অনেক দিন পর বন্ধুদের সাথে আড্ডা

in Incredible India4 days ago

অনেকদিন পর বন্ধুদের সাথে অনেকটা সময় পার করলাম। হঠাৎ করেই দুইটা বন্ধু বাসায় চলে আসে আমি নিজেও জানিনা তারা আসবে। আমি বাইরে বসে ছিলাম হঠাৎ করে তাদের দেখে কিছুটা আশ্চর্য হলাম। একটা বন্ধুর বাসা কাছে হলেও আর একটা বন্ধুর বাসা অনেকটা দূরে।

IMG_20240917_181831.jpg
IMG_20240917_122953.jpg
IMG_20240917_122537.jpg

বাসায় এসেই আমাকে বলতেছে রেডি হও, আমি শুনে বললাম কোথায় যাবা কিন্তু বলল না। কি আর করার পরে রেডি হয়ে বাসা থেকে বের হই। মূলত ঘুরতে যাবে এটাই ছিল তাদের একটা উদ্দেশ্য, কিন্তু রাত হওয়ার জন্য আর বাইরে ঘুরতে যেতে পারিনি, বাসা থেকে কিছুটা দূরে একটা ব্রিজ ছিল আমরা মূলত সেখানেই যাই আর বসে থেকে অনেক সময় গল্প করতে থাকি।

IMG_20240917_122814.jpg

তাদের মধ্যে থেকে একটা বন্ধু বিয়ে করবে তার পছন্দের মেয়ে আছে এ বিষয়ে আমাদেরকে বলে। তারপর সেই মেয়েকে ফোন করে কথাও বলি আমরা, অনেকদিন পর একত্রিত হয়ে অনেক গোপন কথা আলোচনা করতেছিলাম। বন্ধুরা একত্রিত হলে যত প্রকার ফাজলামো আছে সবকিছুই হবে এটাই স্বাভাবিক।

IMG_20240917_181950.jpg

IMG_20240917_181915.jpg

যাইহোক সেখানে বেশ কিছু সময় হাঁটাহাঁটি করি, রাতে থেকেও বিকাল মুহূর্তে এই ব্রিজ অনেক মানুষ হয় আর ওই সময় অনেক বেশি ভালো লাগে। আর আমরা সেখানে বসে সিদ্ধান্ত নেই ডালিয়া ব্রিজ ঘুরতে যাব অনেক আকর্ষণীয় একটি জায়গা ডালিয়া। আমি কয়েকবার গিয়েছিলাম বেশ ভালই লাগে। আর আমরা তিনটা বন্ধু একসাথে যাওয়ার চিন্তা করি আর শীঘ্রই সেখানে যাব।

আমি বাসা থেকে খুব বেশি বের হই না যখন বন্ধুরা এসে নিয়ে যায় ঠিক তখনই বাসা থেকে বের হই। সত্য কথা বলতে ঘুরাঘুরি করতে ভালোই লাগে আর বন্ধুবান্ধব থাকলে তখন একটু বেশি ভালো লাগে। আমরা সেখানে অনেকটা সময় কাটাই ইতিমধ্যেই ৮.০০ পার হয়ে যায়। পরে সেখান থেকে আমরা একটা দোকানে যেয়ে বসি।

IMG_20240917_123133.jpg

মূলত ফুচকা খাওয়ার কথা ছিল, সেখানে ফুচকা খুব বেশি ভালো না তাই আমরা চটপটি খাই। গরম গরম চটপটি খেতে ভালোই লাগে আর আমরা সেখানে চটপটি খেয়ে গল্প করতে থাকি, বেশ কিছু সময় সেখানে বসে গল্প করি। আর আমার বন্ধুটা বলতে ছিল তাদের বাসায় নিয়ে যাবে। কিন্তু তাকে আমি অনেক অনুরোধ করি এই মুহূর্তে না সময় করে নিশ্চয়ই একবার যাব। বন্ধুটার নাম আজিজুল খুবই ভালো ও সুন্দর একটি ছেলে। সে আমাদের বাসায় একদিন থেকে ছিল তখন থেকে আমাকে নিয়ে যাওয়ার জন্য অনেক বলে কিন্তু আমি যাই না অনেকটা ইচ্ছা করেই কিন্তু যাব খুব শীঘ্রই।

পরে আমরা সেখানে নাস্তা করার পর বন্ধুকে বিদায় দিয়ে বাসায় চলে আসি আর বাসায় আস্তে আস্তে প্রায় 9:00 টা বেজে যায়।

Sort:  
Loading...
 4 days ago 

বন্ধুদের সাথে সময় কাটানোর মুহূর্তটা সত্যিই অসাধারণ হয়, বন্ধুরা যখন অনেকদিন পর একত্রিত হয় এবং কোথাও ঘুরতে যায়, সেটা হয় আরও বেশি আনন্দময়, প্রত্যেক এলাকাতেই এই রকম ব্রিজ আছে, যেখানে অনেক মানুষ ঘুরতে যায়, অসংখ্য ধন্যবাদ সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 19 hours ago 

একদম বন্ধুদের সাথে কোথাও ঘুরতে গেলে সেই সময়টা আরো বেশি আনন্দের হয় এবং খুব দ্রুত সময়টা পার হয়ে যায়।। আর হ্যাঁ এটা একদম সঠিক বলেছেন প্রতিটি জেলায় বা প্রতিটি অঞ্চলে এরকম ব্রিজ থাকে ‌‌

 3 days ago 

বন্ধুদের সাথে থাকলে সময়টা মনে হয় তাড়াতাড়ি শেষ হয়ে যায়। যে সময়টা আমরা অতিক্রম করি ওই সময়টা আর কখনো ফিরে পাবো না। আসলে বন্ধুদের সাথে সময় কাটানোর মজাই অন্যরকম। সুন্দর লেখাটা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 19 hours ago 

একদম ভাই বন্ধুদের সাথে থাকলে সময়টা মনে হয় খুব দ্রুত চলে যায় আর যেটা চলে যায় সেই সময় আর ফিরে আসে না।। ভালো লাগলো আপনার মতামত করে ভালো থাকবেন ধন্যবাদ।।