"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৪০৭ [তারিখ : ২৬-০৮-২০২৪]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @maksudakawsar


অথরের নামঃমাকসুদা আক্তার । তিনি একজন গৃহিনী এবং চাকরিজীবী । জাতীয়তা- বাংলাদেশী । বৈবাহিক অবস্থান- বিবাহিত । তার শখ- গান গাওয়া এবং শোনা , ফটোগ্রাফি করা , বিভিন্ন যায়গায় ভ্রমন করা। স্টিমেট ব্লগিং ক্যারিয়ার শুরু- ২০২২ সালের মার্চ মাসে। তিনি তার পরিশ্রম, মেধা এবং ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে আমার বাংলা ব্লগে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।

এক নজরে তাঁর বিগত দিনের পোস্টগুলি :


IMG_20240826_143801.jpg

" আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল


IMG_20240826_143743.jpg

ডাই পোস্ট- ক্লে দিয়ে মটর সাইকেল তৈরির ডাই || made by @maksudakawsar|| (তারিখ ২৬.০৮.২০২৪)

আমি @maksudakawsar, বাংলাদেশ হতে আপনাদের সাথে যুক্ত আছি। আমি আমার বাংলা ব্লগের একজন নিয়মিত ইউজার। জীবন যেমনই হোক না কেন কাজ আমাদের করে যেতে হবে। কারন কাজ এনে দেয় দেহ আর মনে প্রশান্তি। আর তাই তো প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন কাজ করে নিজেকে উৎফুল্ল রাখতে। হয়তো সে ভাবে হয়ে উঠে না। আর হবেই বা কি করে? আমি তো আবার সব নৌকার মাঝি। মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে। হয়তো তার সেই সকল স্বপ্ন পূরন হয়। আবার কখনও বা হয় না। তবুও মানুষ এগিয়ে যায় সামনের দিকে। এই সব পিছিয়ে পড়া মানুষের ভিড়ে আমিও একজন। জীবনে যখনই কোন কাজ করার ইচেছ জাগে তখনই হয়তো অশুভ কোন সংকেত এসে ভেঙ্গে দিয়ে যায় সেই স্বপ্ন। তারপরও আমি আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি। আর সেই ঘুরে দাঁড়ানোর এক পর্যায়ে আজ আবার চলে আসলাম আপনাদের জন্য আরও একটি ডাই পোস্ট নিয়ে। আশা করি আমার আজকের ডাই পোস্টটি আপনাদের বেশ ভালো লাগবে।


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPJUQZrPYmFh2XRiRxYzneXE4xut3MkzmCg4eKutCXRmbVqZKd8LBWQQatdK98bomdqU5f6q8ZU.png



ছবিটি নেয়া হয়েছে @maksudakawsar এর পোস্ট থেকে


আজকে ফিচার পোস্ট বাছাই করতে গিয়ে মাকসুদা কাউসার আপুর ক্লে দিয়ে তৈরি মোটরসাইকেল টি আমার কাছে দারুন লেগেছে। আমি নিজে কখনো ক্লে দিয়ে কোনো কিছু তৈরি করিনি। যার ফলে আমার এ বিষয়ে দক্ষতার বেশ ঘাটতি আছে। তবে তিনি চমৎকারভাবে মোটরসাইকেলটি তৈরি করেছেন। সাথে যেই রংয়ের ক্লে ব্যবহার করেছেন তাতে মোটরসাইকেলটা দেখতে আরো সুন্দর লাগছে। এই কাজটা আপাত দৃষ্টিতে দেখতে সহজ মনে হলেও খুব যত্ন নিয়ে করতে হ।য় না হলে এটার শেপ ঠিক আসে না।

মাকসুদা কাউসার আপু কমিউনিটির অন্যতম একটিভ মেম্বারদের ভেতরে একজন। তিনি যে শুধু পোস্ট করেই বসে থাকেন তা নয়। তিনি কমিউনিটিতে তার সমস্ত রকম এক্টিভিটিস দারুন ভাবে ধরে রেখেছেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন কর্মজীবী মানুষ হওয়া সত্ত্বেও তার চাকরির পাশাপাশি চমৎকারভাবে ব্লগিংটা চালিয়ে যাচ্ছেন। চাকরি, সংসার সবকিছু সামলেও তিনি কিভাবে এতটা একটিভ থাকেন এটা আমাকে অবাক করে দেয়। তার সহজ, স্বাভাবিক, সরল ব্যবহার এবং যোগাযোগ দক্ষতা কমিউনিটির সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। আমি আশা করব তিনি তার সৃজনশীল কন্টেন্ট দিয়ে আমার বাংলা ব্লগকে আরো সমৃদ্ধ করবেন। আমি তার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করি।


