You are viewing a single comment's thread from:

RE: মিনিয়েচার মডেল "সপ্তমাশ্চর্য ভ্রমণ", ইকো পার্কে : সপ্তম আশ্চর্য "চীনের মহাপ্রাচীর"

in আমার বাংলা ব্লগ2 years ago

একটা অদ্ভুত মজার বিষয় হলো এই প্রাচীর তৈরিতে ব্যবহৃত মশলা - পাথর, পাথরের টুকরো, কাঠ, কাঁচ, লোহা, ইঁট এবং আঠা ও আঠালো ভাতের মাড় এবং আটা । খুবই অদ্ভুত, তাই না ?
কথিত আছে চাঁদ থেকেও পৃথিবীর একমাত্র খালিচোখে দর্শনীয় স্থাপত্য হলো এই চীনের মহাপ্রাচীর । যদিও এর কোনো সত্যতা নেই । তবে, চীনের মহাপ্রাচীরকে পৃথিবীর সব চাইতে বড় কবরস্থান বলা হয়ে থাকে এটি সত্য । কারণ এই প্রাচীর নির্মাণকালে মোট দশ লক্ষের মতো শ্রমিক ও সৈন্য মারা যায় ।

বর্ননাগুলো বরাবরই দারুন যা আমার কাছে খুব ভাল লাগে। চাঁদ থেকে দেখা যাওয়ার ব্যাপারটি ছোট বেলায় শুনেছি কিন্তু বর্তমানে কিছু ভিডিও দেখে বুঝেছি এটা একটা গুজব।

২৭০০ কিলোমিটার টিকে আছে ২৭০০ বছর ধরে। কি চমৎকার এই প্রাচীর।