায় না, আমাদের বাংলাদেশেও আজকে একটা বিশেষ দিন। এসবের বাহিরে আমরা যথাসাধ্য চেষ্টা করবো সংযত আচরণ করার। এরপর স্টিমিটের গুরুত্বপূর্ণ একটা বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। স্টিমিটের টপ উইটনেস যারা তারা কিন্তু বেশ ভালো পরিমানে রিওয়ার্ডস পাচ্ছেন। এখন কথা হচ্ছে তারা যে স্টিমগুলো পাচ্ছে তারা যে গভর্নেন্স এর মাধ্যমে পাচ্ছেন তাই তাদেরও উচিত আমাদের জন্য কিছু করার। তো তারা আমাদের জন্য কি করছেন? স্টিমিট ডেভলপের ক্ষেত্রে কি অবদান রাখছেন? এমন কয়েকজন উইটনেস আছেন, তাদের বিষয়ে আমাদের অবশ্যই চিন্তা করতে হবে। যারা স্টিম ব্লকচেইনের জন্য কাজ করে আমাদের উচিত শুধুমাত্র তাদের ভোট দেয়া। এই বিষয়ে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন সকলের বুঝার সুবিধার্থে।

কমিউনিটির এ্যাডমিন (সোশ্যাল মিডিয়া এবং মার্কেটিং) @shuvo35 শুভ ভাই কথা বলেন এরপর, যদিও কমিউনিটির সীমাবদ্ধতার কারণে সবাই সেভাবে কমিউনিটিতে পোস্ট করতে পারেননি, তবে মনেকরি সমস্যা যেহেতু কেটে গিয়েছে, আশা করা যায় আগামী সপ্তাহ থেকে আবারও টুইটারে প্রমোশন ঠিকঠাক মত হবে এবং সক্রিয় সদস্য আরো বৃদ্ধি পাবে। তারপরেও যারা নিজেদের জায়গা থেকে চেষ্টা করেছিলেন সক্রিয় থাকার জন্য, তাদের জন্য সাধুবাদ জানাচ্ছি। অনেকেই আমাকে ডিএম করেন, অনেক বিষয়ে জানতে চান,তবুও কিছু বিষয় সর্বদা চিরস্থায়ী থাকে না, তবুও আমার জায়গা হতে আমি সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে।

Untitled-001.png

এরপর কমিউনিটির মডারেটরগণ কথা বলেন, শুরুতে মডারেটর @alsarzilsiam ভাই বলেন, প্রথমে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আজ ৭৮তম স্বাধীনতা দিবস ভারতের। স্বাধীনতা কিন্তু এমনি এমনি আসে না, অনেক রক্তক্ষয় এবং অনেক ত্যাগের বিনিময়ে স্বাধীনতা আসে। এই স্বাধীনতার আজ জন্য অনেককে অক্লান্ত পরিশ্রম করে সংগ্রাম করে যেতে হয়। এই ৭৮ বছরে ভারত মাথা উঁচু করে দাঁড়িয়েছে বিশ্ব দরবারে। তাদের নিজস্ব টেকনোলজি ব্যবহার করে তারা চাঁদ, মঙ্গল গ্রহ পর্যন্ত চলে গেছে। এ থেকেই বুঝা যায় ভারত কতটা অগ্রগতি লাভ করেছে। সকল ভারতীয়দের আবারও স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি।

বর্তমানে লেভেল তিনে নতুন করে ক্লাস করানোর মতো ইউজার নেই তবে লেবেল তিন অতিক্রম যারা করেছেন তাদের মধ্যে অনেকেই এখনো ইনডাক্টিভ রয়েছেন। তাদেরকে বার বার মেনশন করার পরেও তারা তাদের অ্যাক্টিভিটিস গুলো ঠিকভাবে তৈরি করতে পারছে না। এছাড়াও তাদের Discord একটিভিটিজ এবং অন্যের পোস্ট পড়ার প্রবণতা অনেক কম দেখা যাচ্ছে। আশা করা যায় তাদের এক্টিভিটিস বৃদ্ধি পারে। এই সপ্তাহে ১০০তম কমেন্ট মনিটরিং রিপোর্ট প্রকাশিত করা হলো। যেটা আসলে আমাদের সকলের জন্য অনেক আনন্দের একটি বিষয়। এর আগে সপ্তাহে কিছু সমস্যার কারণে ইউজাররা দুই দিনের মতো কমেন্ট করার সুযোগ পেয়েছিলেন এবং সে হিসাব করেই কমেন্টস চেক করে মার্ক নির্ধারণ করা হয়েছিল। আশা করছি আপনারা রিপোর্টটি ভালোভাবে পড়বেন এবং আপনাদের কাজগুলো ইমপ্রুভ করার চেষ্টা করবেন, ধন্যবাদ।

