"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৪১৫ [ তারিখ : ০৩-০৯-২০২৪]


Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @kausikchak123


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

লেখকের নাম: কৌশিক চক্রবর্ত্তী। জাতীয়তা: ভারতীয়। পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাসিন্দা। পেশায় কারিগরি বিভাগের প্রশিক্ষক। তার ভাষায় উনি, অক্ষরকর্মী। কলকাতায় লিটল ম্যাগাজিন আন্দোলনের সাথে দীর্ঘদিন যুক্ত আছেন৷ কলকাতা থেকে প্রকাশিত কবিতার আলো পত্রিকার প্রধান সম্পাদক। দুই বাংলার বিভিন্ন প্রথম সারির পত্রিকা ও দৈনিকে নিয়মিত প্রকাশ হয় কবিতা ও প্রবন্ধ। প্রকাশিত বই সাতটি৷ তার মধ্যে গবেষণামূলক বই 'ফ্রেডরিক্স নগরের অলিতে গলিতে', 'সাহেবি কলকাতা ও তৎকালীন ছড়া' জনপ্রিয়তা অর্জন করেছে। সাহিত্যকর্মের জন্য আছে একাধিক পুরস্কার ও স্বীকৃতি। তার মধ্যে সুরজিত ও কবিতা ক্লাব সেরা কলমকার সম্মান,(২০১৮), কাব্যলোক ঋতুভিত্তিক কবিতায় প্রথম পুরস্কার (বাংলাদেশ), যুগসাগ্নিক সেরা কবি ১৪২৬, স্রোত তরুণ বঙ্গ প্রতিভা সম্মান (২০১৯), স্টোরিমিরর অথর অব দ্যা ইয়ার, ২০২১, কচিপাতা সাহিত্য সম্মান, ২০২১ তার মধ্যে উল্লেখযোগ্য।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_20240903-222057.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


Screenshots_2024-09-03-22-30-34.png

আজ কৌশিকী অমাবস্যা। দিকে দিকে চলছে তারা মায়ের পুজো। by @kausikchak123 (তারিখ: 02.09.2024)

আজ কৌশিকী অমাবস্যা। তন্ত্রসাধক ও কালীসাধকদের কাছে আজকের দিনটি এক বিশেষ মাহাত্ম্য রাখে। দিকে দিকে আজ সারারাত জুড়ে চলছে মহাযজ্ঞ এবং পূজাপাঠ। আজ দিনটির সাথে জড়িয়ে আছে বীরভূম জেলার তারাপীঠের ইতিহাস এবং প্রচলিত লোককথা। তারা মা তারাপীঠের পূজিতা দেবী। আর তারাপীঠ মানেই তন্ত্র সাধনা ও মহাশ্মশান। আমরা জানি সেখানে সিদ্ধি লাভ করেছিলেন স্বয়ং বিখ্যাত কালীসাধক বামদেব বা বামাক্ষ্যাপা। আসুন আজ তারাপীঠ ও কৌশিকী অমাবস্যার গল্প বলি।...সে অনেকদিন আগের কথা। তারাপীঠ তখন তন্ত্রসাধকদের সিদ্ধভুমি। সেখানেই তপস্যা করতেন বামাক্ষ্যাপা। তাঁকে প্রথমে স্থানীয়রা পাগল বলে উপহাস করলেও পরে তার সাধনা এক বিশেষ জায়গায় তাঁকে নিয়ে যায়। নিজের বিভিন্ন ক্ষমতা তিনি লোকচক্ষুর সামনে নিয়ে আসতে থাকেন। তারপর থেকে দেরি হয়ে ওঠেন সকলের পরিত্রাতা। তাঁর স্মৃতিধন্য স্থান তারাপীঠ সিদ্ধপীঠ। পঞ্চমুণ্ডীর আসনে রোজ পুজিতা হন দেবী কালীর আর এক ভিন্ন রূপ, তারা। কিন্তু কৌশিকী অমাবস্যার তিথির মূলে টান দিলে আমরা পৌঁছে যাই চন্ডীপুরানের গল্পে। দেবী তখন যুদ্ধ করছেন অসুরদের সঙ্গে। মহাপরাক্রমশালী দুই অসুর শুম্ভ এবং নিশুম্ভ স্বর্গলোক আক্রমণ করে দেবতাদের তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। এই দুই অসুরকে বধ করবার জন্য দেবী মহামায়া কৌশিকী রুপ ধরে অবতীর্ণ হন। এরপর দুই পরাক্রমশালী অসুর শুম্ভ এবং নিশুম্ভকে বধ করে দেবতাদের বিপদমুক্ত করেন। আর সেই তিথিই পরিচিত কৌশিকী অমাবস্যা হিসাবে।…


