"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৪২২ [ তারিখ : ১১-০৯-২০২৪ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার @mohinahmed


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃমহিন আহমেদ । জাতীয়তা- বাংলাদেশী । বৈবাহিক অবস্থান- বিবাহিত । তার শখ- ভ্রমণ করা এবং গান গাইতে খুব পছন্দ করেন। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করেন। স্টিমেট ব্লগিং ক্যারিয়ার শুরু- ২০২২ সালের জুন মাসে। তিনি তার পরিশ্রম, মেধা এবং ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে আমার বাংলা ব্লগে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :


1.PNG

2.PNG

3.PNG


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


বিভিন্ন রঙের ক্লে দিয়ে চারটি পুস তৈরি। by @mohinahmed(date 09.09.2024 )

প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি ডাই পোস্ট শেয়ার করবো। আসলে আজকের ডাই পোস্টটি $puss কয়েনকে কেন্দ্র করেই করা। পুস কয়েন আমাদের মাঝে চরম উত্তেজনার সৃষ্টি করেছে এবং $puss নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতেও খুব ভালো লাগে। সেই প্রেক্ষাপটে আজকে এই পোস্টটি শেয়ার করতে যাচ্ছি। এই সপ্তাহে পুস নিয়ে এই পর্যন্ত বেশ কয়েকটি পোস্ট করা হয়েছে আমার। তাছাড়া অনেকেই পুস কয়েনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে যাচ্ছে। এই ব্যাপারটা সত্যিই খুব ভালো লাগে। যাইহোক আমি মূলত বিভিন্ন রঙের ক্লে দিয়ে চারটি পুস তৈরি করেছি। পুস গুলোকে দেখতে দারুণ লাগছে। বিশেষ করে বিভিন্ন কালারের ক্লে দিয়ে পুস গুলো তৈরি করেছি বলে,দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগছে। যাইহোক ধাপে ধাপে আমি এই ডাই প্রজেক্ট তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আপনারা চাইলে এই পোস্টটি দেখে এমন ডাই প্রজেক্ট তৈরি করতে পারেন। …


বর্তমানে কমিউনিটির সবচেয়ে ট্রেন্ডিং টপিকস হচ্ছে PUSS কয়েন। প্রত্যেকটা ইউজার তাদের নিজেদের অভিজ্ঞতা শেয়ার করছে, কেউবা ব্যানার তৈরি করছে, কেউবা রেসিপি তৈরি করে পুশের আদলে সেটা সাজাচ্ছে। আবার অনেকেই বিভিন্ন টাইপের ডাই পোস্ট তৈরি করছে। এমনই একটি ডাই পোস্ট আজকের ফিচার আর্টিকেলে স্থান পাচ্ছে।

পোস্টের রাইটার কমিউনিটির সকলের পরিচিত মহিন আহমেদ। তিনি ক্লে দিয়ে সুন্দর সুন্দর চারটি পুতুল তৈরি করেছেন। এগুলোর নাম দিয়েছেন PUSS. (পুশ)। পুশ এর লোগোর সাথে সামঞ্জস্য রেখে তৈরি করার চেষ্টা করেছে। পুশ নিয়ে সকলের উত্তেজনা আর ভালোলাগা থেকে যে কোন কিছু তৈরি করার ব্যাপারটি খুবই প্রশংসনীয়।

তিনি প্রত্যেকটি স্টেপ সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন পোস্টের মধ্যে। এই পোস্টে আমার সবচেয়ে বেশি ভালো লাগার জায়গাটি হলো পোস্টের থিম। সবাই দারুন দারুন সব ব্যানার, লোগো, ডাই, কবিতা, রেসিপি ডেকোরেশন- যা কিছু তৈরি করছেন সবগুলোই প্রশংসনীয়. আপনারা চালিয়ে যান। যে যেভাবেই পারেন পুশের প্রমোশন করতে থাকুন।


5.PNG

ছবিটি @mohinahmed ভাইয়ের ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 10 days ago 

