ফ্রেন্ডস কাপ সিজন -২ ফাইনাল বিজয় || পর্ব-০১ ||

in আমার বাংলা ব্লগ10 days ago

আসসালামু আলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আমি আজকে আরো একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আন্দোলন শুরু হওয়ার আগে আমি আপনাদের মাঝে আমাদের ইউনিভার্সিটির ফ্রেন্ডস কাপ সিজন ২ এর কিছু ম্যাচ আপনাদের মাঝে তুলে ধরেছিলাম। কিন্তু মাঝখানে আন্দোলন শুরু হওয়ার কারণে ফ্রেন্ডস কাপ সিজন ২ এর ফাইনাল আর অনুষ্ঠিত হয়না। সবকিছু স্বাভাবিক হওয়ার পরে আবারও ইউনিভার্সিটি খুলেছে ও আমাদের যে ফাইনালটি স্থগিত হয়েছিলো সেটি আজকে অনুষ্ঠিত হলো। আজ আমি আপনাদের মাঝে এই ম্যাচটি রিভিউ করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি দেরী না করে শুরু করা যাক।


1000014314.jpg

ফ্রেন্ডস কাপ সিজন ২ এর সবগুলো ম্যাচ আগেই হয়ে গিয়েছিলো। ফাইনালিস্ট একটি টিমে আমি রয়েছি। ফাইনাল ম্যাচটি আজকে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সময় বিকেল ৩'৩০ এ সকল প্লেয়ারকে মাঠে উপস্থিত হাওয়ার জন্য বলা হয়েছিলো। দুই দলের সকল প্লেয়ার এই বিকেল ৩'৩০ এর মধ্যে মাঠে উপস্থিত হয়। আমি একটু আগেই মাঠে এসেছিলাম। তখন ফাইনাল ম্যাচের জন্য মাঠ প্রস্তুত করা হচ্ছিলো। যেই পীচে ম্যাচটি হাওয়ার কথা সেই পীচের ঘাস কাটা হচ্ছিলো এবং মাঠটি খেলার জন্য প্রস্তুত করা হচ্ছিলো। সকল প্লেয়ার মাঠে আসার পর কিছুক্ষণ এর মধ্যেই টস অনুষ্ঠিত হয় । আমাদের দল টসে হেরে যায়, বিপক্ষ দল টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিন্ধান্ত নেয়।


কিছুক্ষণ পরেই বিপক্ষ দল ব্যাটিং এ নামে এবং আমাদের দল ফিল্ডিং এর জন্য মাঠে নেমে যায়। কিছুক্ষণ পরেই খেলা শুরু হয়ে যায়। আমাদের দলের হয়ে প্রথম ওভার করতে আসে অলিফ ভাই। আমাদের প্রথম ৪ ওভার খুব একটা ভালো যায়নি। প্রথম ৪ ওভারে বিপক্ষ দল ৪৫ রানে সংগ্রহ করে ১ উইকেটে৷ আমি আমার প্রথম ওভার ও দলের ৫ম ওভারে বপ্ল করতে আসি। প্রথম ওভারে আমি ৮ রান দিয়ে একটি উইকেট নেই। প্রথম ১০ ওভার শেষ এ বিপক্ষ দলের রান দাঁড়ায় ৯৫ রানে ৫ উইকেট। এরপর আমি বোলিং এ আসি, শেষ ওভারের আগের ওভারে মাত্র ৬ রান দেই। সবশেষে ১২ ওভার শেষে তাদের স্কোর দাঁড়ায় ১১০ রানে ৭ উইকেট। আমাদের ম্যাচটি জিততে হলে ১২ ওভারে প্রয়োজন ১১১ রানের।


1000014276.jpg

1000014229.jpg

কিছুক্ষণ পরে আমাদের ইনিংস শুরু হয়ে যায়। আমাদের দলের হয়ে ওপেনিং করতে নামে মুরাদ ভাই ও ইশরাক ভাই। প্রথম থেকেই রানরেট অনুযায়ী ব্যাটিং করে যাচ্ছিলো। ম্যাচের ৪ ওভার শেষে আমাদের রান ছিলো ৪৮ রানে ০ উইকেট। এরপর পরের ওভারে ইশরাক ভাই আউট হয়ে যায়। প্রথম ৮ ওভার শেষে আমাদের সংগ্রহ ছিলো ৮৪ রানে ২ উইকেট। ক্রিজে তখন ও মুরাদ ভাই ব্যাটিং করছিলো। ম্যাচের ১০ তম ওভারে মুরাদ ভাই একটি ৬ মেরে নিজের ৫০ রান পূর্ণ করে। শেষ ২ ওভারে আমাদের ম্যাচ জিততে প্রয়োজন ছিলো ১২ রানের কিন্তু ১ ওভার ২ বল বেচে থাকতেই আমরা এই ফাইনাল ম্যাচটি জিতে যাই।


1000014312.jpg

1000014318.jpg

1000014282.jpg

একটি চমৎকার ম্যাচ উপভোগ করে ইউনিভার্সিটিতে খেলা দেখা দর্শক রা। সেইসাথে উদযাপন ও পুরষ্কার বিতরণ নিয়ে আমি আরেকটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করবো। আর আমার খুবই ভালো লাগছে নিজের টিমের হয়ে পারফরম্যান্স করে ফাইনাল জিতে। সবাই আমার জন্য দোয়া রাখবেন।

আজকের মতো এখানেই। এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।


IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 days ago 

অভিনন্দন বিজয়ী দল তোমাদেরকে। তোমাদের বিজয় আমার আনন্দ। খুশি আর ভালোবাসা শুধু তোমাদের জন্য। আজ আমি সত্যিই আপ্লুত হয়েছি ওই মাঠের জন্যই ওই ইউনিভার্সিটিতে তোমাকে ভর্তি করেছিলাম। আর আজ যখন বিজয়ী টিমের তুমি একজন ছিলে তাই আমার মনে হচ্ছে ওই ইউনিভার্সিটিতে তোমাকে ভর্তি করা আমার
সার্থকতা। অনেক অনেক দোয়া করছি তুমি ভবিষ্যতে আরো অনেক ভালো খেলবে অনেক উপরে উঠবে খেলার জগতে তুমি দৃষ্টান্ত হবে এই আশায় ব্যক্ত করছি।

 9 days ago 

প্রথমেই অভিনন্দন জানাই ভাই চ‍্যাম্পিয়ন হওয়ার জন্য। ১২ ওভারে ১১১ রান লোকাল ক্রিকেটে খুব একটা বেশি না। এবং আপনাদের ব‍্যাটসম‍্যান রা দেখেশুনে খেলে জয়টা ছিনিয়ে নিয়ে আসে। চমৎকার লাগল আপনার পোস্ট টা। সবমিলিয়ে দারুণ ছিল। এখন জয়টা উপভোগ করেন।