যার কাঁধে ভর, যদি তার স্বভাব হয় নড়বড়?|| Depend on human ...

in আমার বাংলা ব্লগ7 days ago
যার কাঁধে ভর, যদি তার স্বভাব হয় নড়বড়?

Beige Scrapbook Project Presentation_20240915_012557_0000.jpg

ছবিটি কেনভা দিয়ে তৈরি

আমাদের বাস্তব জীবনে বিভিন্ন মানুষকে বিশ্বাস কিংবা ভরসা করতে হয়। মানুষ সামাজিক জীব এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। বিভিন্ন পরিবেশ এবং পরিস্থিতিতে বিভিন্ন রকম মানুষের সহযোগিতা একান্ত জরুরি হয়ে পরে। এমনকি অতি জরুরী প্রয়োজন কিংবা জীবন মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়েও মানুষকে বিশ্বাস করতে হয়।

ধরুন আপনি একটি বাড়ি তৈরি করতে যাচ্ছেন কিন্তু আপনার এই বিষয়ে তেমন অভিজ্ঞতা নেই, তাহলে আপনাকে একদমই চোখ বন্ধ করে একজন প্রকৌশলী কিংবা ঠিকাদারের উপর নির্ভর করতে হবে। এখন তারা যদি সবকিছুর অতিরিক্ত দাম নিয়ে নিজের পকেট ভারী করতে থাকে, তাহলে আপনি কি করবেন? হয়তো আপনি অনেক ব্যাপার বুঝতেও পারবেন না কিন্তু আপনি তার উপর বিশ্বাস করে ঠকে গেলেন।

আপনার অনেক বড় ব্যাবসা প্রতিষ্ঠান কিন্তু নিজে একা চালাতে হিমশিম খাচ্ছেন। এই মুহূর্তে একজন একান্ত সহকারী নিয়োগ দিলেন এবং কিছুদিনের জন্য বিশ্রাম আর ছুটি কাটাতে চলে গেলেন। কিন্তু এসে দেখলেন সহকারী টাকার বেলুন উড়িয়ে হাওয়া হয়ে গেছে। তখন আপনি ছুটির আমেজ কতক্ষন মনে রাখবেন?

কেউ একজন আপনাকে রাত দিন স্বপ্ন দেখাচ্ছে বড়লোক হবার। আর বিভিন্ন পাম আর ফুসিং দিয়ে স্বপ্নে মিয়ামি বিচ ঘুরিয়ে আনছে 😅 তার পামে মোটামুটি আপনি ফুলে গিয়ে টাকা পয়সা সব তার হাতে দিয়ে নাকে সরিষার তেল দিয়ে লম্বা একটা ঘুম দিয়ে স্বপ্নে হারিয়ে গেলেন। সকালে দেখলেন আপনার পরনের লুঙ্গি ছাড়া আর কিছু অবশিষ্ট নেই, তখন হয়তো সমুদ্রের গরম বালুর ছ্যাঁকা শরীরে লাগতে শুরু করবে 😄

বুকটা ইদানিং ধড়ফড় করে, এই বুঝি স্ট্রোক কিংবা দম বন্ধ হয়ে যাবে। চলে গেলেন নামীদামী আর বড় বড় সব ডিগ্রিধারী এক চিকিৎসকের কাছে। ও বলতে ভুলে গেছি, তিনি আবার অস্ট্রেলিয়া কিংবা আমেরিকা ফেরত ডাক্তার। মনে মনে ভাবছেন এসেছি খুব ভালো একজন চিকিৎসকের কাছে। কিন্তু যিনি চিকিৎসা করবেন তার মনে বেজায় কষ্ট, এখনো ডাক্তার হবার খরচ আর বিদেশে নেয়া ডিগ্রির খরচ উঠাতে পারেননি। এবার তিনি আপনাকে পেয়ে মোটামুটি সন্তুষ্টির মিষ্টি হাসি দিয়ে অংক কষতে বসে গেলেন। আপনার শরীরের কোন অঙ্গের কতগুলো পরীক্ষা নিরীক্ষা করলে তার পার্সেন্টেন্জ ভারী হবে? মানে কত পয়সা পাবেন। এরপর পরীক্ষার ফলাফল হাতে পেয়ে কোন অঙ্গের কত শতাংশ ভালো কিংবা খারাপ রয়েছে তার নিরুপন করতে গিয়ে দুই একটা সার্জারি করে ফেললেন। শেষে দেখা গেছে যে আপনি আগে নাক দিয়ে নিঃশ্বাস নিতেন আর এখন কোন রকমে নল দিয়ে নিচ্ছেন। আর এদিকে পরিবারকে আশা ছেড়ে দিতে বলে আপনাকে নিবিড় পর্যবেক্ষণে পাঠিয়ে দিয়ে বড় টাকার বান্ডিল গুনতে শুরু করে দিলেন 😃
কি ব্যাপারগুলো হাস্যকর মনে হচ্ছে?
না হাসবেন না দয়াকরে, ঘটনা আরো বাকি আছে।

