স্কেচ - ৩

in Incredible India2 days ago

নমস্কার। বড়দের সকলকে আমার প্রণাম। আজ আমি আবারো আর একটা পোস্ট লিখছি। আমি একটু আগে স্কুল থেকে আসলাম। বলতে গেলে এখানে আমাকে স্কুলের জন্য দশটা কুড়ির মধ্যে বার হয়ে যেতে হয়। আর বাড়ি আস্তে আস্তে চারটে পার হয়ে যায়।কারণ আমাদের তিনটে কুড়িতে ছুটি হয়। আমি ভেবেই রেখেছিলাম, স্কুল থেকে এসে আমি পোস্ট লিখব। কারণ সন্ধ্যেবেলা থেকে আবার আমার পড়াশোনা শুরু হয়ে যায়। আর সত্যি বলতে স্কুল থেকে এসে আমার দুপুরে ঘুমাতে ইচ্ছা করে না। আমি খেলাধুলা করি। না হলে আমাদের শোরুমে সাইকেল নিয়ে চলে যাই।

কিন্তু এবার থেকে ঠিক করেছি স্কুল থেকে এসে পোস্ট লিখব। আর ছুটির দিনগুলোতে আমি চেষ্টা করব আগে আগে পোস্ট করার। গতকালকে বিকেল বেলায় চারটে থেকে আমাকে বাড়িতে আমার মিস পড়াতে এসেছিলেন। উনি পড়িয়ে যাওয়ার পর এক ঘণ্টার মতো আমি ব্রেক পেয়েছিলাম। কারন আমার আর একটা জায়গায় টিউশন ছিল। ওই ব্রেকের সময় আমি এই ছবিটি কালকে এঁকেছি। দিদি ভীষণ ক্লান্ত ছিল বলে, আমাকে ভিডিও করতে হেল্প করতে পারেনি। তবে যেহেতু আমি নিজেও ভিডিও করতে পারি দিদি ফোন থেকে আমি একা একাই ভিডিও করেছিলাম।

20240917_184151.jpg

আজ বাড়ি এসে দেখি দিদি ভিডিও এডিটিং করে রেখেছে। সাথে ভিডিওটা পোস্ট করে রেখেছে। তাই ভাবলাম সব কাজ যখন রেডি আছে। আমিও পোস্টটা লিখে ফেলি। আমি আজকে পরিচিত একজনের ছবি এঁকেছি। এর নাম হল স্পাইডারম্যান। আমার মনে হয় সবাই আমরা স্পাইডারম্যানকে চিনি। স্পাইডারম্যান বাচ্চাদের অনেক পছন্দের। তাই আমিও স্পাইডার ম্যান খুব পছন্দ করি। কোনরকম কার্টুন অথবা স্পাইডারম্যানের সিরিজ গুলো যখন হয় আমি দেখার চেষ্টা করি। যদিও পড়াশোনার জন্য বেশি সময় পাইনা।

আমি আজকে স্পাইডারম্যানের ছবিটি স্টেপ বাই স্টেপ আঁকা দেখাবো। তার আগে আমি ভিডিওর লিংকটি শেয়ার করলাম।। আপনারা আমার ভিডিও দেখতে পারলে খুব ভালোভাবে বুঝতে পারবেন আমি কিভাবে এঁকেছি।

লিংক

যেহেতু আমার নিজস্ব কোন চ্যানেল নেই, তাই আমি দিদির একটি চ্যানেল থেকে আমার ভিডিওগুলো পোস্ট করছি।

প্রথম ধাপ

প্রথম ধাপে আমি স্পাইডারম্যানের পেন্সিল দিয়ে একটা ছবি এঁকে নিচ্ছি হালকা হালকা করে। মুখের আকৃতি থেকে শুরু করে শরীরের আকৃতি সমস্ত কিছুই একে নিচ্ছি।

20240918_110015.jpg

দ্বিতীয় ধাপ

এবার আমি স্পাইডারম্যানের স্যুটের সবকিছু ডিজাইনগুলো পেন্সিলের সাহায্যে এঁকে নিচ্ছি ।আউটলাইনগুলো পরিষ্কারভাবে করে দিচ্ছি।

20240918_110058.jpg

তৃতীয় ধাপ

কালো পেন্টোনিক পেনের সাহায্যে আমি এবার আউটলাইনগুলোকে একে নিচ্ছি আবার।

20240918_110208.jpg

চতুর্থ ধাপ

যে জায়গা গুলো ডিপ করার মত মনে হচ্ছে সেগুলোকে কালো পেন দিয়ে ডিপ করছি।

20240918_110237.jpg

পঞ্চম ধাপ

এই ধাপে আমি রং পেন্সিলের সাহায্যে স্পাইডারম্যানের স্যুটের রং করে নিচ্ছি। যেহেতু লাল হয় ,তাই লাল রঙ করে নিচ্ছি।

20240918_110340.jpg

তৈরী

আর এভাবেই তৈরি হয়ে গেছে স্পাইডারম্যানের ছবি। আশা করছি আপনারা সকলে ছবিটি ভালো লেগেছে।

20240917_184150.jpg

পুরো কাজটি করতে আমার মেকানিকাল পেনসিল,কালো পেন্টনিক পেন, রং পেনসিল লেগেছে।
আশা করছি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমারও খুব ভালো লাগলো আমার এই ছবিটি আপনাদের সকলের সাথে শেয়ার করতে পেরে। আপনারা চাইলে আমাকে নানান রকম ছবি সাজেস্ট করতে পারেন। অনেক ধন্যবাদ সকলকে।

Sort:  
Loading...
 2 days ago 

চমৎকার প্রতিভা আপনার। এখনো ছবিগুলো আমার খুবই ভালো লেগেছে। তবে আপনি একজন ছাত্র হিসেবেও খুব সুন্দর ভাবে কাজ করে যাচ্ছেন। কাছে আপনার এই বিষয়টা খুবই ভালো লেগেছে। আশা করি আপনি আরও বড় পর্যায়ে যাবেন। এত সুন্দর চিত্র আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 yesterday 

অনেক অনেক ধন্যবাদ দাদা।

 yesterday 

আপনি খুবই সুন্দর ছবি অংকন করতে পারেন, স্পাইডারম্যানের ছবিটা খুব সুন্দরভাবে অঙ্কন করেছেন, এবং এই ছবি অংকন এর প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন, অসংখ্য ধন্যবাদ সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 yesterday 

অনেক ধন্যবাদ।

 yesterday 

তুমি এত সুন্দর ছবি আঁকা শিখে গিয়েছো, সেটা আমার জানা ছিল না। আশা করি আরো ভালো ভালো ছবি তুমি আঁকতে পারবে। এই ভাবেই ছবি আঁকতে থাকো।