"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৪৩০ [ তারিখ : ১৮.০৯.২০২৪ ]


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @limon88


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আমি ২০২১ সালের মে মাসে স্টিমিটে যুক্ত হই। আল্লাহ হাফেজ।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_20240918_173440_Chrome.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


Screenshot_20240918_173347_Chrome.jpg

মনের প্রশান্তির খোঁজে নদীর পাড়ে ঘুরতে যাওয়া।... @limon88 (18.09.2024 )

আমাদের এখানে বেশ কিছুদিন ধরে ঝড় বৃষ্টি হলো। তবে আজকে আবহাওয়া অনেক ভালো ছিলো। সকাল বেলা থেকেই সুন্দর রোদ উঠেছিলো। অফিস যাওয়া আসা করার সময় কিছুটা বৃষ্টির পানিতে ভিজে গিয়েছিলাম। আর বৃষ্টির পানি শরীরে লাগায় কয়েক দিন থেকে মোটামুটি অসুস্থ ও রয়েছি। জ্বর এবং সর্দি লেগেছে। আশাকরি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো ইনশাআল্লাহ। অফিসে কাজের চাপ বেড়েছে এজন্য কাজ গুলো ঠিক ভাবে করতে পারছি না। তবুও নিজের সাধ্যমত কাজ গুলো করে এগিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি। আজকে অফিস ছুটির পর ভাবলাম আজকে যেহেতু আবহাওয়া ভালো রয়েছে। যাই তাহলে নদীর পাড়ে থেকে ঘুরে আসি।..


ফটোগ্রাফি পোস্ট যখন আমি ভিজিট করার চেষ্টা করি, তখন মূলত চেষ্টা করি অথর কি রকম ফটোগ্রাফি করার চেষ্টা করেছে সেই দিকে লক্ষ্য রাখি। তারথেকেও বড় বিষয় হচ্ছে, কতটুকু পরিমাণ ইফোর্ট দেওয়ার চেষ্টা করেছে ফটোগ্রাফির পিছনে, সেইটা আমার কাছে আলোচ্য বিষয়।

গত কয়েকদিন বৃষ্টির পানিতে ভিজে অফিস করার কারণে অথর নিজে অসুস্থ থাকার পরেও, চেষ্টা করেছিল মানসিক প্রশান্তির জন্য নদীর তীরবর্তী এলাকায় যাওয়ার জন্য। এটা সত্য অসুস্থ থাকা অবস্থায় মানসিকতা খুব একটা ভালো থাকে না। সেসময় সব থেকে বেশি প্রয়োজন হয়, নিজেকে মানসিকভাবে চাঙা রাখা।

অথর নদীর তীরবর্তী এলাকায় গিয়ে সময়টা যে বেশ দারুণ উপভোগ করেছে , তা কিন্তু তার ফটোগ্রাফি দেখেই বুঝতে পারছি। কর্ম ব্যস্ত জীবনে সত্যিই মানসিক প্রশান্তি খুবই দরকার , যা হয়তো পরবর্তীতে নিজেকে আবারো কর্মে ফিরতে পুনরায় সহযোগিতা করে।

অথরের ফটোগ্রাফি গুলো আমার কাছে যেমনটা পছন্দ হয়েছে, তেমনটা তার অসুস্থতার খবর জেনে ভীষণ খারাপ লেগেছে, তাই সবদিক বিবেচনা করে, অথরের এই পোস্টটিকে আজকের ফিচার্ড পোস্ট হিসেবে মনোনীত করলাম।


vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9VB7cXfkopdTM8rPGUuZmhn78vm6dZz71YptF8FM6xn87knHwEvHjkCZnv7Atpp19LtzLU82XLZspmeAUCVMRbAbfgS.jpeg

vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9U4yRHqffwdxUvgANgACmQFnUKAkuJMhxWLPC4pFwejBi4VG4PeMWCQYipTuhTbZTSyQSsKBK6kkiKzYuycu6jturjp.jpeg

ছবি গুলো লিমন ভাইয়ের ব্লগ থেকে নেওয়া

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

puss_mini_banner4.png

Sort:  
 3 days ago 

লিমন ভাইয়ের এই পোস্টটি কিছুক্ষণ আগে পড়লাম এবং তারপর কমেন্ট করলাম। পোস্টটি সত্যিই দারুণ ছিলো। আসলে বিকেল বেলা নদীর পাড়ে সময় কাটাতে সবারই ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি গুলো চমৎকার ছিলো। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 days ago 

নদীর পাড়ে ঘুরতে গেলে অন্য রকমের মানসিক শান্তি পাওয়া যায়। লিমন ভাইয়ের এই পোস্ট কিছুক্ষণ আগেই পড়ে। অনেক ভালো লেগেছিল। আর লিমন ভাইয়ার এই পোস্ট আজকের আজকের ফিচারড আর্টিকেল পোস্ট হিসেবে নির্বাচিত হয়েছে দেখে ভালো লাগলো।

 3 days ago 

প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার বাংলা ব্লগ কমিউনিটির উপর। ভালো কাজের ফল সব সময়ই দেওয়া হয়। আমাদের এখানে কয়েকদিন বেশ বৃষ্টি হচ্ছিলো। আর এদিকে অফিস করতে করতে কেমন যেনো সব কিছু এলোমেলো লাগছিলো। এজন্য অফিস শেষে মনের প্রশান্তির খোঁজে নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম। সত্যি বলতে নদীর পাড়ে গিয়ে আমার কাছে এতো বেশি ভালো লেগেছে যে আপনাদের কে বলে বোঝাতে পারবো না। নদীতে নতুন পানি আর সব দিক দিয়ে যেনো নদীর পাড়ের সৌন্দর্য ফুটে উঠেছে। প্রকৃতিকে খুব কাছে থেকে উপভোগ করতে হলে আমাদের কে মাঝে মধ্যে নদীর পাড়ে যাওয়া উচিত। আজকে ভীষণ ভালো লাগতেছে যে আমার পোস্ট ফিচারড আর্টিকেলে জায়গা পেয়েছে। আমার পোস্টটি ফিচারড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 days ago 

নদীর পাড়ে ঘুরাঘুরি করার মজাটা সত্যি একেবারে আলাদা হয়। আর নদীর পাড়ে গেলে মনটা অনেক ভালো হয়ে যায়। লিমন ভাইয়া অনেক সুন্দর একটা ঘুরাঘুরি করার পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আর ভাইয়ার এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করা হয়েছে দেখে অনেক ভালো লাগলো।

 2 days ago 

ফিচারড আর্টিকেলে লিমন ভাইয়ের নামটি দেখে অনেক ভালো লাগলো। দারুন একটি পোস্ট ফিচারড আর্টিকেলে সিলেক্ট করা হয়েছে। এই পোস্টটি আমি দেখেছিলাম ও কমান্ট করেছিলাম বেশ দারুণভাবে নদীর পাড়ে ঘুরতে যাওয়ার অনুভূতি শেয়ার করেছেন। ধন্যবাদ পোস্টটি ফিচার্ড আর্টিকেলে মনোনীত করার জন্য।

 2 days ago 

অনেক সুন্দর একটা পোস্ট আজকের ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করা হয়েছে। এটা দেখেই তো আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। লিমন ভাইয়ার এই পোস্টটা আমার পড়া হয়েছিল। তিনি খুবই সুন্দর একটা মুহূর্ত অতিবাহিত করেছিলেন। আর লিমন ভাইয়ার এই পোস্টটাকে ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করা হয়েছে এজন্য ধন্যবাদ।