"Embracing a few key practices has the power to elevate us professionally."(কর্মজীবন নিজেকে উন্নত করবার কিছু উপায়!)

in Incredible India13 days ago
1000034613.png
(The acquisition of positive habits is an iterative process facilitated by adherence to a series of sequential steps.)

গতকাল নিজের লেখা লিখবার সময় করে উঠতে পারিনি! সেটার পিছনে যেমন ছিল শারীরিক অবস্থার অবনতি, পাশাপশি অন্যান্য কাজেই বেশ রাত হয়ে গেছিল।

তাই আজকে অসময় হাজির হলাম নিজের লেখা নিয়ে!

গতকাল আমাদের কমিউনিটির টিউটোরিয়াল ক্লাস ছিল, যেরকম ভাবে গোড়া থেকেই আমরা করে আসছি।
গতকালকের ক্লাসটা একটু ভিন্নধর্মী ছিল কারণ সেখানে অনেকের অনুপস্থিতি যেমন একটি চিরাচরিত লক্ষ্যণীয় বিষয় ছিল, তেমনি অনেকের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো!

যেটা আমাকে বেশ উদ্বুদ্ধ করেছে। কালকের আলোচনার পরিপ্রেক্ষিতে আমার আজকের এই লেখা।

দেখুন! যদিও আজকের শীর্ষক আমি নির্বাচন করেছি কর্মজীবনকে কেন্দ্র করে, কিন্তু কিছু বিষয় আছে, যেগুলো যদি আমরা ব্যাক্তিগত জীবনে অভ্যেস করতে ব্যার্থ হই;
তাহলে তার একটা প্রতিচ্ছবি দেখা যায় আমাদের কাজেও।

এটা আমার একান্ত ব্যাক্তিগত অভিমত, বরাবরের মতই পূর্বেই জানিয়ে রাখি, সহমত পোষণের আশা না রেখেই আপনাদের মাঝে নিজের অভিমত প্রকাশ বলতে পারেন।

চলুন প্রথমে ব্যাক্তিগত জীবনের দিকে একটু আলোকপাত করা যাক।

  • এই পৃথিবীতে সকলের জন্যই নির্দিষ্ট সময় নির্ধারিত, কারোর ক্ষেত্রে বেশি, কারোর ক্ষেত্রে কম এমনটা নয়!
    যারা সারাদিন বিভিন্ন গঠনমূলক কাজ নিয়ে ব্যস্ত থাকেন, তারা অনেক সময় বুঝতেই পারেন না কিভাবে ২৪ ঘণ্টা অতিবাহিত হয়ে গেল!

আর যারা গঠনমূলক কাজের চাইতে অন্য কাজে নিজেদের ব্যস্ত রাখেন, যেমন সোশ্যাল মিডিয়া নিয়ে, অথবা ফোনে গল্প করে এছাড়াও নানা রকম ভাবে, তাদের ক্ষেত্রে জীবন যেমন একঘেয়েমিতে ভরে ওঠে;
তেমনি এদের মাথায় কখনোই নিজের মস্তিষ্ক দ্বারা গঠনমূলক কাজের ধারণা আসে না, সেটা আসতে পারে সোশ্যাল মিডিয়া থেকে দেখা কোনো ভিডিও দেখে নকল করে অথবা যেমন তেমন করে একটা লেখা লিখে পার পাওয়ার মধ্যে দিয়ে।

IMG_20240907_173009.jpg
(Tutorial class- Online learning process)

এই বৈষ্যমতার একটাই কারণ, আর সেটা হলো আমরা আজকাল গুছিয়ে কাজ করার সংজ্ঞা ভুলে গেছি, অনেকে স্বল্প সময়ে অধিক উপার্জন করতে ব্যস্ত হয়ে পড়েছি, কাজেই শেখার পিছনে সময় ব্যয় মোটেও করার উপায় নেই!

এরপর কিছু মানুষ ফাঁকিবাজি শব্দটায় বিশ্বাসী।
ঘরের কাজ হোক অথবা কর্ম জীবনের যেকোনো কাজ যদি গুছিয়ে আমরা করতে না পারি, তাহলে সেই ফলাফল বোধহয় কখনোই পাওয়ার সম্ভাবনা নেই, যেটার জন্য আমরা মন খারাপ করে থাকি প্রায় সময়।

ছোটবেলায় যাদের সবসময় পড়তে বসতে বলতে হয়েছে বারবার দেখবেন, বড় হবার সাথে সাথে তাদের অধিকাংশ কাজের ক্ষেত্রেই ফাঁকিবাজি দেখা যায়।

এরপর আরেক শ্রেণী কাজকে সম্মান করতেই এখন ভুলে গেছেন, সেটা ঘরের হোক অথবা কর্মের ক্ষেত্রেই হোক না কেনো!