আসলেই পুস কয়েনকে কেন্দ্র করে আমাদের কমিউনিটির প্রায় সবাই বিভিন্ন ধরনের ডাই তৈরি করছে। আমিও চেষ্টা করেছি পুস কয়েনকে কেন্দ্র করে এই ডাই প্রজেক্টটি তৈরি করতে। আমার এই ডাই পোস্টটি আজকের ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করা হয়েছে, এটা দেখে ভীষণ ভালো লাগলো। যাইহোক আমার এই পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 10 days ago 

জী মহিন ভাইয়ের ক্লে দিয়ে তৈরী করা পুশ গুলো দেখতে দারুন লাগছে। আসলে সবাই নিজেদের সামর্থ অনুযায়ী বিভিন্ন জিনিষ দিয়ে পুশ তৈরী করছে। যেটা আমাদের সবার জন্য খুবই খুশির একটি ব্যাপার। পুশ গুলো দেখতে দারুন লাগছে। ধন্যবাদ।

 10 days ago 

ফিচারড আর্টিকেলে মহিন ভাইয়ের নামটি দেখে অনেক ভালো লাগলো। বেশ দারুন একটি পোস্ট ফিচারড আর্টিকেলে সিলেক্ট করা হয়েছে। ক্লে দিয়ে অসাধারণ কিছু পুস তৈরি করেছেন।পুসের কালার কম্বিনেশন গুলো বেশ দারুন ছিল।ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য ।

 10 days ago 

Puss এর প্রতি ভালোবাসা থেকে সবাই অনেক কিছুই তৈরি করছে। আর তেমনি মহিন আহমেদ ভাইয়াও খুব সুন্দর অরিগ্যামি তৈরি করেছে। তার তৈরি করা ভিন্ন ভিন্ন চার কালারের Puss দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ জানাই মহিন আহমেদ ভাইয়ের এই পোস্টটি ফিচারড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য।

 10 days ago 

প্রথমে আমি মহিন আহমেদ ভাইয়াকে জানাই অনেক অনেক অভিনন্দন। তিনি প্রতিনিয়ত অনেক সুন্দর ভাবে কাজগুলো করে থাকেন। মহিন আহমেদ ভাইয়ার পোস্টগুলো অনেক সুন্দর হয়। এরকম সুন্দর অরিগ্যামি পোস্টগুলো আমার অনেক ভালো লাগে। কিউট দেখতে চারটা পুস তিনি তৈরি করেছেন চারটি ভিন্ন ক্লে ব্যবহার করে। এটা দেখেই খুব ভালো লেগেছে আমার কাছে।

 10 days ago 

আজকের ফিচারড আর্টিকেলের জন্য @mohinahmed ভাইয়ার পোস্ট কে সেরা পোস্ট হিসেবে সিলেক্ট করা হয়েছে দেখে খুব ভালো লাগলো। ভাইয়া এই পোস্ট দেখেছি,তিনি ক্লে দিয়ে খুব সুন্দর চারটি পুস তৈরি করেছেন। পুস চারটিকে খুবই কিউট দেখাচ্ছে। ধন্যবাদ এত সুন্দর পোস্ট সিলেক্ট করার জন্য।

 10 days ago 

মহিন আহমেদ ভাইয়াকে জানাই অনেক অনেক অভিনন্দন।প্রতিনিয়ত মহিন ভাই সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করেন। মহিন ভাই এর ক্লে দিয়ে চারটি বিড়াল বানিয়ে নাম দিয়েছেন$PUSS ।বেশ সুন্দর বানিয়েছেন । বেশ কিউট লাগছে। এ ধরনের কাজে সৃজনশীলতা বেশ সুন্দরভাবে ফুটে উঠে। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট ফিচার্ড আর্টিকেল হিসাবে মনোনীত করার জন্য।

 10 days ago 

মহিন আহমেদ ভাই এর ডাই পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসেবে সিলেক্ট করা হয়েছে দেখতে পেয়ে ভালো লাগলো।ডাই টি পুশ নিয়ে ছিল এজন্য বেশি ভালো লেগেছে।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।