ধরুন আপনার প্রানটা সৃষ্টিকর্তা নিয়েই নিলেন। শুরু হয়ে যাবে রক্তের সম্পর্কের মাঝে চরম ফাটল। দেনা পাওনার লড়াইয়ে অবতীর্ণ হবে সেই মানুষগুলো যাদের উপর আপনি নির্ভর করতেন, মানে যাদের কাঁধে ভর দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। তারাই আজ আপনার নিথর দেহের শোকে কাতর নয় 🥺 আরো একটা ব্যাপার হলো, যাদের হয়তো সময় অসময়ে বিভিন্ন প্রয়োজনে ডাক দিয়েছেন আজ সেই মানুষগুলো আপনার চল্লিশার খাবার খেয়ে, প্লেটে হাত ধুয়ে আপনাকে অবলীলায় ভুলে যাবে‌

তবে কিছু ব্যাতিক্রম মানুষ রয়েছে, যাদের আপনি শতবার দূরে ঠেলে দেয়ার চেষ্টা করলেও কাছে ভিড়তে চাইবে। এরা কিছু পাওয়ার আশায় আপনার পাশে ভিড়বে না। এরা আপনার স্নেহের পরশ চায়, তার মাথার উপর আপনার বিশ্বাসের বোঝা চাপাতে চায়। কিছু কিছু সময় রক্ত ঝরিয়ে আপনার স্নেহের ঋণ পরিশোধ করতে চায়, বারবার বোঝাতে চাইবে আপনি তার কতটা মূল্যবান। আপনি পৃথিবী থেকে চলে যাবেন, আপনার আদর্শ বুকে লালন করবে, আপনার নাম জপ করবে আমৃত্যু। আপনি হয়তো জান্নাতে বসেও তার সুকীর্তি দেখতে পাবেন।
চোখ খুলুন আর চেনার চেষ্টা করুন, সেই সমস্ত মানুষ গুলোকে। তার কাঁধে ভর করুন যে আপনার সম্মানের বোঝা বহন করতে পারে।



Black and White Modern Company Presentation (1).gif

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Sort:  
 6 days ago 

জীবনে চলার পথে ভিন্ন ধরেনর অভিজ্ঞতা কম বেশি হয়ে যায়। আপনার অভিজ্ঞতা থেকে চমৎকার একটি পোস্ট উপহার দিয়েছেন। এধরনের লেখা গুলো লিখতে অনেক ধৈর্য্য এবং মেধার প্রয়োজন হয়। আপনার জেনারেল রাইটিং পোস্ট গুলো থেকে প্রতিনিয়ত শিখেছি। আপনার নতুন পোস্টের অপেক্ষায় রইলাম। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 5 days ago 

আপনি বেশ কঠিন বাস্তব কথা তুলে ধরেছেন। কথাগুলো প্রত‍্যক্ষভাবে বেশ হাস‍্যকর মনে হলেও ব‍্যাপার টা খুবই দুঃখজনক। আমাদের উচিত নিজের উপর পূর্ণ ভরসা রেখে যেকোনো কাজ করা। আবার আমি আপনি একা একা চলতে পারব না। এটাও একটা দিক। এখানে আমাদের একটা বিশেষ ভূমিকা পালন করতে হবে। সেটা হলো কাকে বিশ্বাস করা যায় এমন কাউকে খুজে বের করা।