"কামরাঙ্গার প্লাস্টিক চাটনি রেসিপি"

in আমার বাংলা ব্লগ9 days ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।আজ আমি একটি সম্পূর্ণ ভিন্নধর্মী রেসিপি পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।আশা করি রেসিপিটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।

কামরাঙ্গার প্লাস্টিক চাটনি রেসিপি:

GridArt_20240912_213802260.jpg

IMG_20240912_223656.jpg

আসলে বাঙালির দৈনন্দিন খাদ্য তালিকায় চাটনি একটি অত্যন্ত জনপ্রিয় পদ।যেটা সব খাবার খাওয়ার শেষে পরিবেশন করা হয়।আর এটা ছাড়া খাওয়া যেন একেবারেই অসমাপ্ত ও অপরিপূর্ণ।খাওয়ার শেষে চাটনি রেসিপিগুলি মুখে রুচি যেমন বাড়িয়ে দেয় তেমনি পরিপূর্ণ স্বাদ গ্রহণ করতে সাহায্য করে।তাই আজ তৈরি করেছি আমাদের গাছের কামরাঙ্গা ফলের প্লাস্টিক চাটনি রেসিপি।এই রেসিপিটি গরমের দিনে খুবই ভালো লাগে খেতে।এটি তৈরির পর দেখতে যেমন অনেক সুন্দর ও লোভনীয় লাগছিলো তেমনি খেতেও দারুণ মজার হয়েছিল।আশা করি এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছেও।তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক----

IMG_20240912_223554.jpg

উপকরণসমূহ:

1.কামরাঙ্গা ফল- 8 পিচ
2.চিনি- 1 কাপ
3.তেজপাতা - 2 টি
4.লবণ- 1/2 টেবিল চামচ
5.হলুদ-1/3 টেবিল চামচ
6.গোটা সরিষা-1 টেবিল চামচ
7.সরিষার তেল- 2 টেবিল চামচ
12.জল

IMG_20240912_222604.jpg

IMG_20240912_222644.jpg

প্রস্তুত-প্রণালী:

ধাপঃ 1

IMG_20240912_213450.jpg
প্রথমে গাছ থেকে কিছু কামরাঙ্গা তুলে নিলাম।

ধাপঃ 2

IMG_20240912_222630.jpg
এরপর কামরাঙ্গাগুলির ধারগুলি ভালোভাবে কেটে বাদ দিয়ে নেব।তারপর কেটে নেব পিচ পিচ করে কামরাঙ্গাগুলি।আমি এখন এগুলো জল দিয়ে ধুয়ে নিলাম।

ধাপঃ 3

IMG_20240912_222659.jpg
এখন একটি পরিষ্কার কড়াই চুলায় মিডিয়াম আঁচে বসিয়ে নিলাম।তারপর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে।

ধাপঃ 4

IMG_20240912_224657.jpg
এবারে তেজপাতা ও গোটা সরিষা দিয়ে দেব তেলের মধ্যে।ভাজা সরিষাগুলি পট পট আওয়াজে ফুটতে থাকবে।

ধাপঃ 5

IMG_20240912_223209.jpg
এখন কেটে ধুয়ে রাখা কামরাঙ্গাগুলি দিয়ে দেব সরিষার মধ্যে।

ধাপঃ 6

IMG_20240912_223407.jpg
এরপর পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে দেব কড়াইতে।

ধাপঃ 7

IMG_20240912_223420.jpg
এখন ভালোভাবে মিশিয়ে নেব উপকরণগুলো খুন্তির সাহায্যে।

ধাপঃ 8

IMG_20240912_223433.jpg
এবারে পরিমাণ মতো চিনি দিয়ে দেব।এখন চিনি গলতে শুরু করবে।

ধাপঃ 9

IMG_20240912_223447.jpg
তো চিনি গলে জল হয়ে গেলে সবকিছুর সঙ্গে মিশিয়ে নেব।

ধাপঃ 10

IMG_20240912_223502.jpg
এবারে পরিমাণ মতো জল দিয়ে কামরাঙ্গা সেদ্ধ করে নেব।

ধাপঃ 11

IMG_20240912_223514.jpg
এখন একটি পাত্রে সেদ্ধ কামরাঙ্গা উঠিয়ে নিলাম।

ধাপঃ 12

IMG_20240912_223523.jpg
এবারে একটি গ্লাসের সাহায্যে গলিয়ে নেব সেদ্ধ কামরাঙ্গাগুলি।তারপর চাটনির সঙ্গে মিশিয়ে নেব।