এরপর কথা বলেন মডারেটর @rupok ভাই, আজ ভারতের মহান স্বাধীনতা দিবস। ভারতীয় সকল ভাই-বোনদের কে জানায় স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। যেকোনো দেশের মানুষের জন্য এই দিনটা অনেক গুরুত্বপূর্ণ। আশা করি ভারত আস্তে আস্তে উন্নতীর শিখড়ে পৌঁছে যাবে। এই মুহূর্তে লেভেল ফোরে পাঁচজন মেম্বার রয়েছেন। তাদের ভেতরে দুজন মোটামুটি অ্যাক্টিভ আছেন। বাদবাকি তিন জন দীর্ঘদিন ধরে ছুটিতে আছেন। উনারা যদি খুব তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ না করে তাহলে তাদেরকে পার্মানেন্ট একটিভ লিস্টে পাঠিয়ে দেয়া হবে।

এ সপ্তাহে কমেন্ট মনিটরিং নিয়ে তেমন কিছু বলার নেই। কারণ আমাদের মেম্বাররা এবার মাত্র একদিন সময় পেয়েছেন কমেন্ট করার। আশা করি সামনের সপ্তাহ থেকে সবাই তাদের স্বাভাবিক একটিভিটিজ বজায় রাখবেন। আপনারা সবাই জানেন আজকের দিনটা আমাদের শোক দিবস। এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রায় পুরো পরিবারসহ নির্মমভাবে হত্যা করা হয়েছিলো। আমাদের মহান স্বাধীনতা সংগ্রামে তাঁর ভূমিকা অস্বীকার করার কোনো উপায় নেই। তাই বিনম্র শ্রদ্ধায় তাকে স্মরণ করি।

Untitled-00123.png

এরপর শুভ ভাই ফিরে আসেন এবং প্রমোশনাল কিছু কথা বলেন। শুরুতেই গেষ্ট ব্লগারদের নিয়ে কথা বলেন, তিনটি কাজ যথাযথভাবে করতে হবে, আমার বাংলা ব্লগ সাবসক্রাইব করতে হবে, বাংলা ইউটনেসকে ভোট দিতে হবে এবং আরএমইকে প্রক্সি সেট করতে হবে। যারা স্টিমিটের জন্য অবদান রাখছেন তাদের উইটনেস ভোট দিতে হবে, যদি দাদাকে প্রক্সি সেট করলে সেটা আমরাই নিশ্চিত করতে পারবো। তারপর এবিবি স্কুল নিয়ে কথা বলেন, যারাই স্কুলে আছেন সবাইকে এবিবি স্কুলকে ৫% বেনিফিশিয়ারি দিতে হবে এবং বাধ্যতামূলকভাবে সাইফক্সকে ১০% বেনিফিশিয়ারি দিতে হব । এরপর ডেলিগেশন সার্ভিস নিয়ে কথা বলেন, আমাদের দুটো ডেলিগেশন সার্ভিস রয়েছে। তারপর হিরোইজম নিয়ে কথা বলেন শুরুতে, কারা কারা এখান হতে সুবিধা পাচ্ছেন সেটা জানতে চান? এবিবি কিউরেশন নিয়ে কথা বলেন তারপর, নিশ্চিত সাপোর্ট পেতে চাইলে এবিবি কিউরেশন এ ডেলিগেশন করতে বলেন।

