"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৩৮৫ [তারিখ : ০৪-০৮-২০২৪ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @samhunnahar


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম-সামশুন নাহার হিরা। জাতীয়তা- বাংলাদেশী। শখ-সংসারের কাজের পাশাপাশি সময় পেলে বই পড়া আর লিখতে তাঁহার অনেক ভাল লাগে। তিনি আবসর সময়ে সেলাই কাজ করেন। বিভিন্ন হাতের নকঁশার কাজ করেন ইত্যাদি।শিক্ষাগত যোগ্যতা- তিনি ঈদ্গাঁহ মডেল উচ্চ বিদ্যালয় থেকে এস. এস. সি পাশ করেন এবং কক্সবাজার সরকারি মহিলা কলেজ থেকে এইচ.এস.সি পাশ করেন । ২০০৭-২০০৮ সেশনে তিনি কক্সবাজার সরকারি কলেজ থেকে অর্থনীতি নিয়ে চার বছর মেয়াদি স্নাতক পাস করেন । ২০১৫ সালে অর্থনীতি নিয়ে এম. এ. পাশ করেন । ২০২০ সালে Library and Information Science নিয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভারসিটি থেকে ডিপ্লোমা শেষ করেন । স্টিমিট ব্লগিং ক্যারিয়ার-২০২২ সালের এপ্রিল মাসে স্টিমিটে জয়েন করেছিলেন এবং এখন মোট ব্লগিং ক্যারিয়ারের বয়স ৬৫৯ দিন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

image.png
image.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


32FTXiZsHoAW6noHJDhrg3W8ZKHVFSsLYM859aTDCF8iErY5WivzYx73FnrvznFNjCd92hPV5SedZMoWpQ59xLw8kYm8mPTqPn7dWqTPG7aHUpYQ9QUi2RecQV69SBx5mA9gy11b4cWXEnSa.jpg

একগুচ্ছ প্রেমের অনু কবিতা-"মনের কল্পনাতে তুমি"..... by @samhunnahar (date 03.08.2024 )

আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন? আমিও ভালো আছি বন্ধুরা শত ব্যস্ততার মাঝেও আবার উপস্থিত হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে। আমার আজকের ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। নতুন কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করতে পারলে অনেক ভালো লাগে। যদিও সারাদিন অনেক ব্যস্ত ছিলাম মাঝেমধ্যে পোস্ট করতে অনেক বেশি লেট হয়ে যায়। আজকে সকাল থেকে সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম। তাছাড়া আগামীকাল থেকে বাচ্চাদের পরীক্ষা তাই তাদেরকে নিয়ে পড়াতে বসে ছিলাম। দুপুরে খাওয়া-দাওয়া করে বসে পড়লাম আপনাদের সাথে একটি কবিতা পোস্ট নিয়ে। সবাই যখন বেরিয়ে পড়ল বাচ্চারা হুজুরের কাছে পড়তে গেল তখন আমি একটি কবিতা লিখতে বসেছিলাম। আসলে বাচ্চারা যখন থাকে না কিংবা একটু নিরিবিলিতে থাকি সুন্দর কবিতা লেখার সুযোগ হয়। যে ভাবনার সেই কাজ লিখে নিলাম ছয়টি অনু কবিতা। অনু কবিতা গুলো লিখতে ভীষণ ভালো লাগে আমার বর্তমান সময়ে। কেন জানিনা ছোট ছোট কবিতা বেশ ভালো লাগে লিখতে। আমি আজকে ছয়টি অনু কবিতা লিখেছি। সে অনু কবিতার মধ্যে ভিন্ন ধরনের অনুভূতির প্রকাশ পেয়েছে। যদিও কবিতা লিখতে গেলে একটু ছন্দ মিলিয়ে লিখতে পারলে ভালো লাগে। যেমন তেমন কবিতা লিখে শেয়ার করলে ভালো লাগে না। কারণ কবিতার মধ্যে একটি ভাবের অর্থ প্রকাশ থাকতে হয়। আমি আজকে একটি চঞ্চল প্রেমের অনুভূতি প্রকাশ করেছি। একজন প্রেমিক তার প্রেমিকাকে নিয়ে অনেক ধরনের স্বপ্ন দেখে অনেক ধরনের কল্পনাতে সাজাই। সেই মনের মানুষকে নিয়ে কত কিছু মনে মনে কল্পনা করে। সে অনুভূতিগুলো অবশ্যই আমি প্রকাশ করার চেষ্টা করেছি। প্রত্যেকটা মানুষের কাছে একটি নির্দিষ্ট সময় থাকে প্রেমে পড়ার বয়সের। আমরা তো এখন সংসার নিয়ে ব্যস্ত বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত। আমাদের আর এসবের কোন চিন্তা ভাবনা নেই হা হা হা। তবে মনের অবস্থা বোঝা বেশ মুশকিল। কখন যে কার মনে কি বেজে যায় সেটা বোঝার উপায় নেই। বুড়ো বয়সেও প্রেমে পড়া যায় আসলে প্রেমে কোন বয়স মানে না হি হি হি। যাক সেদিকে আর যাচ্ছি না। আজকে আমার লেখা কবিতাগুলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি বন্ধুরা আশা করি ভালো লাগবে…


