"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৪২৯ [ তারিখ : ১৭.০৯.২০২৪ ]


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @rahnumanurdisha


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম - রাহনুমানূর দিশা। আইডি: @rahnumanurdisha । জাতীয়তা বাংলাদেশী। বর্তমান এ অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছেন ।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে উনার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে ও ভালোবাসেন।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করেন।স্টিমিট এ জয়েন করেছেন ২০২২ সালের জুন মাসে।বর্তমানে স্টিমিট জার্নির বয়স প্রায় ২ বছর চলমান।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_2024-09-17-02-00-19-734-edit_com.android.chrome.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9VCXD3n6Nr1VsArpzCSpGLFsSMXyc9GBsuS9Bn3viBLxCCnS6XksXjrqRZ5DXne8mgjejmXCFunzYDVv2PDHh1v5swt.jpeg

টাকা মানুষকে বাঁচাতে পারেনা ... @rahnumanurdisha (17.09.2024 )

আজকে আপনাদের মাঝে কোন টপিক নিয়ে হাজির হয়েছি বুঝতে পারছেন না নিশ্চয়ই বন্ধুরা পোস্টের টপিকটি।চলুন ক্লিয়ার করা যাক।আসলে আমরা প্রত্যেকেই নিজেদের মানুষ বলে দাবি করি।আসলেই কি আমরা প্রত্যেকেই মানুষ আছি এই যুগটাই।...


টাকা মানুষকে বাঁচাতে পারেনা। উনার এই টাইটেলটি দেখেই আসলে উনার এই পোস্টটিকে আজকের ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার সিদ্ধান্ত নিয়েছি।

টাকা আমাদের জন্য খুব প্রয়োজনীয় এবং এটা সত্যি কথা যে আমরা টাকা ছাড়া চলতে পারি না। কিন্তু টাকার জন্য আসলে সব কিছুই যে একেবারে পারফেক্ট হয়ে যাবে এমনটা হয় না। টাকার সাথে সাথে যে জিনিসটা না থাকলেই নয়। সেটা হলো মানবিকতা, মানসিকতা এবং মনুষত্ব। আমরা সৃষ্টির সেরা জীব হতে পারি। কিন্তু আমরা সৃষ্টির সেরা জীবের মতো কাজ কখনোই করি না। উনার সেই পরিচিত ব্যক্তির অবস্থাও ঠিক তেমনটাই মনে হয়েছে। আসলে একটা সময় অনেক অনেক টাকা থাকলেও, জীবনের শেষ সময়ে কিংবা বেশি বয়সে যেটা দরকার হয়, সেটা হলো মানুষের সাহায্য আর মানুষের ভালোবাসা। উনার পোষ্টের লোকটির কথা পড়ে সত্যিই খুব খারাপ লাগলো।

সৃষ্টিকর্তার কাছে আমাদের এটাই একমাত্র আসলে চাওয়া হওয়া উচিত যে, আমাদের শেষ বয়সটা যেনো আমাদের এতোটা খারাপ না কাটে। কারণ সেই বয়সে টাকা বা অন্য কোনো ব্যাপারই ম্যাটার করে না জীবনে। শুধুমাত্র জীবনে যেটার প্রয়োজন হয়। সেটা হলো মানুষের ভালোবাসা। যেটা পেলেই শেষ জীবনটা সার্থক হয়ে যায়। যদিও এটা একেবারেই কপালের ব্যাপার। কারণ অনেক মানুষ আমি দেখেছি যারা আজীবন ভালো কাজ করেও শেষ বয়সে কারো কোনো সাহায্য, সহযোগিতা, ভালোবাসা কিছুই পায় না। সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা করি যে আমাদের সকলের শেষ জীবন যেনো খুব সুন্দর কাটে এবং মানুষের ভালোবাসায় কাটে। কারণ একটাই তো জীবন।