  • গতকাল আমি একটা কথা ক্লাসে বলেছিলাম, উপস্থিত সকলেই শুনেছেন, কিন্তু যারা উপস্থিত ছিলেন না, তাদের জন্য উল্লেখ করছি, প্রত্যাশা করবার পূর্বে
    নিজের পরিশ্রমকে একবার নিরীক্ষণ করতে হবে, একবার নিজেকে প্রশ্ন করতে হবে বিফলতার কারণ কি?

    অন্যের উপর দায় চাপানোর পূর্বে নিজের পরিশ্রম এর ঘাটতি আছে কিনা দেখতে হবে।

এছাড়াও জানিয়েছিলাম, যেকোনো পদমর্যাদা দায়িত্ব বয়ে আনে!
ক্ষমতা আমাদের সৃষ্টিকর্তা দিয়ে থাকেন পরীক্ষায় ফেলার জন্য, আমরা কিভাবে সেটাকে ব্যবহার করছি।
আমরা যখন ক্ষমতা হাতে পেয়ে নিজেকেই সৃষ্টিকর্তা ভাবতে শুরু করে ফেলি! সেদিন থেকে আমাদের ভুলের ভাণ্ডার ভরতে থাকে, অহংকারের ভাণ্ডার যেদিন পরিপূর্ণ হয়, সেদিন হাতে শূন্যতা ছাড়া কিছুই পড়ে থাকে না!

কাজেই, আমরা দৈনন্দিন জীবনে যে কাজের সাথেই যুক্ত থাকি না কেনো, সেটাকে সমাধা করতে হবে শৃঙ্খলা তথা সততা দিয়ে।

কেবলমাত্র নিজে খাবো, নিজে বাঁচবো চিন্তাভাবনা থাকলে উপরে ওঠা বোধহয় সম্ভব নয়! যদিও সাময়িক সময়ের জন্য সফলতা এসে থাকে আমরা নিজেদের কারণেই সেগুলো উপরিউক্ত কারণে জন্য হারিয়ে ফেলি অবলীলায়।

আজকে প্রথম যে ছবিটি আমি ব্যবহার করেছি, সেখানে মূলত লেখা আছে, একটি লেখাকে কিভাবে আমরা অন্যরূপ দিতে পারি সুষ্ঠ পরিকল্পনার দ্বারা।

IMG_20240907_173028.jpg
(Another screenshot of the tutorial class)

আমার দৃষ্টিভঙ্গিতে ভালো লেখার বেশকিছু উদাহরণ গতকাল উপস্থিত সদস্যদের স্ক্রীন শেয়ার করে দেখিয়েছিলাম, কাজেই এটা বোধহয় আর কারোর বলবার উপায় নেই, কেন অন্য কেউ? কেনো আমি নই?

ফাঁকি দিলে ফাঁকে পড়তে হয়, কথাটা আমরা শৈশব থেকে শিখলেও বাস্তব জীবনে অনেকেই প্রয়োগে অসমর্থ!

সেটা আমি অনেকের কাজের নমুনার ভিত্তিতেই বলছি। প্রবাদ গুলো তো এমনি এমনি সৃষ্টি হয়নি! সেজন্যই বোধহয় বলা হয়, যেমন কর্ম তেমন ফল!

আশানুরূপ ফল পেতে হলে বোধহয়, সর্বাগ্রে নিজেদের কাজের প্রতি একবার নজর দিয়ে তাকে উন্নত কিভাবে করা যায় সেটা নিয়ে ভাবার প্রয়োজন আছে!

আপনারা কি বলেন?

যারা লেখাটি পড়বেন, তাদের মন্তব্যের আশায় রইলাম।

1000010907.gif

1000010906.gif

Sort:  
Loading...

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

TEAM 5

Congratulations! This post has been upvoted through steemcurator07. We support quality posts, good comments anywhere, and any tags.


image.png

Curated by : @damithudaya

 13 days ago 

Much appreciated your encouraging support my dear friend @damithudaya 😊

 7 days ago 

আপনার লেখা পড়ে খুব ভালো লাগল এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলকপাত করেছেন। “যেমন কর্ম তেমন ফল” কথাটি খুবই যথার্থ। কাজের প্রতি মনোযোগ ও শ্রদ্ধা রেখে যে কাজ করা হবে, তার ফলাফলও তেমন হবে। এ প্রসঙ্গে, নিজের অভ্যাস এবং মনোভাব পরিবর্তন করে ভালো ফল অর্জন করা সম্ভব। গত সপ্তাহের ক্লাসে ভালো লেখার বেশকিছু উদাহরণ দেখিয়েছিলেন যা খুবই ভাল একটি উদ্যোগ। তবে আমি ক্লাসে না থাকায় মিস করে ফেলেছি। আশা করছি পরবর্তীতে এ ধরনের উদ্যোগ আরও দেখতে পাবো ।