অতি সুন্দর একটি ফুল হলো কাঠগোলাপ।।

in #blog9 days ago
আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।আজকে কাঠগোলাপ ফুল নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

আমাদের সকলের কাছেই অতি পরিচিত একটি ফুল হলো কাঠগোলাপ।কাঠগোলাপ ফুল আমার খুবই ভালো লাগে।আমার কিছু পছন্দের ফুলের মধ্যে কাঠগোলাপ ফুল একটি।আমার বাড়িতেও অনেক গুলো কাঠগোলাপ ফুলগাছ রয়েছে।ফুল গাছ লাগাতে আমার খুবই ভালো লাগে।কাঠগোলাপ গাছ গুলো উচ্চতায় খুব বেশি বড় হয় না।কার কলম কাজগুলো আট থেকে দশ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে।এই ছোট খাটো গাছ গুলোতেও প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে।

IMG20240825172557.jpg

IMG20240902181615.jpg

কাঠগোলাপ ফুল গুলো বেশ কয়েকটি রঙের হয়ে থাকে।কাঠগোলাপ ফুলের মধ্যে কোনো কোনো ফুল দুধের মতো সাদা এবং স্বচ্ছ রঙের হয়ে থাকে।আবার কোনো কোনো কাঠগোলাপ ফুলের সাদা পাপড়ির উপর হলুদ রঙ ও দেখা যায়।কিছু কিছু কাঠগোলাপ ফুলের পাপড়ি গুলো লালচে বর্ণের ও হয়ে থাকে।অসম্ভব সুন্দর দেখতে ফুলগুলো বাড়ির উঠানে লাগিয়ে রাখলে বাড়ির সৌন্দর্যটা যেন দ্বিগুণ বৃদ্ধি পায়।কাঠগোলাপ ফুল মানেই অন্যরকম সৌন্দর্য।

IMG20240825172559.jpg

For work I use:


মোবাইল
Oppo A17
ফটোগ্রাফার
@ayeshasiddika10
লোকেশন
মিরপুর-১, ঢাকা, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

কাঠগোলাপ গাছ গুলো লতা পাতার মতো হয় না। এগুলো সোজা লম্বা আকারে বেড়ে ওঠে।কাঠগোলাপ ফুল গাছ গুলো বিশেষ করে গ্রীষ্মমন্ডলী অঞ্চলের গাছ হিসেবে পরিচিত।এ কাঠগোলাপ ফুল গুলো আমাদের অনেক উপকারে আসে।এই কাঠগোলাপ ফুল গাছ দিয়ে অনেকেই নানা রকম আয়ুর্বেদিক ওষুধ তৈরি করে খেয়ে থাকে।চর্মরোগ ভালো করতে সাহায্য করে কাঠগোলাপ ফুল।এই কাঠগোলাপ ফুল গাছ এবং ফুল গুলো আমাদের নানা রকম রোগ নিরাময় করতে সাহায্য করে থাকে।

ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।সবাই ভালো থাকবেন।আল্লাহ্ হাফেজ।
Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 4.435330511567841 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.