চোরের দশ দিন আর গৃহস্থের একদিন

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে গ্রাম্য জীবন সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক

আসলে বর্তমান সময়ে আমরা যে সমাজের মাঝে বসবাস করছি সেই সমাজের মধ্যে বেশিরভাগ লোকই খারাপ প্রকৃতির। কেননা বর্তমান সময়ে প্রতিদিনকার খবরে আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের লোক বিভিন্ন ধরনের দুর্নীতি করে কোটি কোটি টাকার সম্পত্তি গড়ে তুলেছেন। আসলে তারা এত অল্প সময়ে এত পরিমান টাকার মালিক হয়ে গেছে যে তারা মানুষের চোখে সব সময় ধরা পড়ছে। যেহেতু তারা ক্ষমতার দিক থেকে সাধারণ মানুষের থেকে অনেক বেশি উপরে থাকে তাই সাধারণ মানুষ গুলো তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেও কোন লাভ হয় না। আসলে সমাজে ভালো মানুষের সংখ্যা খুবই কম। আর কম সংখ্যক মানুষ কখনো এত বেশি সংখ্যক মানুষের সাথে লড়াই করে কখনোই জয়ী হতে পারবে না। আর এজন্য মানুষ সবসময় নীরব হয়ে থাকে তাদের বিরুদ্ধে।

আসলে একটা কথা আছে যে চোরের দশ দিন আর গৃহস্থের একদিন। কেননা আপনি সারা জীবন চুরি করে বহু অর্থ সম্পত্তির মালিক হলেও একদিন না একদিন আপনাকে সেই পাপের শাস্তি পেতে হবে। কেননা এই পৃথিবীতে অসৎ উপায় অবলম্বন করে জীবনে কেউ কখনো বড় হতে পারেনি। তাইতো আমরা দেখতে পাই যে সমাজে যেসব খারাপ লোক বিভিন্ন খারাপ কাজ করে অতিরিক্ত পয়সার মালিক হলেও তারা কিন্তু একদিন আইনের চোখে ধরা পড়ে যায় এবং এর জন্য তাদের সারা জীবন শাস্তি ভোগ করতে হয়। আসলে কিছু কিছু মানুষ টাকার জন্য অনেকটা পার পেয়ে যায়। কেননা সমাজে তাদের এতই পাওয়ার থাকে যে তাদেরকে সহজে আইন তেমন কোন কিছু করতে পারে না। মাঝে মাঝে তো আমার মনে হয় যে এই দেশের আইন শুধুমাত্র সাধারণ মানুষদের জন্য।

আসলে বর্তমান সময়ে যেহেতু সবাই চোর তাই এক চোর আরেক চোরকে কিভাবে ধরবে তা বুঝে উঠতে পারে না। আসলে আমাদের দেশকে যদি উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে দেশের আইন ব্যবস্থাকে অবশ্যই আরো বেশি কঠোর করতে হবে। কেননা দেশের আইন ব্যবস্থা যদি দুর্বল হয়ে যায় তাহলে মানুষ বিভিন্ন ধরনের খারাপ কর্মকান্ড করতে থাকবে এবং দেশে অরাজকতার সৃষ্টি হবে। আসলে কিছুদিন যাবৎ যে হারে এইসব অসৎ লোকের সংখ্যা যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি সরকারও এই অসৎ লোকদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। আসলে সঠিক প্রমাণের ভিত্তিতে এইসব খারাপ মানুষদেরকে অনেক বেশি কঠোর শাস্তি দেওয়া হচ্ছে। আসলে তাদেরকে যদি কঠোর শাস্তি দেওয়া না হয় তাহলে বাকি মানুষগুলো অনেকটা সাহস পেয়ে যাবে।

আসলে যারা ভাল মানুষ তারা কিন্তু সব সময় নিশ্চুপ থাকলে চলবে না। কেননা ভালো মানুষেরা যদি নিশ্চুপ থাকে তাহলে খারাপ মানুষেরা এই ভালো মানুষদের উপর অনেক ধরনের অত্যাচার করবে সব সময় এবং তাদের কাছ থেকে তাদের অর্থ সম্পদ কেড়ে নেবে। আর আমরা যদি সবাই একজোট হয়ে এসব খারাপ মানুষদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি তাহলে দেশ থেকে চোর নামক নামটি একদিন না একদিন উঠে যাবে। কেননা একজন লোকের পক্ষে এইসব খারাপ ব্যক্তিদের বিরুদ্ধে লড়াই করা কখনোই সম্ভব হয় না। আর আমরা সবাই মিলে যদি একজোট হতে পারি তাহলে এইসব খারাপ মানুষগুলো আমাদের দেখে অনেকটা ভয় পেয়ে যাবে এবং আমাদের উপরে কখনো তারা আর অন্যায় অত্যাচার করতে পারবে না।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।