অবশেষে বলবো উনার লেখার ধরণ, মার্কডাউন, পোস্ট এর টপিক সবকিছুই বেশ ভালো ছিলো। আশা করছি ভবিষ্যতেও উনি উনার এই ধারা অব্যাহত রাখবেন।


vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9VCXD3n6Nr1VsArpzCSpGLFsSMXyc9GBsuS9Bn3viBLxCCnS6XksXjrqRZ5DXne8mgjejmXCFunzYDVv2PDHh1v5swt.jpeg

ছবি গুলো @rahnumanurdisha আপুর ব্লগ থেকে নেওয়া

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

puss_mini_banner4.png

Sort:  
 4 days ago 

সবকিছু টাকা দিয়ে করা যায় না। টাকা আমাদের জন্য অনেক বেশি মূল্যবান এবং গুরুত্বপূর্ণ হতে পারে। কিন্তু টাকা কখনো সুখ এনে দিতে পারে না মানুষের জীবনে। টাকা মানুষকে বাঁচাতে পারে না এটা একেবারে ঠিক। রাহনুমানূর দিশা আপু অনেক সুন্দর একটা টপিক নিয়ে এই পোস্ট লিখেছে। আপুর পোস্টটি ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 4 days ago 

টাকা প্রতিটি মানুষের জীবনে অনেক মূল্যবান সম্পদ। টাকায় যেমন মানুষের জীবনে সুখ আনে তেমনি এই টাকার কারণেই মানুষের জীবন ভয়াবহ অবস্থার মোর নেয়।জীবনের শেষ বয়সে টাকার কোন প্রয়োজন হয় না সেই বয়সের জন্য দরকার ভালোবাসা। বেশ দারুণ লিখেছেন আপু। অনেক ধন্যবাদ পোস্টটি ফিচার্ড আর্টিকেলে সিলেক্ট করার জন্য।

 4 days ago (edited)

আমার পোস্টটি ফিচার্ড আর্টিকেল এ যুক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ।মানুষের জীবনের টাকার প্রয়োজনীয়তা অনেক সেই সাথে রয়েছে সহৃদয়বান মানুষের প্রয়োজন।এটা ঠিক বলেছেন আসলেই ভালো মানুষ হলেই শেষ বয়সে ভালো কাটবে এমন না কপালের ব্যাপার পুরোটা।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 4 days ago 

আজকের ফিচারড আর্টিকেলে রাহনুমানূর দিশা আপুর পোস্টটি মনোনীত করা হয়েছে দেখে খুব ভালো লাগলো। আসলে টাকা মানুষের জীবনের সবকিছু নয়। টাকা দিয়ে জীবনের সবকিছু পাওয়া যায় না। জীবনের সুখ পেতে হলে মনের প্রশান্তি খুবই প্রয়োজন। আর কখনো টাকা দিয়ে মনের প্রশান্তি অনুভব করা যায় না। সত্যি টাকা মানুষকে বাঁচাতে পারে না।

 4 days ago 

রাহনুমানুর দিশা আপুর এই পোস্ট ফিচারড আর্টিকেলে দেখেই তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ওনার এই পোস্টটা লেখার টপিক ছিল অনেক বেশী সুন্দর। মানুষের জীবনে টাকার প্রয়োজন অবশ্যই আছে। তাই বলে যে এই টাকা দিয়ে সবকিছুই করা যায় এরকম কোনো কথা নেই। টাকা থাকলেই সব কিছু হয়ে যায় না।

 4 days ago 

টাকা আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু মাঝে মাঝে টাকা অনেক কিছুই করতে পারে না। আর দিশা আপুর এই পোস্ট দেখে খুবই ভালো লাগলো। আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দারুণ হয়েছে।

 3 days ago 

কনগ্রাচুলেশান @rahnumanurdisha আপুকে তার এই রিকগ্নেশানের জন্যে। এটা নিঃসন্দেহে উতসাহব্যাঞ্জক; উনার জন্যে এবং অন্যদের জন্যেও!