আমার ভিডিওগ্রাফি: ছোট্ট পিঁপড়া।

in আমার বাংলা ব্লগ9 days ago
:) আমার ভিডিওগ্রাফী :)
ছোট্ট পিঁপড়া

IMG20240831181507.jpg

শুভ রাত্রি #amarbanglablog পরিবার 🤗 সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আমার চোখে যা ভালো লাগে তা সবসময়ই চেষ্টা করি সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার। আজ চেষ্টা করলাম একটা ভিডিওগ্রাফি করার, আশাকরি আপনাদের ভালো লাগবে।
আমার ছাদ বাগানে ধীরে ধীরে গাছগুলো বড় হয়ে উঠছে, তবে ইদানিং পিঁপড়ার উপদ্রব বেশ বেড়েছে আর এই ছোট ছোট পিঁপড়া গুলো গাছের মারাত্মক ক্ষতি করে চলেছে। বিশেষ করে এরা গাছের রস চুষে খেয়ে নিচ্ছে। অবাক লাগে এরা ফুলের পাপড়ির উপর অবধি হামলা চালাচ্ছে অবলীলায়। আর আমার ফুল ফল সব শেষ করে ফেলছে।

IMG20240831181314.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

অবাক লাগে বড় বড় ফুলগুলোর নিচে অবাধে বাসা তৈরি করে ডিম পাড়ছে, কি আর করা সেদিন আমি সামান্য পিঁপড়ার ঔষধ দিলাম। হয়তো দুই একদিন এদের অত্যাচার কম ছিল, এরপর আবার শুরু হয়েছে। সেই দুদিন আমি ভাবলাম যাক বাঁচা গেল এদের হাত থেকে কিন্তু আমাকে হতাশ করে দিয়ে দুদিন পর আবারো তারা তাদের আগের জায়গা দাল করেছে। এরপর আবার ঔষধ আবার লুকোচুরি, আসলে এভাবেই চলছে সব কিন্তু স্থায়ী মুক্তি মিলছে না।

যাইহোক আমি বেশ লুকিয়ে লুকিয়ে তাদের ছবি এবং ভিডিও করেছি, আশাকরি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেয়া যাক আজকের ভিডিওটি।

ভিডিওগ্রাফী

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprBuaFXCr82CTsKbNB2mnNaEN5pcM3XgJqwJcVLgAYCJ5w4Ato9GkiZvkMEdbqpeT7vKb2czdSZrxpKp9pGvaq3xDR4V7YvjBZ1Qhx7RZ2BRJj98.png

পরিশেষ

আশাকরি আমার আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে মন্তব্যের মাধ্যমে জানাবেন আশাকরি।

Black and White Modern Company Presentation (1).gif

background-2029771_640.png

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Sort:  
 8 days ago 

ছোট্ট পিঁপড়া দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আপনি খুবই সুন্দরভাবে ভিডিও করেছেন। আর এই ভিডিওর সাথে বর্ণনা করে আরো বেশি ভালো লেগেছে।

 8 days ago 

আপনার ভিডিওগ্রাফি মানেই হচ্ছে ভিন্ন কিছু। এধরনের ছোট পিঁপড়া গুলো অনেক ক্ষতি করে। সুন্দর করে ছোট পিঁপড়ার ভিডিওগ্রাফি করেছেন। আপনার এধরনের আয়োজন গুলো সব সময়ই ভালো লাগে।

 8 days ago 

আপনার এই ভিডিওগ্রাফি পোস্ট দেখে অনেক বেশি ভালো লাগলো। বিশেষ করে ছোট্ট পিঁপড়ার ভিডিওগ্রাফিটি অনেক সুন্দর হয়েছে। আপনার এই ভিডিওর মধ্যে পিঁপড়া গুলোর চলাফেরা এবং জীবন যাপন , খাদ্য সংগ্রহ আরো অনেক কিছু ফুটে উঠেছে। এত সুন্দর একটি ভিডিওগ্রাফি দেখে অনেক বেশি ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মধ্যে শেয়ার করার জন্য।

 8 days ago 

পিপড়ার বাসা হওয়ার কারণে বেশ ক্ষতি হচ্ছে আপনার গাছ গুলোর। ওষুধ দেওয়ার পরেও আবার তারা চলে এসেছে। যাইহোক ভিডিওগ্রাফি টা কিন্তু চমৎকার হয়েছে। আপনার ধৈর্য আছে বলতে হয়। এই ছোট ছোট জিনিসগুলোর ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি ক্যাপচার করেন আপনি। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।

 7 days ago 

বড় গাছপালা হলে পিঁপড়ে রা বেশি উৎপাদ শুরু করে।তবে আপনি দারুণ ভাবে ছোট পিঁপড়েটির ভিডিওগ্রাফি করছেন।আপনার ভিডিওগ্রাফি দারুণ হয়েছে ভাই। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পোস্ট টি শেয়ার করার জন্য।