কবিতা সবাই মুটামুটি কম বেশি পছন্দ করেন। যদিও সবাই কবিতা সহজে লিখতে পারে না , কারণ এটার অন্য এক ধরণের প্রতিভা যেটা কিনা সবাই পারে না। আজকে যখন আমার বাংলা ব্লগের পোস্ট গুলো পড়ছিলাম তখন ও অনেক ভালো ভালো কবিতার পোস্ট পেয়েছিলাম তবে সামশুন নাহার হিরা আপুর কবিতা গুলো অনেক বেশি ভালো লেগেছে , যদিও আমি নিজেও কবিতা লিখতে পারি না তবে , আপুর প্রেমের কবিতা গুলো আমার বেশ ভালো লেগেছে । আপুর কবিতা গুলো বাস্তব ভিত্তিক প্রেমের কবিতা ,

তাই সব দিক বিবেচনা করে এই পোস্ট টিকেই আজকের ফিচারড পোস্ট করা হলো ।


32FTXiZsHoAW6noHJDhrg3W8ZKHVFSsLYM859aTDCF8iErY5WivzYx73FnrvznFNjCd92hPV5SedZMoWpQ59xLw8kYm8mPTqPn7dWqTPG7aHUpYQ9QUi2RecQV69SBx5mA9gy11b4cWXEnSa.jpg

ছবিটি সামশুন নাহার হিরা আপুর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 2 months ago 

প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া আপনাকে আমার কবিতা পোস্ট ফিচার্ড আর্টিকেলে নির্বাচন করার জন্য। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবাই অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেন। বিশেষ করে আমাদের দুই দাদার কবিতাগুলো খুবই ভালো লাগে। তাঁদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমি প্রতিনিয়ত অনু কবিতা এবং একক কবিতা গুলো লেখার চেষ্টা করি। তবে একটা কথা বলতে হয় আমি যে কবিতা গুলো লিখি সম্পূর্ণ আমার অনুভূতি থেকে আমার অভিজ্ঞতা থেকে লিখি। আমি কোন সোর্স থেকে কোন সহযোগিতা বা ধারণা নেই না। আমি এটা বিশ্বাস করি আমার বাংলা ব্লগ কমিউনিটি সব সময় সবার ক্রিয়েটিভ গুলোকে মূল্যায়ন করেন। সেই দিক থেকে আমি অনেক বেশি আত্ন বিশ্বাসী। স্পেশালি আপনাকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই আমার কবিতাগুলো আপনার এত ভালো লাগার জন্য এবং ফিচার্ড আর্টিকেলে নিয়ে আসার জন্য।

 2 months ago 

অনু কবিতা লিখতে এবং পড়তে আমি অনেক পছন্দ করি। আজকের ফিচারড আর্টিকেলে এত সুন্দর একটা অনু কবিতা পোস্ট দেখে আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে। আপু অনেক সুন্দর করে প্রেমের কবিতা গুলো লিখেছেন। এরকম অনুভূতি দেখে আমার কাছে বেশি ভালো লাগলো। কবিতা লেখার জন্য উনার আরো অনেক বেশি আগ্রহ বেড়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য।

 2 months ago 

কবিতা লিখতে ও পড়তে অনেক ভালো লাগে। ফিচারড আর্টিকেলে বেশ দারুন একটি পোস্ট সিলেক্ট করা হয়েছে দেখে অনেক ভালো লাগলো।আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবাই অনেক ভালো কবিতা লেখেন।শামসুন্নাহার আপু ও অনেক দারুন কবিতা লিখেছেন।অনেক ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।

 2 months ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। শামসুন্নাহার আপু সব দিকে পারদর্শী। উনি যেমন ভালো কবিতা লেখেন তেমনি ভালো গান করেন। আপুর লেখা কবিতা অনেক ভালো লেগেছে। দারুন ছিল এই পোস্ট।

 2 months ago 

শামসুন্নাহার আপুর এই অনু কবিতাগুলো আমার গতকালকে পড়া হয়েছিল। আর আপুর এই পোস্টে কমেন্ট ও করা হয়েছিল। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছিল এই পোস্ট। আপু খুব সুন্দর করে অনু কবিতা গুলো লিখেছিলেন। এই অনু কবিতার পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করা হয়েছে দেখে ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ এই পোস্টটা সিলেক্ট করার জন্য।

 2 months ago 

কবিতা পড়তে আমার খুবই ভালো লাগে। তবে কবিতা লিখতে পারিনা। শামসুন্নাহার আপুর পোস্টগুলো আমার খুবই ভালো লাগে। আর উনি খুবই ভালো কবিতা লিখেছেন। আজকের ফিচারড আর্টিকেল পোস্ট অনেক ভালো হয়েছে। আপুর জন্য শুভকামনা রইলো।