গত ২ রা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যার রাতে বহু জায়গায় কালীপুজো এবং খিচুড়ি প্রসাদ বিতরণ করার প্রস্তুতি দেখলাম, তবে যেহেতু পুজোটা রাতে হয় তাই পুজো দেখা বা প্রসাদ কিছুই ভাগ্যে জোটেনি। আজ যখন সেই কৌশিকী অমাবস্যা নিয়ে কৌশিক বাবুর কাছ থেকে পোস্ট পেলাম তখন স্বভাবতই খুলে বসলাম। পোস্ট খুলে দেখি উনি গল্পচ্ছলে কৌশিকী অমাবস্যা নিয়ে এতো সুন্দর একটা লেখা লিখেছেন যে সেটাকে আজকের ফিচার্ড আর্টিকেলে বাছাই করতে একপ্রকার বাধ্যই হলাম। কৌশিক দা কৌশিকী অমাবস্যার পেছনের কিছু ইতিহাস তার লেখায় বুঝিয়ে দিয়েছেন। সাধক বামাক্ষ্যাপা ছিলেন মা কালীর বড়ো সাধক। সেই সাথে তিনি তন্ত্র বিদ্যায় সিদ্ধি লাভ করেন। সাধক বামাক্ষ্যাপা নামেই বীরভূম জেলার তারাপীঠ হয়ে ওঠে তন্ত্র সাধক দের এক অন্যতম গন্তব্য।

প্রত্যেক পুজো পার্বণের পেছনে রয়েছে কিছু নির্দিষ্ট ইতিহাস। কৌশিকী অমাবস্যার পেছনেও কতো অজানা ইতিহাস জড়িয়ে রয়েছে সেটা কৌশিক দার লেখা থেকে জানতে পারলাম। সেই সাথে জানতে পারলাম বীরভূম জিন্দাবাদ তারাপীঠ চন্দ্র সাধকদের কাছে কেন নাটক সুপরিচিত হয়ে ওঠে। আপনারা পোস্ট টি অবশ্যই পড়বেন, আশা করি অজানা অনেক তথ্যই জানতে পারবেন।


Screenshots_2024-09-03-22-30-34.png

ছবিটি কৌশিক দার ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 18 days ago 

একটাই কথা বলব যোগ্য পোস্ট ফিচার হয়েছে৷ পার্বণগুলো কোনটাই কুসংস্কার নয়৷ সম্পূর্ণ ইতিহাস সমৃদ্ধ। অনেক ধন্যবাদ আপনাকে ইতিহাসে ডুবে থাকা আমার প্রিয় কবি, লেখকের পোস্টটিকে ফিচার করার জন্য৷

 17 days ago 

কৌশিক দাদার এই পোস্টটা যদিও এখনো পর্যন্ত পড়া হয়নি, তবে দাদা যেহেতু এতকিছু এটার মধ্যে লিখেছে আমি অবশ্যই পড়ে সব কিছু জানার জন্য চেষ্টা করবো। কৌশিক দাদার এই পোষ্টটা ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করেছেন দেখে অনেক ভালো লেগেছে আমার কাছে। অনেক অনেক ধন্যবাদ এই পোস্টটি সিলেক্ট করার জন্য।

 17 days ago 

আজকের ফিচারড আর্টিকেলে অনেক সুন্দর একটা পোস্ট সিলেক্ট করা হয়েছে। কৌশিক দাদার এই পোস্টটি ফিচারড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অনেক ধন্যবাদ জানাই। আর কৌশিক দাদা কেও অনেক অনেক অভিনন্দন। তিনি অনেক সুন্দর করে এই পোস্টটি লিখেছেন। পোস্টটার মধ্যে অনেক কিছু শেয়ার করেছেন। এই বিষয়টা দেখে খুব ভালো লেগেছে আমার কাছে।

কৌশিক দা এর লেখায় আমি অনেক কিছু নতুন জানতে পেরেছি। আমি চাই সবাই এটা ভালোভাবে পড়ে অথচ ফুটন্ত উচিত করবেন।