শেষ ধাপঃ

IMG_20240912_223536.jpg
সবশেষে চাটনিতে বলক চলে আসলে আমি চাটনি রেসিপিটি একটি পাত্রে তুলে নেব।

পরিবেশন:

IMG_20240912_223607.jpg

IMG_20240912_223625.jpg
তো তৈরি করা হয়ে গেল আমার কামরাঙ্গার প্লাস্টিক চাটনি রেসিপি।এটি দেখতে যেমন অনেক সুন্দর ও লোভনীয় লাগছিলো তেমনি খেতেও দারুণ মজার হয়েছিল।


আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীরেসিপি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Sort:  
 5 days ago 
 8 days ago 

রেসিপিটা দেখিয়ে তো লোভ লাগিয়ে দিলেন দিদি। দেখে মনে হচ্ছে খেতে ভীষণ সুস্বাদু হয়েছে। কামরাঙ্গা দিয়ে কখনো এভাবে চাটনি তৈরি করা হয়নি। আপনি বেশ সুস্বাদু এবং লোভনীয় রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। গাছ থেকে কামরাঙ্গা পেড়ে এনে এটা তৈরি করেছেন দেখে ভালো লাগলো। ইউনিক একটা রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 8 days ago 

কামরাঙ্গার প্লাস্টিক চাটনি রেসিপি খুবই মজাদার ও ইউনিট লাগছে। আপনার এই রেসিপির পরিবেশনটা আমার কাছে দারুন লেগেছে। ধাপ গুলো দেখে শিখে নিলাম।

 8 days ago 

দারুণ তো নতুন একটা আইডিয়া পেলাম, এটার স্বাদ অবশ্যই চেক করে দেখবো। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 7 days ago 

অবশ্যই চেক করে দেখবেন ভাইয়া, মজার খেতে।আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ ভাইয়া।

 8 days ago 

কামরাঙ্গা খুবই পরিচিত এবং পছন্দের একটি টক জাতীয় ফল।কামরাঙ্গা টক বা চাটনি ছোটবেলায় অনেক খাওয়া হতো।নিরামিষ দিনগুলোতে এই ধরনের চাটনি খেতে খুবই ভালো লাগে।চোখের সামনে এরকম লোভনীয় চাটনি দেখলে লোভ সামলানো মুশকিল হয়ে যায়।🤤লোভনীয় রেসিপিটি শেয়ার করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ মামনি।❤️

 8 days ago 

বাহ খুবই ইউনিক এবং খুবই সুস্বাদু একটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। কামরাঙ্গার প্লাস্টিক চাটনি রেসিপি দেখে জিভে জল চলে এসেছে। এমনিতেই কামরাঙ্গা খেতে অনেক বেশি ভালো লাগে। এরমধ্যে কামরাঙ্গার চাটনি তা তো সত্যিই অসাধারণ। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 9 days ago 

ডাউল দিয়ে ভাত খাবার সময় আমরা এই ধরনের টক জাতিয় আচার বা চাটনি খেয়ে থাকি বেশি খুবই চমৎকার লাগে।আপনি খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।

 8 days ago 

কামরাঙ্গার চাটনি বহু খেয়েছি তবে অনেক দিন থেকে খাওয়া হচ্ছে না।আপনার চাটনিটি চমৎকার লোভনীয় জিভে জল আসার মতো হয়েছে। একদমই ঠিক বলেছেন আপনি এই চাটনি মুখের রুচি ফেরাতে মেডিসিনের মতো কাজ করে।ধাপে ধাপে কামরাঙ্গার চাটনি রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 8 days ago 

ঠিক বলেছেন আপু এই রেসিপিটি গরমের সময় খেতে বেশ ভালোই লাগে। আজকে আপনি কামরাঙ্গার প্লাস্টিক দিয়ে চমৎকার চাটনি রেসিপি করেছেন। যখন মানুষের খাওয়ার মধ্যে রুচি কম এই রেসিপিগুলো খেলে তখন রুচি অনেক বাড়ে। সত্যি আপনার রেসিপিটি দেখে আমার খেতে খুব ইচ্ছে করতেছে। মজার চাটনি রেসিপি অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 8 days ago 

কামরাঙ্গার চাটনী কখনও খাওয়া হয়নি।ভর্তা করে খাওয়া হয়েছে। আপনার আচারটি বেশ লাগছে দেখতে। মনে হচ্ছে খেতে অন্য রকম একটা টেস্ট হবে। ধন্যবাদ অন্যরকম একটি রেসিপি শেয়ার করার জন্য।