তারপর এবিবি চ্যারিটি নিয়ে বলেন, এই সপ্তাহে চ্যারিটি হতে সাপোর্ট এর জন্য একটা টিকেট ক্রিয়েট হয়েছিলো,যদিও তার আবেদন গ্রহণ করা হয় নাই। কিন্তু দাদার সহযোগিতামূলক মানসিকতার কারণে তাকে পোষ্ট করার সুযোগ দেয়া হয়েছে এবং দাদার পক্ষ হতে সাপোর্ট দেয়ার আশ্বাস দেয়া হয়েছে। এরপর এবিবি পিনড পোষ্ট নিয়ে কথা বলেন, কমিউনিটির গুরুত্বপূর্ণ সকল পোষ্ট সেখানে রয়েছে, সবাইকে সেগুলো ভালোভাবে পড়তে অনুরোধ করেন। তারপর এবিবি ফিচার্ড পোষ্ট নিয়ে কথা বলেন, মূলত আপনাদের পোষ্টগুলোকে হাইলাইট করার চেষ্টা করা হচ্ছে, আপনাদের একটু বাড়তি সাপোর্ট দেয়ার চেষ্টা করা হচ্ছে। সবাইকে কোয়ালিটি এবং ভালো পোষ্ট শেয়ার করার আহবান জানান। এরপর এবিবি ফান নিয়ে বলেন , ফান করে আর্ন করুন, এই কাজটি সবাই করার চেষ্টা করছেন বলে আশা প্রকাশ করেন। নতুনদের জন্য একটা বাড়তি সুবিধা আছে, কারো আরসি স্বল্পতার সমস্যা থাকলে আমাদের মডারেটরদের সাথে যোগাযোগ করে ডেলিগেশন সুবিধা নিতে পারবেন। তারপর এবিবি ফান অল চ্যানেল নিয়ে কথা বলেন সবাইকে সেখানে কাংখিত প্রশ্ন কিংবা অনু কবিতা জমা দেয়ার কথা বলেন।

তারপর শুভ ভাই এবিবি স্টেজ শো নিয়ে কথা বলেন, খুব সুন্দরভাবে শো’টি চলছে, সিয়াম ভাই আপনাদের সাথে যোগাযোগ করবেন যারা অতিথি হয়ে আসতে চান। যারা অতিথি হিসেবে থাকবেন তাদের জন্য সম্মানীর ব্যবস্থা থাকবে। তারপর সাইফক্স সপ্তাহ নিয়ে কথা বলেন এবং সবাইকে এ বিষয়ে অবহিত করেন। এরপর চলমান প্রতিযোগিতা নিয়ে কথা বলেন, যদিও ইতিপূর্বে এই বিষয়ে নুসুরা আপু বিস্তারিত তথ্য শেয়ার করেন। আশা প্রকাশ করেন সবাই কাংখিতভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা @rme দাদা, শুরুতেই শুভ ভাই দাদার সাথে শুভেচ্ছা বিনিময় করেন, দাদার শারীরিক অবস্থার কথা জানতে চান। দাদা এখনো অসুস্থ, জ্বর আসে আর যায়, যদিও গতকালের তুলনায় আজকে জ্বরের মাত্রা কিছুটা কম। প্যারাসিটামল খাচ্ছেন, এন্টিবায়োটিক খাচ্ছেন, জ্বর ১০০ এর মাঝেই থাকছে। তারপর বলেন, এই সপ্তাহে ব্লগার অব দ্যা ইউক কেউ হতে পারেনি, শেষ ধাপে যাওয়ার আগেই সবাই এলিমিনেটেড হয়ে গেছেন। কিছু শর্ত থাকে যেটা কেউ পালন করতে পারেন নি এই সপ্তাহে। তবে ফাউন্ডার'স চয়েস আছেন, এই সপ্তাহের ফাউন্ডার'স চয়েস বিজয়ী হলেন @mahfuzanila। এক্স (টুইটার) অব দ্যা উইক হলেন @ronggin। তারপর শুভ ভাই দাদা এবং তার পরিবারের সকলের সুস্থতা কামনা করেন।

Untitled-001234.png

তারপর কথা বলেন আমার বাংলা ব্লগের এক্সিকিউটিভ এ্যাডমিন @winkles ভাই, তেমন কিছুই বলার নেই। ইতিমধ্যে সবাই প্রয়োজনীয় কথাগুলো বলে দিয়েছেন। এ্যাকটিভিটিস আগের মতোই আছে। তারপর স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। ধন্যবাদ।

এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের এ্যাডমিন @swagata21 দিদি, প্রথমেই আমার বাংলা ব্লগের সকলকে জানাই happy independence day. ১৯৪৭ সালের ১৫ আগস্ট ব্রিটিশদের ২০০ বছরের শাসন থেকে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। ব্রিটিশ শাসনে ভারতীয়দের উপর চালানো হয়েছিল অকথ্য অত্যাচার। এই অত্যাচার, পরাধীনতার বেড়াজাল থেকে ভারতকে, ভারতবাসীদের মুক্ত করতে আত্মবলিদান দিয়েছে বহু বীর। এঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মহাত্মা গান্ধি, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, রাজগুরু, জহরলাল নেহরু, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, প্রমুখ। দেশকে স্বাধীনতা এনে দেওয়ার পিছনে এঁদের অবদান অনস্বীকার্য। এই শুভদিনে তাঁদের প্রণাম জানাই।

এই সপ্তাহের সুপার অ্যাক্টিভ লিস্ট নিয়ে কিছু বলার নেই। দেখতে দেখতে কমেন্ট মনিটরিং রিপোর্ট ১০০ তম সপ্তাহে পা দিল। কিভাবে যে সময় চলে যায় বোঝাই যায় না। এরকম আরো অনেক হাজার বছর আমার বাংলা ব্লগের সাথে জড়িয়ে থেকে যেন পেরিয়ে যেতে পারি এই কামনাই করি।

এরপর শুভ ভাই ফিরে আসেন এবং সুপার এ্যাকটিভ তালিকা প্রকাশ করেন। তারপর আশা প্রকাশ করেন কমিউনিটি আগের মতো প্রাণবন্ত হয়ে উঠবে পুনরায়। তারপর কুইজ সেগমেন্টটি পরিচালনা করতে কমিউনিটির এ্যাডমিন আরিফ ভাইকে আহবান জানান। আর তাকে সহযোগিতা করেন মডারেটর রুপক ভাই, এ্যাডমিন সুমন ভাই এবং আমি। যেহেতু কুইজ পর্বের নিয়মগুলো একই রয়েছে তাই দ্রুত কুইজ শুরু করা হয়। পর পর চারটি কুইজ শেয়ার করা হয় এবং পরবর্তীতে বিজয়ীদের রিওয়ার্ডস পাঠিয়ে দেয়া হবে বলে জানানো হয়। এরপর আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা @rme দাদা ৬টি কুইজ শেয়ার করেন ।

তারপর শুভ ভাই গানের আসরটি শুরু করেন। তারপর একে একে @bristychaki গান, @neelamsamanta গান, @bristy1 গান, @shuvo35 গান, @selinasathi1 কবিতা আবৃত্তি, @saymaakter কবিতা আবৃত্তি, @ah-agim কবিতা আবৃত্তি এবং সবশেষে সমসাময়িক কিছু বিষয় নিয়ে কথা বলেন এবং তারপর @kaushikchak123 কবিতা আবৃত্তি করেন । সবাই এই আসরটি বেশ মুগ্ধতা নিয়ে উপভোগ করেন। সব শেষে শুভ ভাই ফিরে আসেন এবং ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা জনপ্রিয় দেশাত্ববোধক গান প্লে করেন।

তারপর সবাইকে ধন্যবাদ জানিয়ে অফিসিয়ালি হ্যাংআউটের সমাপ্ত ঘোষণা করেন শুভ ভাই।

ধন্যবাদ আমার বাংলা ব্লগের এ্যাডমিন এবং মডারেটদের, যারা রিপোর্টটি তৈরী করতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন।
@hafizullah

break .png

Community TEAM

@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Co-Founder & Operations Head ♛【IND】
@winkles ADMIN Executive Admin 🇮🇳 ✨
@hafizullah ADMIN Executive Admin 🇧🇩 ✨
@swagata21 ADMIN Community Admin 【IND】
@nusuranur ADMIN Community Admin 🇧🇩 ✨
@rex-sumon ADMIN Regulatory compliance Admin ✨
@moh.arif ADMIN Witness & Dev Team Admin ✨
@shuvo35 ADMIN Social Media & Marketing ✨
@rupok MOD Community Moderator 🇧🇩 ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@tangera MOD Community Moderator 🇧🇩 ✨
@abb-school MOD Steem School ✍
@shy-fox MOD Extreme Curator
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
@royalmacro MOD Secondary Curator ♝
@abuse-watcher MOD Steem Watcher

break .png
Banner 3 years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png