ধন্যবাদ

Sort:  
 26 days ago 

অনেক সুন্দর একটা পোস্ট সিলেক্ট করা হয়েছে আজকের ফিচারড আর্টিকেল হিসেবে। ক্লে দিয়ে মাকসুদা কাউসার আপু দারুন দেখতে একটা মোটরসাইকেল তৈরি করেছেন। আর উনার এই পোস্টটি বাছাই করা হয়েছে দেখেই তো অনেক ভালো লাগলো। তিনি অনেক যত্ন সহকারে এটি তৈরি করেছেন এটা তো দেখেই বুঝতে পারছি। অনেক ধন্যবাদ এই পোস্টটা সিলেক্ট করার জন্য।

 26 days ago 

অনেক ভালো একটি পোস্টকে আজকের ফিচারড অফ আর্টিকেলের জন্য মননীত করেছে দেখে ভীষন ভালো লাগলো। মাকসুদা আপু বেশ ভালো একজন ব্লগার। সে তার প্রতিটি ব্লগকে খুব যন্ত্র সহকারে তৈরী করেন। তার পোস্টের লেখাগুলো সবসময় আমাকে মুগ্ধ করে। তার পাশাপাশি দক্ষতার সাথে অনেক কিছু তৈরী করে আমাদের মাছে শেয়ার করতে দেখি। আজও তার ব্যতিক্রম নয়। আজও আপুর ক্লে দিয়ে বানানো মটোর সাইকেলটি চমৎকার হয়েছে।পুরো অবিকল মোটর সাইকেল দেখতে হয়েছে।
অনেক ধন্যবাদ এই পোস্টি ফিচারড অফ আর্টিকেল হিসাবে সিলেক্ট করার জন্য।

 26 days ago 

@maksudakawsar আপুর পোস্ট আজকের ফিচারড আর্টিকেল এর সেরা পোস্ট হিসেবে সিলেক্ট করা হয়েছে দেখে অনেক ভালো লাগলো। আপুর এই পোস্ট সত্যিই খুব সুন্দর হয়েছে। তিনি ক্লে দিয়ে খুব সুন্দর একটি ডাই তৈরি করেছেন। যা খুবই ইউনিক হয়েছে আর আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট ফিচারড আর্টিকেলে স্থান দেওয়ার জন্য।

 26 days ago 

আমি যতটা না মুগ্ধ আমার পোস্ট ফিচারড অব আর্টিকেলে দেখে। তার চেয়েও মুগ্ধ আমায় নিয়ে লেখা কথাগুলো পড়ে। বেশ সুন্দর করে আমায় নিয়ে কথাগুলো লেখা হয়েছে। আমি আসলে খুব ক্ষুদ্র মানুষ। নিজের সম্পর্কে এমন প্রশংসা পড়ে চোখের পানি ধরে রাখতে পারলাম না। ধন্যবাদ ভাইয়া। অনেক ভালো থাকবেন সব সময়।

মাকসুদা কাউসার আপু কমিউনিটির অন্যতম একটিভ মেম্বারদের ভেতরে একজন। তিনি যে শুধু পোস্ট করেই বসে থাকেন তা নয়। তিনি কমিউনিটিতে তার সমস্ত রকম এক্টিভিটিস দারুন ভাবে ধরে রেখেছেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন কর্মজীবী মানুষ হওয়া সত্ত্বেও তার চাকরির পাশাপাশি চমৎকারভাবে ব্লগিংটা চালিয়ে যাচ্ছেন। চাকরি, সংসার সবকিছু সামলেও তিনি কিভাবে এতটা একটিভ থাকেন এটা আমাকে অবাক করে দেয়। তার সহজ, স্বাভাবিক, সরল ব্যবহার এবং যোগাযোগ দক্ষতা কমিউনিটির সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। আমি আশা করব তিনি তার সৃজনশীল কন্টেন্ট দিয়ে আমার বাংলা ব্লগকে আরো সমৃদ্ধ করবেন। আমি তার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করি।