"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৩৪৫ [তারিখ: ২৩-০৬-২০২৪]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @riyadx2


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম: রিয়াদ খান। জাতীয়তা: বাংলাদেশী। এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়ে রংপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে পাঠরত রিয়াদ ভাই বিগত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে আমার বাংলা ব্লগের সাথে যুক্ত হই। বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তিন নং ওয়ার্ডের বাসিন্দা রিয়াদ ভাই ফটো করতে ও ভ্রমণ করতে ভালোবাসেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_20240623-183912.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


IMG.jpeg

বিরল ইতিহাস: চৌদ্দ ভবনের বট গাছের সাথে রাণী বেহুলা সুন্দরী ও লখিন্দরের এক বিরল ইতিহাস by @riyadx2 (২৩.০৬.২০২৪)

আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সাথে চৌদ্দ ভবনের বট গাছের সাথে রাণী বেহুলা সুন্দরী ও লখিন্দরের এক বিরল ইতিহাস শেয়ার করবো । আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক। প্রতিটি এলাকার মধ্যেই কোন না কোন রহস্যজনক স্থান থাকে। ঠিক তেমনি ভাবে আমাদের এলাকায় চৌদ্দ ভবন জায়গা টি একটি রহস্য জনক জায়গা।এই জায়গাটি নিয়ে বিস্তারিত তথ্য ইতিহাসের পাতায় লেখা আছে। বাংলাদেশে এমন কিছু জায়গা রয়েছে, যে জায়গা গুলোর মধ্যে প্রাচীন কালে কিছু ইতিকথা এখন পর্যন্ত জড়িয়ে রয়েছে। ঠিক অনুরুপ ভাবে আমাদের চৌদ্দ ভবনের বট গাছের মধ্যে একটি বিশাল আকারের গল্প রয়েছে। আজকে আমি আমার মতো করে চৌদ্দ ভবনের পুরো ঘটনা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তবে আপনারা আমার এই ব্লগ টি পড়লে নতুন একটি ইতিহাস সম্পর্কে জানতে পারবেন।আর সব সময় নিত্যনতুন ইতিহাস জানতে পারলে আমাদের মন মস্তিস্ক কে সতেজ করে তোলে।


বেহুলা লখিন্দরের অমর কাহিনী জানেনা এমন খুব কম মানুষই রয়েছেন। তাদের নিয়ে জড়িয়ে রয়েছে বাংলার বহু জায়গার ইতিহাস। আজ তেমনি এক অজানা জায়গার কিছু তথ্য উঠে এসেছে রিয়াদ ভাইয়ের ব্লগ থেকে। আজ যখন আমার বাংলা ব্লগ স্ক্রল করছিলাম তখন রিয়াদ ভাইয়ের পোস্টটি আমার নজরে আসে। প্রথমে পোস্টটা কিছুটা অজানা মনে হলেও তারপর খেয়াল আসে চোদ্দো ভুবনের কথা। যদিও কালের আবর্তে নাম বদলে চোদ্দো ভবন হয়েছে তবে আসলে জায়গাটির নাম চোদ্দো ভুবন। এরূপ নামকরণ হয় তার কারণ হলো বেহুলা লখিন্দর নৌকায় চেপে যখন এই বটগাছের তলায় কিছু সময়ের জন্য আশ্রয় নেয় তখন নদী থেকে ভেসে ওঠে চোদ্দোটি দ্বীপ। যদিও বর্তমানে নদী গতিপথ বদলে দিয়েছে তাই দ্বীপ গুলো আর নেই তবে বট গাছটি রয়ে গিয়েছে।

আমাদের বঙ্গে এমন বহু জায়গা রয়েছে যা কালের আবর্তে হারিয়ে গেছে। অথচ আমরা যদি কিছুটা ইতিহাসের পাতা ঘেঁটে খুঁজে দেখি তাহলে হয়তো অনেক কিছুই এখন বেরিয়ে আসবে। যেরকম আজকের রিয়াদ ভাইয়ের পোস্টে আমাদের ইতিহাসের কিছুটা উঠে এসেছে। আশা করছি আপনাদেরও পোস্টটি ভালো লাগবে।


IMG.jpeg

ছবি রিয়াদ ভাইয়ের ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 3 months ago 

অভিনন্দন তোমাকে! অনেক দারুন লিখেছো ভাই। আশা করি সামনে আরো ভালো হবে ইনশাআল্লাহ।

 3 months ago 

আজকে আমার পোস্ট টি এবিবি ফিচার্ড আর্টিকেল হিসেবে নির্বাচিত করা হয়েছে, দেখে বেশ ভালো লাগলো আমার কাছে।আমি চেষ্টা করেছো পুরো ইতিহাস টি আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আসলে এই ইতিহাস টি অনেক টা পুরনো একটি ইতিহাস। তবে আমাদের এলাকার মানুষ এখনো মনে রাখতে পেরেছে এই বট গাছের ইতি কথা গুলো।

 3 months ago 

আজকের এই ফিচারড আর্টিকেলে রিয়াদ ভাইয়ার নামটা দেখে অনেক ভালো লাগলো। তিনি অনেক সুন্দর করে সম্পূর্ণ পোস্টটা লিখেছেন। ওনার মাধ্যমে অনেক এই ইতিহাস সম্পর্কে জানতে পারলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে রিয়াদ ভাইয়ার সুন্দর এই আর্টিকেলটা ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য।

 3 months ago 

আজকে অনেক সুন্দর একটা পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে নির্বাচিত করা হয়েছে। এই পোস্টটা আমার কাছে অনেক ভালো লেগেছে দেখে। রিয়াদ ভাই অনেক সুন্দর করে এটা লিখেছে, আর আমাদের মাঝে শেয়ার করেছে। দেখে অনেক বেশি ভালো লাগলো। ওনার পোস্টটা এখনো পর্যন্ত আমার পড়া হয়নি, তাই ভাবছি আমি সম্পূর্ণ পোস্টটি পড়ে নেবো। তবে বুঝতে পেরেছি এটা অনেক পুরনো একটা ইতিহাস। আর তিনি অনেক সুন্দর করে এটা লিখেছেন।

 3 months ago 

ফিচারড আর্টিকেলের পোস্টটি দেখে অনেক ভালো লাগলো। রিয়াদ ভাইয়ের পোস্টটি পড়ে দারুণ একটি ইতিহাস সম্পর্কে জানতে পারলাম। অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।