Sort:  
 last month 

হ্যাংআউট রিপোর্ট আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই রিপোর্ট প্রকাশের পরে সব কিছু আরো ভালোভাবে বুঝতে পারি ভাইয়া। আপনি প্রতিটি বিষয় সুন্দর করে উপস্থাপন করেন। আর লেখাগুলো পড়ে মনে হয় যেন আবারও হ্যাংআউট শুনছি। অনেক ধন্যবাদ ভাইয়া এই রিপোর্ট সবার মাঝে শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

প্রত্যেক সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও হ্যাংআউট রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সকল এডমিন মডারেটর তাদের নিজ জায়গা থেকে সুন্দরভাবে সকল জেনারেল ইউজারদের উদ্দেশ্যে দারুন গাইডলাইন দিয়েছিল। অনেকদিন পর টায়ারে শীর্ষস্থানে নিজের নাম শুনতে পেয়েছিলাম বেশ ভালো লেগেছিল। ধন্যবাদ এত সুন্দর একটি রিপোর্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 last month 

প্রতি বৃহস্পতিবার আমার বাংলা ব্লগের- সাপ্তাহিক হ্যাংআউট অনেক বেশি ভালো লাগে। পুরো সপ্তাহে সবার একটিভিটি নিয়ে এবং কুইজ ও গান কবিতা সব মিলিয়ে দারুন একটি সময় কাটাতে পারি। ধন্যবাদ রিপোর্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

খুব ভালোভাবেই উপভোগ করেছিলাম এই হ্যাংআউটটি। প্রতি সপ্তাহে চেষ্টা করি হ্যাংআউটে সুন্দর মুহূর্ত অতিবাহিত করার জন্য। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে হ্যাংআউট টা আরো অনেক বেশি জমজমাট হয়েছিল। যার কারনে আরো বেশি ভালো লেগেছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভাইয়া, এত সুন্দর করে আমাদের সবার মাঝে হ্যাং আউট রিপোর্টটা উপস্থাপন করার জন্য।

 last month 

সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন ভাইয়া। অনেক সময় অনেকে ব্যস্ততার কারণে হ্যাংআউটে উপস্থিত থাকতে পারেনা। আর তাদের কাছে এই রিপোর্টটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। বেশ ভালো লাগলো এই রিপোর্টটি পড়ে। অনেক সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন।

 last month 

হ্যাংআউট রিপোর্ট পড়ে অনেক ভালো লাগলো। আসলে ভাইয়া দুই সপ্তাহ ধরে সবাই অসুস্থ থাকার জন্য তেমন কিছুই করতে পারিনি।তবে এবার হ্যাংআউট এ উপস্থিত ছিলাম ঠিক কিন্তু ভালো মতো শোনতে পারিনি। যাইহোক আপনার পোস্ট পড়ে সকল কিছু সম্পর্কে জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে পুরো রিপোর্ট সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

দেখতে দেখতে ১৫৮ তম পর্ব শেষ করেছি আমরা হ্যাংআউটের। আশা করি আমরা দুইশ তম হ্যাংআউট পর্ব পালন করব সবাই মিলে বেশ আনন্দ হবে। আর বৃহস্পতিবার এর হ্যাংআউট মানে অনেক গুরুত্বপূর্ণ একটি দিন। এবারের হ্যাংআউট অনেক ভিন্ন ধরনের ছিল যেহেতু ভারতের সেদিন স্বাধীনতা দিবস ছিল। তাছাড়া আমাদের ১৫ ই আগস্ট ছিল। তবে বেশ ভালো উপভোগ করেছি। অনেক ধন্যবাদ আপনাকে বিস্তারিত শেয়ার করার জন্য।

 last month 

হ্যাংআউট এ জয়েন হতে আমার একটু দেরি হয়েছিল। তাই এই রিপোর্টটি পড়ে আমি সকল কিছু ভালোভাবে জানতে পারলাম। রিপোর্টটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

 last month 

বরাবরের মতো এই সপ্তাহের হ্যাংআউট প্রোগ্রামটিও দারুণ হয়েছে। তবে এই সপ্তাহে পুরো প্রোগ্রামটি আরও বেশি উপভোগ করেছি। আরিফ ভাই বেশ তথ্যমূলক কিছু কথা শেয়ার করেছে আমাদের সাথে। যাইহোক এই রিপোর্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।