রিয়াল মাদ্রিদের জয়ে ফেরা!!

in আমার বাংলা ব্লগ5 days ago


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ রবিবার, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


1000561766.jpg

Bein sports থেকে স্কিনশর্ট নেওয়া হয়েছে।


আন্তর্জাতিক বিরতি শেষ করে খেলোয়ার রা আবার ক্লাবে ফিরেছে। শুরু হয়েছে তাদের জন্য নতুন একটা লড়াই। গতকাল ছিল জমজমাট স‍্যাটারডে নাইট। সত্যি বলতে ফুটবল প্রেমিদের জন্য শনিবার এবং রবিবার রাত খুবই মজাদার। গতকাল রিয়াল মাদ্রিদের ম‍্যাচ ছিল রিয়াল সোসিয়েদাদ এর সাথে। তবে এর আগে রিয়াল মাদ্রিদ দলে পড়ে ইঞ্জুরির থাবা। এইজন্য অবশ‍্য বেশ গুরুত্বপূর্ণ কিছু খেলোয়ার কে তারা মিস করেছে। এবার শুরুটা খুব একটা ভালো হয়নি রিয়াল মাদ্রিদের। এইজন্য এই ম‍্যাচ জয়ের কোন বিকল্প তাদের ছিল না। ম‍্যাচ টা ছিল বাংলাদেশ সময় রাত একটাই। এবং এই ম‍্যাচটা ছিল রিয়াল সোসিয়েদাদ এর ঘরের মাঠে অর্থাৎ রিয়াল মাদ্রিদের জন্য অ‍্যাওয়ে ম‍্যাচ। এই ম‍্যাচে শুরুর একাদশে রদ্রিগোর পরিবর্তে রাইট উইং এ রাখা হয় ব্রাহিম দিয়াজ কে।


1000561767.jpg

1000561769.jpg

1000561770.jpg

1000561771.jpg


তবে ইঞ্জুরির কারণে ম‍্যাচের ২৪ মিনিটে দিয়াজ মাঠ ছাড়লে মাঠে নামে রদ্রিগো। ম‍্যাচে রিয়াল সোসিয়েদাদ এর ফর্মেশন ছিল ৪-৪-২ অন‍্যদিকে রিয়াল মাদ্রিদের ফর্মেশন ছিল ৪-৩-৩। খেলা শুরু হয়। রিয়াল মাদ্রিদের শুরুটা এইদিনও যথেষ্ট বাজে ছিল। সেরকম কোন ভালো সম্ভাবনা বা আক্রমণ তারা করতে পারছিল না। কিন্তু তাদের প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ এর খেলোয়ার রা দারুণ কিছু আক্রমণ করে। এরমধ্যে কিছু ক্রসবারে লেগে প্রতিহত হয় এবং কিছু বল মাদ্রিদ গোলরক্ষক কর্তোয়া সেভ দিয়ে দেয়। এই দিন রিয়াল মাদ্রিদের ভাগ‍্যটা ভালো ছিল। না হলে প্রথমার্ধেই তারা দুইটা গোল হজম করত। প্রথমার্ধে রিয়াল মাদ্রিদ যথেষ্ট বাজে খেলে। গোলশূণ‍্য ভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা।


1000561782.jpg

1000561785.jpg

1000561775.jpg

1000561784.jpg


দ্বিতীয়ার্ধে মাঠে নেমে একটু গুছিয়ে খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। ফলাফল বেশ কিছু আক্রমণ করে তারা। কিন্তু কোন গোলের দেখা পাইনি তারা। ম‍্যাচের ৫৮ মিনিটে ডিবক্সের বাইরে থেকে গোলের উদ্দেশ্যে শর্ট করে আর্দা গুলার। কিন্তু সেটা রিয়াল সোসিয়েদাদ এর একজন খেলোয়ারের হাতে লাগলে রেফারি পেনাল্টি দেয়। পেনাল্টি থেকে সফল স্পট কিক নেয় ভিনিসিয়াস জুনিয়র। এবং গোল করে দলকে লিড নিয়ে এসে দেয়। এভাবে আরও কিছুক্ষণ খেলা চলতে থাকে। এরপর ম‍্যাচের ৭২ মিনিটে একক প্রচেষ্টায় প্রতিপক্ষের ডিবক্সের মধ্যে বল নিয়ে ডুকে পড়ে ভিনিসিয়াস। ঐসময় আবার তাকে ফাউল করে রিয়াল সোসিয়েদাদ খেলোয়ার। প্রত‍্যক্ষ দৃষ্টিতে রেফারি বুঝতে না পারলেও পরবর্তীতে ভিএআর চেক করে পেনাল্টি দেওয়া হয়।


1000561787.jpg

1000561788.jpg

1000561786.jpg


তবে এবার পেনাল্টি নেয় কিলিয়ান এমবাপ্পে। গোলরক্ষক কে সম্পূর্ণ পরাস্ত্র করে গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নিয়ে যায় এমবাপ্পে। ম‍্যাচের বাকি সময়ে আর কোন গোল না হলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। ম‍্যাচে সর্বোচ্চ ৮.২ রেটিং নিয়ে ম‍্যাচ সেরা হয় ভিনিসিয়াস জুনিয়র। এই নিয়ে লা লীগায় ৫ ম‍্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ২ এ অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। অন‍্যদিকে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৪ ম‍্যাচে ১২। সিজেন সবেমাএ শুরু হয়েছে। সুতরাং এখনও অনেক সময় আছে। এরমধ্যে রিয়াল মাদ্রিদ খুব দ্রুতই শীর্ষস্থান টা দখল করবে।



সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png


1000561739.png


Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 days ago 

ভাই রিয়াল মাদ্রিদ এর খেলা অনেকদিন দেখা হয় না। একটা সময় ছিল যখন প্রচুর পরিমাণে লা লিগার খেলা দেখতাম। এমবাপ্পে রিয়াল মাদ্রিদ আসার পরে এই দলটি আরো মজবুত হয়ে গেছে। প্রথমার্ধে খারাপ খেললেও দ্বিতীয় আর্ধে ভালো খেলে জয় নিয়ে মাঠ ছেড়েছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।